ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে ছড়িয়ে পড়ল আগুন। সেই আগুনে ট্রাকটি আংশিক ও খুঁটির পাশে থাকা একটি মোটরবাইক সম্পূর্ণ পুড়ে গেল। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া-দুর্গাপুর রাস্তার উপর, বড়জোড়া থানার তারাসিং সেতুর কাছে। ট্রাকটির চালককে মৃত অবস্থায় ওই ট্রাকেরই নীচ থেকে পরে পুলিশ উদ্ধার করে। মৃতের নাম রবিন সিং ভূঁই (৩২)। পুঞ্চার কুসুমটিকরি গ্রামে তাঁর বাড়ি। আগুন নেভাতে বাসিন্দারা প্রথমে হাত লাগান। পরে দুর্গাপুর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে বাঁকুড়ামুখী ট্রাকটি রাস্তার বাঁ পাশের একটি বিদ্যুতের খুঁটিতে প্রথমে ধাক্কা মারে। এরপর একটি গাছে ধাক্কা মেরে ছোট ঘরের দেওয়ালে আঘাত করে। দুর্ঘটনায় গাড়ির সামনের কাচ ভেঙে যায়। গাড়ির সামনের দু’টি চাকা খুলে যায়। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগায় চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। তা থেকেই মোটরবাইক ও ট্রাকের সামনের অংশে আগুন লেগে যায়। তবে বাসিন্দারা জল ঢেলে আগুন আয়ত্তে নিয়ে আসে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বড়জোড়ার কৃষ্ণনগরের বাসিন্দা জয়ন্ত পাল ওই মোটরবাইকের মালিক। তিনি বলেন, “ইলেকট্রিক খুঁটির কাছে মোটরবাইক রেখে প্রস্বাব করতে গিয়েছিলাম। ট্রাকটি ধাক্কা মারার শব্দ কানে যেতেই দেখি চারদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। হঠাৎ দেখি আমার মোটরবাইকটি দাউদাউ করে জ্বলছে। ভয়ে দৌড় লাগাই।” পুলিশ জানায়, ট্রাকটির সামনের কিছু অংশ পুড়ে যায়। ট্রাকের নীচে মেলে চালকের দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ট্রাকের সামনের কাচ ভেঙে চালক ছিটকে নীচে পড়ে যান। তারপর ট্রাকের তলায় চাপা পড়েন। এই ঘটনার জেরে কিছু ক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। |