টুকরো খবর
পিএসএ কাপ ফুটবলের ফাইনাল আজ
বিভূতিভূষণ মাইতি স্মৃতি পিএসএ কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলায় শনিবার নাকতলা কৃশানু দে কোচিং সেন্টার ৩-০ গোলে হারাল পাঁশকুড়া একাদশকে। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে টালিগঞ্জ একাদশ ও পানিপারুল স্পোর্টস অ্যাকাডেমি। ফাইনাল খেলা হবে আজ, সোমবার। এ দিকে, পটাশপুরের ছাড়াদিঘি বন্ধু গোষ্ঠীর পরিচালনায় শনি ও রবিবারদু’দিন ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতা হল ছাড়াদিঘি ফুটবল ময়দানে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও কলকাতার মোট ৮টি দল যোগদান করে। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর। দাঁতন-২ ব্লকের পুরুন্দা বিবেকানন্দ সেবা সঙ্ঘের পরিচালনায় পুরুন্দা ক্রীড়া ময়দানেও ফুটবল টুর্নামেন্ট চলছে। দু’দিনের টুর্নামেন্ট শুরু হয়েছে রবিবার। দুই মেদিনীপুর ও হাওড়ার মোট আটটি দল যোগ দিয়েছে টুর্নামেন্টে। দু’টি সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে শনিবার। সেমিফাইনালে মুখোমুখি হবে হাওড়া ফুটবল কোচিং সেন্টার ও তুরকা রিক্রিয়েশন ক্লাব এবং পুরুন্দা সিধু কানহু ক্লাব ও কণ্টাই এবিসিডি।

‘নির্মল’ স্বীকৃতি
পূর্ব মেদিনীপুর জেলার আরও ১৪টি গ্রাম পঞ্চায়েতকে ‘নির্মল গ্রাম পঞ্চায়েত’ পুরস্কার দেওয়া হল। পুরস্কৃত অর্থের প্রথম কিস্তি হিসেবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সম্প্রতি। ২০১০ সালে জেলার ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯২টি ‘নির্মল গ্রাম পঞ্চায়েতে’র স্বীকৃতি পেয়েছিল। ২০১১ সালে আরও ১৪টি ‘নির্মল গ্রাম পঞ্চায়েতে’র স্বীকৃতি পায়। সম্প্রতি জেলা পরিষদে এক অনুষ্ঠানে ওই সব গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জেলা সভাধিপতি গাঁধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, অতিরিক্ত জেলাশাসক অজয় পাল ছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার এখনও ১২টি পঞ্চায়েত সমিতি ও ১৭টি পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পায়নি। ওই লক্ষ্য পূরণ হলে গোটা জেলাই ‘নির্মল জেলার’ স্বীকৃতি পাবে বলে জানান জেলা পরিষদ কর্তৃপক্ষ।

শিল্প প্রদর্শনী
বেলদার সৃজনী আর্ট অ্যান্ড মিউজিক সেন্টারের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে দু’দিন ধরে নানা কর্মসূচি আয়োজিত হল। শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানও হয়। ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, মিউজিক সেন্টারের সভাপতি তথা বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ননীগোপাল শীট, সম্পাদক লক্ষ্মী শিকদার প্রমুখ। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি চত্বরেই শনি ও রবিবার দু’দিন ধরে চিত্রকলা এবং সূচিশিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু উৎসাহী মানুষ ভিড় জমান।

পূর্বে গ্রামীণ হাট
পূর্ব মেদিনীপুর জেলায় ১২টি গ্রামীণ হাট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জেলার ৪টি মহকুমার প্রতিটিতে ৩টি করে গ্রামীণ হাট হবে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, প্রতিটি গ্রামীণ হাট তৈরি করার জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে জেলার কাঁথি-১ ব্লকের তেঁতুলমুড়ি ও তমলুক ব্লকের নিমতৌড়িতে দুটি গ্রামীণ হাট হবে। এর জন্য রাজ্য সরকারের অনুমোদনও পাওয়া গিয়েছে। চলতি বছরেই এই কাজ শুরু হবে বলে মামুদ হোসেন জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর ও পটাশপুর-২ ব্লকের প্রতাপদিঘিতে দু’টি গ্রামীণ হাট তৈরির জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সম্মেলন দাসপুরে
দাসপুর-১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন হল রবিবার। সম্মেলনের উদ্বোধন করেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভানেত্রী উত্তরা সিংহ, জেলা সভাপতি দীনেন রায়, সুজাতা সিংহ, তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সম্পাদক শ্যাম পাত্র, বিধায়ক মমতা ভুঁইয়া, সুকুমার পাত্র-সহ অন্য নেতারা। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লকের শতাধিক মহিলা কর্মী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সম্মেলনে আলোচনা হয়। সম্মেলনের শেষে উপস্থিত মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরও হয়। সৌমেনবাবু বলেন, “সামনেই পঞ্চায়েত নিবার্চন। আমাদের নেত্রী একজন মহিলা। তাই এ বার পঞ্চায়েতে মহিলাদেরই বেশি করে এগিয়ে আসতে হবে।”

তৃণমূলের কর্মিসভা
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে রবিবার দুপুরে তমলুকের রঘুনাথপুর ২ অঞ্চলে কর্মিসভা করল তৃণমূল। গোবিন্দপুর হাইস্কুল মাঠের ওই সভায় ছিলেন তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী, রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। প্রসঙ্গত, এক পঞ্চায়েত সদস্যকে মারধর-সহ নানা অভিযোগ ওঠায় কিছু দিন আগেই শহিদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল সভাপতি নিকুঞ্জ মান্নাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন বিভাস কর।

শিক্ষক গ্রেফতার
মিড ডে মিলের চাল ও টাকা তছরুপের অভিযোগে এক প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত কার্তিক চন্দ্র দুয়ারী মেদিনীপুরের ধর্মার বাসিন্দা। চাকরি করতেন কেশপুরের কাওয়াগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে ১২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠান বিচারক। বেশ কিছু দিন ধরেই তিনি মিড-ডে মিলের চাল ও টাকা তছরুপ করছিলেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁর বিরুদ্ধে আদালতে যান। আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। শনিবার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষকের কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.