|
|
|
|
শিল্পের দাবিতে রাস্তায় নামছে আইএনটিইউসি
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে শিল্পায়নের দাবিতে আগামী বৃহস্পতিবার কলকাতায় রামলীলা ময়দান থেকে গাঁধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিইউসি।
হলদিয়া-কাণ্ডের প্রেক্ষিতে ওই দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান কর্মসূচি নিয়েছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু পুলিশ ওই সভার অনুমতি না-দেওয়ায় মৌলালির রামলীলা ময়দান থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নেন প্রদেশ নেতৃত্ব। তবে ওই দিন প্রদেশ নেতাদের অনেকেই কলকাতায় থাকতে পারবেন না বলে কংগ্রেস সূত্রের খবর। সনিয়া গাঁধী এবং মনমোহন সিংহের ডাকে রবিবারের রামলীলা ময়দানের সভায় যোগ দিতে রাজ্য কংগ্রেসের প্রায় সব নেতাই দিল্লি গিয়েছিলেন।
তাঁদের ফিরতে ফিরতে মঙ্গল-বুধবার হয়ে যাবে। ফিরেই এক দিনের মধ্যে মিছিল সংগঠিত করা সমস্যাজনক। তার উপরে আগামী শুক্রবার সূরজকুণ্ডে মিনি এআইসিসি-র চিন্তন শিবির। সেখানে রাজ্য থেকে কংগ্রেসের তিন প্রতিমন্ত্রী-সহ প্রদেশ নেতৃত্বের একাংশের থাকার কথা।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আইএনটিআইউসি-কে দিয়ে ওই মিছিল করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। রাজ্য আইএনটিইউসি এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য রবিবার বলেন, “হলদিয়ায় শ্রমিকদের ছাঁটাই এবং শ্রমিকদের সমস্যার প্রতিবাদেই ওই মিছিল হবে। আইএনটিইউসি-কে নেতৃত্ব দিতে বলা হয়েছে। প্রদেশ কংগ্রেসের যে নেতারা ওই দিন কলকাতায় থাকবেন, তাঁরাও মিছিলে হাঁটবেন।”
প্রদেশ নেতাদের অনুপস্থিতিতে আইএনটিইউসি-কে দিয়ে মিছিলের বার্তা তেমন জোরদার হবে না বলে কংগ্রেসের একাংশের অনুমান। তবে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বক্তব্য, “হলদিয়ার শ্রমিকদের সমস্যা এবং রাজ্য থেকে একের পর এক শিল্প চলে যাওয়ার প্রতিবাদে এই মিছিল।
৮ তারিখ মিছিল না-হলে প্রতিবাদের বিষয়টাই যে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে! এর পরে কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো-সহ একাধিক উৎসব রয়েছে।” শিল্পায়নের দাবিতে আজ, সোমবারই বেকার যুবকদের নিয়ে বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে ভুখা মিছিল করবে উত্তর কলকাতা যুব কংগ্রেস। হাতে থালা, বাটি নিয়ে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে তারা। মিছিল শেষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তাদের পথ অবরোধ কর্মসূচিও রয়েছে বলে সংগঠন সূত্রের খবর। |
|
|
|
|
|