টুকরো খবর
চাঁদার জুলুম
দাবিমতো চাঁদা না পেয়ে একটি সরকারি বাসে ভাঙচুর চালাল একদল যুবক। রবিবার বিকেলে মেদিনীপুরের ধর্মার কাছের এই ঘটনায় জখম হয়েছেন এক বাসযাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ঘটনায় জড়িতদের খোঁজ চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওড়িশা সরকারের এই বাসটি দুর্গাপুর থেকে ওড়িশা যাচ্ছিল। ধর্মার উপর দিয়ে খড়্গপুরের দিকে যাওয়ার পথে একদল যুবক বাসটিকে আটকে চাঁদা চায়। পুলিশ জানিয়েছে, ওই যুবকেরা স্থানীয় একটি কালীপুজোর সঙ্গে যুক্ত। চালক চাঁদা দিতে অস্বীকার করায় ওই দলের এক যুবক বাঁশ দিয়ে বাসের পিছনের কাঁচ ভেঙে দেয়। এসময়ই জখম হন নারায়ণ নায়েক নামে ওই যাত্রী। ঘটনায় ক্ষুব্ধ বাসযাত্রীরা রাস্তায় নেমে পড়েন। এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিলে যাত্রীরা ফের বাসে ওঠেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক গ্রেফতার
মিড ডে মিলের চাল ও টাকা তছরুপের অভিযোগে এক প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত কার্তিক চন্দ্র দুয়ারী মেদিনীপুর শহরের ধর্মা এলাকার বাসিন্দা। চাকরি করতেন কেশপুর থানা এলাকার কাওয়াগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে ১২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠান বিচারক। বেশ কিছু দিন ধরেই ওই প্রধানশিক্ষক মিড-ডে মিলের চাল ও টাকা তছরুপ করছিলেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁর বিরুদ্ধে আদালতে যান। আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেয়। শনিবার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে নিয়ে আসা হয়েছিল। কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।

খড়্গেশ্বরের অভিষেক
খড়্গেশ্বরের অভিষেক হল রবিবার। খড়্গপুর শহরের ইন্দার এই খড়্গেশ্বর শিব মন্দিরটি বহু প্রাচীন। শিবের মাথায় জল ঢালার পাশাপাশি দুধও ঢালা হয়। দেওয়া হয় মধু, ফুল প্রভৃতিও। এর ফলে শিবলিঙ্গটি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছিল। শিবলিঙ্গের ক্ষয় ফেরাতে উদ্যোগী হন স্থানীয় মানুষ ও স্থানীয় খড়্গেশ্বর বয়েজ ক্লাব। এ দিনই সেই কাজ করা হয়। এই জাতীয় কাজ করতে হলে প্রয়োজন হয় অভিষেকের। তাই হোম ও যজ্ঞের মাধ্যমে অভিষেক করা হয়। বিতরণ করা হয় প্রসাদও। লোক কথা অনুযায়ী, এই খড়্গেশ্বরের নামের সূত্রেই খড়্গপুর শহরের নামকরণ হয়েছিল। প্রাচীন মন্দিরের এই অনুষ্ঠানকে ঘিরে খড়্গপুরবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

সংস্কৃতি উৎসব
সব পেয়েছির আসরের সংস্কৃতি উৎসব হয়ে গেল শনিবার, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, স্থানীয় বিধায়ক মৃগেন মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী প্রমুখ। আসরের মেদিনীপুর অঞ্চলের উদ্যোগে আগেই অঙ্কন, নৃত্য, সঙ্গীত প্রভৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এ দিন সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়। পরে আসরের কচিকাঁচারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। পরিবেশিত হয় একটি নাটকও। আসরের মেদিনীপুর অঞ্চল সংগঠক জীতেশ হোড় বলেন, “ছোট ছোট ছেলেমেয়েদের সংস্কৃতি চর্চায় উৎসাহ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন।” অনুষ্ঠানে মহকুমাশাসক বলেন, “আজকাল ছেলেমেয়েদের একাংশ বিপথে চালিত হচ্ছে। আসরের এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিশু মন সমৃদ্ধ হবে। সংস্কৃতি চর্চায় উৎসাহও বাড়বে।”

চমকাইতলায় ফুটবল
ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল চমকাইতলা নজরুল স্মৃতি সঙ্ঘ। গড়বেতার চমকাইতলাতে টানা এক মাস ধরে চলা এই প্রতিযোগিতার শেষ দিন ছিল রবিবার। খেলায় যোগ দিয়েছিল ২০টি ক্লাব। এ দিন ফাইনালে মুখোমুখি হয় চকপার্বতী আদিবাসী ক্লাব ও হেতেশোল ইসলামিক ক্লাব। চকপার্বতী আদিবাসী ক্লাব ১ গোলে জয়ী হয়েছে। বিজয়ী দলকে ৫ হাজার টাকা নগদ ও বিজিতকে ২ হাজার টাকা নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফি দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন সমাজসেবী চঞ্চল রায়, অসীম ওঝা, লালু গায়েন।

নৃত্যানুষ্ঠান
শনিবার খড়্গপুরের গিরিময়দানে গীতাঞ্জলি সভাগৃহে আয়োজিত হল নৃত্যানুষ্ঠান। বিকাশ নৃত্যমণ্ডলী আয়োজিত এই অনুষ্ঠানে কুচিপুরি, ভরতনাট্যম-সহ বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন সংস্থার শতাধিক ছাত্রী। প্রধান অতিথি হিসেবে ছিলেন দক্ষিণী নায়িকা কিন্নরী। এছাড়াও ছিলেন খড়্গপুর আরপিএফ বিভাগের সিনিয়র সিকিউরিটি কমিশনার পিভিএস সান্তারাম, খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বি ভি চন্দ্রশেখর প্রমুখ। কুচিপুরি নৃত্যগুরু পি সীতারামাইয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.