একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা। শনিবার রাতে বারাসতের নবপল্লির মোচপোলে একটি তার কারখানায় ডাকাতির ঘটনা প্রশাসনের ঢিলেঢালা চেহারার ছবিটা ফের স্পষ্ট করে দিল। পুলিশ জানিয়েছে, মোচপোলে লোহার তার তৈরির কারখানা স্থানীয় বাসিন্দা চপল বন্দ্যোপাধ্যায়ের পরিবারের। শনিবার রাত আড়াইটে নাগাদ জনা আটেকের দুষ্কৃতী দল একটি ট্রাক নিয়ে কারখানার সামনে হাজির হয়। কারখানার পিছনের গেট দিয়ে তারা ভিতরে ঢোকে। চপলবাবু বলেন, ‘‘রাতে কারখানায় কাজ চলছিল। শনিবার সন্ধ্যাতেই একটি অর্ডার পেয়েছিলাম। রবিবার ডেলিভারির কথা ছিল। দুষ্কৃতীরা অভিজিৎ দাস ও লক্ষ্মণ জানা নামে কারখানার দুই কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় ৬ লক্ষ টাকার তার লুঠ করে নিয়ে যায়। আলমারি ভেঙে একটি মোবাইল ও দু’হাজার টাকা নিয়ে নেয়।’’ ঘটনার কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে বারাসত থানার আইসি নিজেই ওই কারখানায় যান। বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। এর আগেও এই ধরনের ঘটনা ঘটায় কারখানাগুলোয় থানা ও পুলিশ অফিসারদের ফোন নম্বর দেওয়া ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আই সি নিজেই গিয়েছিলেন। তার চুরি চক্রের এই দলটি স্থানীয় কি না তদন্ত করে দেখা হচ্ছে।’’
|
বেশ কিছু দিন ধরে বন্ধ সিপিএমের একটি দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ক্যানিংয়ের জীবনতলার কালিকাতলা বাজারে দলের ওই শাখা কার্যালয়টির তালা ভেঙে তৃণমূলের লোকজন দলীয় পতাকা ঝুলিয়ে দখল করে নেয় বলে সিপিএমের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ হবে। সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের জন্যই কার্যালয়টি বন্ধ রাখা হয়েছি। দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল এলাকায় জনসমর্থন হারিয়েছে। তাই সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। ওরা আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে, এমনকী দখলও করে নিচ্ছে।” সুজনবাবু এ বিষয়ে আরও বলেন, “মানুষই এ সবের এর যোগ্য জবাব দেবেন।” এ বিষয়ে তৃণমূলের ক্যানিং-২ ব্লক সভাপতি সওকত মোল্লা বলেন, “সিপিএমই আমাদের ওই এলাকার কর্মী-সমর্থকদের কার্যালয়টি দখল করে রেখেছিল। সেই সব কর্মী-সমর্থকেরাই জায়গাটি পুনরুদ্ধার করেছেন।”
|
আগুনে পুড়ে গেল একটি বাড়ি। শনিবার রাতে বাসন্তীর পূর্ব ভাঙনখালির লস্করপাড়ার বাসিন্দা, বিমা সংস্থার এজেন্ট রহিম আলি গাজির মাটির বাড়িটিতে আগুন লাগে। তখন বাড়িতে কেউ ছিলেন না। প্রতিবেশীরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পুরো বাড়িটিই পুড়ে যায়। পুলিশের অনুমান, শর্ট-সার্কিট থেকে দুর্ঘটনা। রহিম আলি গাজি বলেন, “শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম। ঘরে কেউ ছিল না। কী ভাবে আগুন লাগল বুঝতে পারছি না।”
|
শাসনের তৃণমূল পর্যবেক্ষক সহিদুল ইসলামের উপরে হামলার অভিযোগে শনিবার বিকেলে বারাসতের চাঁপাডালি এলাকা থেকে শেখ আমিনুদ্দিন নামে ওই দলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে লোকসভা নির্বাচনের আগেই আমিনুদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি শাসন বাজারে তার দলবল সহিদুলের উপরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের হয় পুলিশে।
|
রাস্তার ধার থেকে উদ্ধার হল এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। রবিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাদামতলায়। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ জানায়, মৃত যুবকের নাম সুখেন দে (৩২)। ওই যুবক এলাকায় ছোটখাট ব্যবসা করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে ফেরার সময়ে কোনও গাড়ি নিয়ন্ত্রণহীন ভাবে ধাক্কা মারে সুখেনবাবুকে। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে শনিবার রাতে বাসন্তীর শিমুলতলা থেকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃত নিজাম পুরকাইতের বাড়ি থেকে ২টি বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
|
উত্তর ২৪ পরগনার গোপালনগরের সুন্দরপুর গ্রামের বাসিন্দা, বছর পনেরোর এক বালিকাকে অপহরণের অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। |