নাবালিকা অপহরণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি ও সিমলাপাল |
বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রদীপ বাউরি। বাড়ি সাঁতুড়ি থানার সুনুড়ি গ্রামে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে রঘুনাথপুর আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। বিচারকের নির্দেশে ওই নাবালিকাকে আনন্দমঠ হোমে পাঠানো হয়। সিমলাপালেও এক কিশোরীকে অপহরণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে ২২ বছরের যুবক প্রদীপ কয়েকদিন আগে অপহরণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করেন কিশোরীর বাবা। নিতুড়িয়া থানার পারবেলিয়ায় দু’জনের সন্ধান মেলে। বিচারকের কাছে কিশোরী গোপন জবানবন্দি দেয়। পুলিশ জানিয়েছে আজ সোমবার, পুরুলিয়া সদর হাসপাতালে কিশোরীটির ডাক্তারি পরীক্ষা করানো হবে। তবে প্রদীপের দাবি, “অপহরণের অভিযোগ মিথ্যা। ও স্বেচ্চায় আমার সঙ্গে গিয়েছিল।” সিমলাপাল থানা এলাকার ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগে স্থানীয় পাটজুড়িয়া গ্রামের যুবক মার্শাল মুর্মুকে শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিশ ধরে। সেখানেই পাওয়া যায়, ওই কিশোরী। মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল। শনিবার দু’জনকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ধৃত মার্শালকে ১৪ দিন জেলহাজতে রাখার এবং ওই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
|
মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
বাস থেকে টেনে নামিয়ে এক সিপিএম নেতার ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইন্দাস থানার কুশমুড়ি এলাকায় রবিবার দুপুরের ঘটনা। ওই তরুণের নাম শেখ রামিজ। বাড়ি ইন্দাসের শিমুলিয়া গ্রামে। তাঁর বাবা আব্দুর রউফ সিপিএমের ইন্দাস জোনাল কমিটির প্রাক্তন সদস্য। সিপিএমের ইন্দাস জোনাল কমিটির সম্পাদক অসীম দাসের অভিযোগ, “বর্ধমান থেকে ফেরার সময় রামিজকে কুশমুড়ি এলাকায় বাস থেকে টেনে নামিয়ে তৃণমূলের লোকেরা মারধর করে। আমাদের জোনাল কার্যালয় বন্ধ করার জন্যই সন্ত্রাস শুরু করেছে তৃণমূলের গুণ্ডাবাহিন।” এ দিন ওই এলাকায় তৃণমূলের মোটরবাইক বাহিনী দাপিয়ে বেড়ায় বলেও তাঁর দাবি। কয়েক দিন ধরে মারধর খেয়েও কয়েকজন সিপিএম কর্মী পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতে ভয় পাচ্ছেন বলে তাঁর অভিযোগ। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি তথা বিধায়ক গুরুপদ মেটের দাবি, “এ রকম ঘটনার খবর আমার জানা নেই। সিপিএমের নেতারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই আমাদের দলের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তুলছেন।”
|
লোহাচুরি, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ম্যানেজার ও এক শ্রমিককে বেঁধে রেখে লোহা চুরির অভিযোগে বর্ধমান থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ইলামবাজার থানার পুলিশ। শনিবার গভীর রাতে বর্ধমানের গলসি ও আউশগ্রাম এলাকা থেকে ধরা পড়েন কৃষ্ণ বাউড়ি ও নেপাল মল্লিক নামে ওই দুই যুবক। রবিবার বোলপুর আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ২৩ অক্টোবর ইলামবাজারে চুরি হয়েছিল। |