আগামী পঞ্চায়েত নির্বাচন রাজ্য রাজনীতির ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’ হবে বলে মনে করছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু।
বারুইপুরে রবিবার সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির বর্ধিত বৈঠকে বিমানবাবু বলেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের উপরে আগামী দিনের বামপন্থী আন্দোলনের রূপরেখা তৈরি হবে। বর্তমানে একটা পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে আঁচ পাওয়া যাচ্ছে। ওই পরিবর্তিত পরিস্থিতির উপরে নজর রেখে সংগঠন মজবুত করে পঞ্চায়েত নির্বাচনের কাজে নামার নির্দেশ দিয়েছেন বিমানবাবু। পরিবর্তিত পরিস্থিতিকে কাজে লাগাতে দলের নিষ্ক্রিয় সদস্যদের প্রতি তাঁর পরামর্শ, হয় সক্রিয় হোন। নয়তো পদ ছেড়ে দিন। পার্টি-দরদি বন্ধু হয়ে থাকুন! বিমানবাবুর এই মন্তব্যর প্রেক্ষিতে জেলা সিপিএমের একাংশের ব্যাখা, পঞ্চায়েত ভোটের জন্য আদাজল খেয়ে নেমে পড়ার জন্য উদ্বুদ্ধ করতেই এমন বার্তা দিয়েছেন রাজ্য সম্পাদক। তা ছাড়া, দলের বিভিন্ন পদে নতুন মুখ আনতে চায় সিপিএম। কিছু সদস্য পদ আগলে রাখছেন অথচ দলীয় কার্যক্রমে গরহাজির থাকছেন। সংগঠনের কাজে কোনও উৎসাহও দেখাচ্ছেন না। এ দিন পরোক্ষে ওই নিষ্ক্রিয় সদস্যদেরই পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সম্পাদক। ওই পদে নতুন মুখ নিয়ে এসে পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করতে চান তাঁরা।
বিমানবাবু ছাড়াও এ দিনের বৈঠকে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক গৌতম দেব উপস্থিত ছিলেন। তিনিও বিমানবাবুর সুরেই বলেন দলের কর্মীদের বলেছেন, ঘুমিয়ে থাকলে চলবে না। একটু জেগে উঠতে হবে। না-হলে পদ ছেড়ে বন্ধু হয়ে থাকতে হবে। জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্যের ব্যাখ্যা, দলকে চাঙ্গা করতে এবং সর্বশক্তি দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে গৌতমবাবু এই পরামর্শ দিয়েছেন। ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ-সহ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত অধিকাংশই তৃণমূল দখল করেছে। সিপিএম এখন চাইছে, পাঁচ বছরে জেলায় তৈরি-হওয়া প্রতিষ্ঠান-বিরোধী হাওয়াকে কাজে লাগাতে। সেই কারণেই দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্য নেতৃত্ব। |