জাহিরের চোটে হঠাৎ আশঙ্কার মেঘ
সারা দিনে তিন স্পেলে ১১ ওভার বল করলেন তিনি। চায়ের বিরতির পর সাজঘরে বসেই ছিলেন প্রায় পাঁচ ওভার। তার পর মাঠে নেমে যখন বল হাতে নিলেন, তখন ঠিক পাঁচটা বল করতে পারলেন।
শেষ বলটাও না করলেই যে ভাল হত, তা তাঁর ফলো থ্রু দেখেই বোঝা গেল। পা চলছে না। দু-একজন ফিল্ডার, যাঁরা চোখে প্রশ্ন নিয়ে তাঁর দিকে এগিয়ে এসেছিলেন, তাঁদের দিকে ব্যথা অনুভব করার স্পষ্ট ইঙ্গিত দিয়ে বেরিয়ে গেলেন। তার পরে ১৯ ওভার খেলা হল। কিন্তু জাহির খান আর মাঠে ফিরলেন না।
মোতেরা টেস্টের দল বাছাইয়ের বৈঠক শুরু হতে তখন আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এমন সময় জাহিরের দুর্দশা চিন্তায় ফেলে দিল নির্বাচকদের। মুম্বই অধিনায়ক অজিত আগরকর অবশ্য ব্যাপারটাকে হালকা করে দিলেন এই বলে যে, “সামান্য ক্র্যাম্প। দেখবেন, জাহির কাল ঠিক মাঠে নামবে।”
পরের দিনই টেস্টের দল বাছাই। তাই ওয়াংখেড়ের পাটা ২২ গজে জাহির আর বল করার ঝুঁকি নিলেন না, এমন মতও শোনা গেল মুম্বই ক্রিকেট মহলে। আগারকরও বললেন, “টেস্টের প্রস্তুতির কথা মাথায় রেখে খেলছে ও। যতটুকু বল করেছে, ঠিকই আছে।” আর এক মতবাদ অনুযায়ী, কুঁচকির চোট পেয়ে থাকলে কিন্তু ১৫ নভেম্বর মোতেরায় জাহিরের নামার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।
রবিবার রাতেই নির্বাচকরা পৌঁছে গেলেন মুম্বই। সোমবার সকালে প্রথম সেশনে তাঁরা জাহিরকে দেখবেন এবং মুম্বই দলের ট্রেনার অমোঘ পন্ডিতের কাছ থেকে তাঁর ফিটনেসের অবস্থা জেনে নিয়ে বৈঠকে বসবেন। তবে হঠাৎ জাহিরকে নিয়ে আশঙ্কার মেঘ জমায় লড়াইয়ে উঠে এসেছে ইরফান পাঠান ও অশোক দিন্দার নাম।
এ দিকে, লড়াইয়ে মনোজের থেকে কিছুটা হলেও এগিয়ে গিয়েছেন রায়না। দল নির্বাচনী সভার আগে রায়না দিল্লির বিরুদ্ধে হাফসেঞ্চুরি (৫৫) করে রাখলেন। মনোজ সেখানে ইডেনে রাজস্থানের বিরুদ্ধে দু’ইনিংসে করলেন ৪২ ও ৬। যুবরাজ সিংহের বা তাঁর মায়ের অবশ্য কোনও চিন্তা নেই। তাঁর নাম লিখে নিয়েই এ দিন বৈঠকে হাজির হবেন নির্বাচকরা। গম্ভীর, রাহানে, পূজারা, কোহলিরা থাকছেন। থাকছেন উমেশ, ইশান্তরাও। বাকি রইলেন হরভজন সিংহ। পীযূষ চাওলার আঙুলের চোট এখনও সারেনি বলে হয়তো অশ্বিন, ওঝার সঙ্গে তাঁর জায়গায় ভাজ্জি ঢুকে যেতে পারেন। এ ছাড়া দলে আর তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাষ নেই। তবে মহেন্দ্র সিংহ ধোনি যদি শেষ মুহূর্তে কোনও চমক দিয়ে দেন, তা হলে দলের চেহারা কিছুটা অন্যরকম হয়ে যেতে পারে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.