তফসিলি সম্প্রদায়ের স্বার্থ রক্ষার অঙ্গীকার মানিকের
ভোটের দামামা বেজে উঠতেই রাজ্য স্তরে কেন্দ্রীয় সমাবেশ শুরু করে দিয়েছে ত্রিপুরায় বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম। আজ আস্তাবল ময়দানে দলের শাখা সংগঠন তফসিলি জাতি সমন্বয় সমিতির কেন্দ্রীয় জনসমাবেশে হাজার হাজার বাম সমর্থক এবং কর্মীর উপস্থিতিতে রাজ্যে সপ্তম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বান জানালেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের পরিকল্পনা, উদ্যোগ, সদিচ্ছা এবং সহমর্মিতায় রাজ্যের তফসিল সম্প্রদায়ভুক্ত মানুষের ‘উন্নয়ন’ কথা তুলে ধরেন সিপিএমের নেতৃবৃন্দ।
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘‘রাজ্যে তফসিল সম্প্রদায়ের মানুষদের জন্য সংরক্ষণ করার জন্য বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলাও করা হয়েছে। প্রতি ক্ষেত্রে রাজ্য সরকার জয়ী হয়েছে। এমনকী শীর্ষ আদলতও ত্রিপুরার বামফ্রন্ট সরকারের সংরক্ষণ নীতির প্রশংসা করে রাজ্য সরকারের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন। বামফ্রন্ট সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কর্মসূচির কারণেই এ রাজ্যে দলিত সম্প্রদায়ভুক্ত মানুষদের প্রতি ‘সংকীর্ণতা’ দূর হয়েছে।
লাল ঢেউয়ে রাঙা রাজপথ। ত্রিপুরা সিপিএমের শাখা সংগঠন তফসিলি জাতি সমন্বয় সমিতির
সমাবেশ উপলক্ষে মিছিল। রবিবার আগরতলায় উমাশঙ্কর রায়চৌধুরীর তোলা ছবি।
শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দলিত অধিকার সুরক্ষায় রাজ্যে সপ্তম বামফ্রন্ট সরকার জরুরি।” ভবিষ্যতেও তফসিলি সম্প্রদায়ের মানুষের স্বার্থরক্ষার ব্যাপারে আশ্বাস দেন মানিকবাবু।
এ দিকে, তপশিল জাতি সমন্বয় সমিতি এবং তার চারটি শাখা সংগঠনের সমথর্কদের অগণিত মানুষের উপস্থিতিতে দুপুর থেকেই আগরতলা শহরের বিভিন্ন স্থানে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যায়। রাজ্য পুলিশ এবং টিএসআর জওয়ানদের উপস্থিতিতে আস্তাবল ময়দান এবং সংলগ্ন এলাকা নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যান্ডের তালে তালে নরনারীর মিছিলে আস্তাবল ময়দান ভরে উঠছিল। যানবাহন কার্যত কয়েক ঘণ্টা স্তব্ধ হয়ে গিয়েছিল শহরে প্রধান রাস্তাগুলিতে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.