রাজমিস্ত্রিদের প্রশিক্ষণে সংস্থা |
দেশ জুড়ে প্রায় ১০ হাজার রাজমিস্ত্রিকে প্রশিক্ষণ দিতে চলেছে টিএমটি বার প্রস্তুতকারক সংস্থা এসআরএমবি সৃজন লিমিটেড। এ জন্য তারা হাত মিলিয়েছে জর্জ ইনস্টিটিউটের সঙ্গে। এখানকার শিক্ষকেরাই প্রশিক্ষণ দেবেন। এসআরএমবি-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম আব্রাহামের দাবি, ‘উন্নতি’ নামের ওই প্রকল্প সংস্থার বিপণন পরিকল্পনারই অঙ্গ। এর মাধ্যমে নির্মাণ কাজের মান বাড়ার পাশাপাশি সংস্থার তৈরি টিএমটি বার (বাড়ি তৈরির রড)-এর সঙ্গে আরও ভাল ভাবে পরিচিত হবেন রাজমিস্ত্রিরা। আব্রাহামের আশা, এর ফলে প্রচার পাবে পণ্যটি। এ দিকে, যাঁরা বাড়ি তৈরি করতে চান, তাঁদের সুবিধার জন্য সারা দেশে টিএমটি বার-এর মান যাচাইয়ের কেন্দ্রও গড়ছে সংস্থা। ইতিমধ্যেই খুলেছে ২০টি মান পরীক্ষা কেন্দ্র। যার ১২টি পশ্চিমবঙ্গে। সেখানে বিনামূল্যেই ওই রড যাচাই করিয়ে নেওয়া যাবে বলে দাবি সংস্থা কর্তৃপক্ষের।
আব্রাহাম জানান, বিপণন পোক্ত করতে বহু পদক্ষেপই করছেন তাঁরা। যেমন, সংস্থার পুরনো বিপণন দূত প্রাক্তন ক্রিকেটার কপিলদেবের সঙ্গেই নেওয়া হয়েছে নতুন দুই মুখ, ভারতীয় দলেরই মনোজ তিওয়ারি ও শ্রীসন্থ-কে। পরিকল্পনা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাতের মতো নতুন বাজার ধরার। উৎপাদনের পরিমাণ ও মান বাড়াতে দুর্গাপুর কারখানায় শুরু হয়েছে বেলজিয়াম থেকে আনা ইস্পাত তৈরির আধুনিক প্রযুক্তি ‘টেম্পকোর’ ব্যবহার।
|
পূর্বাঞ্চলকে তুলে ধরতে ইউরোপে সিআইআই কর্তারা |
দ্বিপাক্ষিক বাণিজ্য বিস্তারের লক্ষ্যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফ্রান্স ইন্ডিয়া-র (সিসিআইএফআই) সঙ্গে গাঁটছড়া বাঁধল সিআইআই-এর পূর্বাঞ্চলীয় শাখা। পূর্বাঞ্চলে ব্যবসার সম্ভাবনা তুলে ধরতে সম্প্রতি ইউরোপ পাড়ি দিয়েছিলেন সিআইআই-এর পূর্বাঞ্চলীয় কর্তারা। সেই সফরেই চুক্তিবদ্ধ হয় দুই বণিকসভা। পাঁচ দিনের সফরে ফ্রান্স ছাড়াও ব্রিটেন ও জার্মানি গিয়েছিলেন সিআইআই-এর প্রতিনিধিরা। সিআইআই-এর পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান আর কে অগ্রবাল বলেন, “ওই দেশগুলির শিল্পমহলের কাছে পূর্বাঞ্চল আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে। সেই বার্তাটাই আমরা এই সফরে দিতে চেয়েছি।” সিসিআইএফআই সেক্রেটারি জেনারেল ডি এল মারিয়ান্না ও সিআইআই-এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা সৌগত মুখোপাধ্যায় দু’পক্ষের হয়ে মউ সই করেন। সিআইআই প্রতিনিধিদল ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জ, বিএমডব্লিউয়ের কারখানা, ঘুরে দেখার পাশাপাশি শিল্পমহলের সঙ্গে বৈঠক করেন। জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত সুজাতা সিংহ ভারতে ব্যবসার সম্ভাবনা ব্যাখ্যা করেন। লন্ডনে আর্সেলর-মিত্তল কর্তা লক্ষ্মী মিত্তল-সহ ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। |