|
|
|
|
পর্যটনে লগ্নি টানতে রাজ্যের লক্ষ্য লন্ডন
|
কৌশিক চৌধুরী • শিলিগুড়ি |
পর্যটনের মাধ্যমে বিদেশি লগ্নি টানার সুযোগ রাজ্যের সামনে। আজ, সোমবার লন্ডনে শুরু হচ্ছে বিশ্ব পর্যটন বাজার বা ‘ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট’ (ডব্লিউটিএম)। এই পর্যটন বাজারে কেন্দ্রীয় পর্যটন দফতর থিম হিসেবে তুলে ধরবে পশ্চিমবঙ্গকে। বিশ্বের অন্যতম বৃহৎ এই পর্যটন মেলায় ভারতের প্যাভিলিয়নের একটা বড় অংশ জুড়েই থাকবে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গোটা রাজ্যের পর্যটন স্থানগুলিকেই তুলে ধরা হবে এই বাজারে। এর পুরো খরচই বহন করবে কেন্দ্রীয় সরকার।
রাজ্য সরকারের লক্ষ্য, এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যে বিভিন্ন পর্যটন প্রকল্পের ক্ষেত্রে পিপিপি মডেলে বিনিয়োগ টানা। লন্ডনে এই পর্যটন বাজারে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী অমিত মিত্রও।
পর্যটন মন্ত্রী রচপাল সিংহ বলেন, “গত নভেম্বরে মেঘালয়ের পর্যটন মন্ত্রীদের সম্মেলনে বিষয়টি প্রাথমিকভাবে ঠিক হয়। পূর্ব, উত্তর ও দক্ষিণের রাজ্যগুলির মতো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে তুলে ধরার প্রস্তাব তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধকান্ত সহায়কে দিয়েছিলাম। অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে এ বার পশ্চিমবঙ্গ এক নম্বরে জায়গা করে নিয়েছে। কেন্দ্রের তরফে চূড়ান্ত সম্মতি দিয়ে তা রাজ্যকে জানানো হয়।” |
|
রাজ্য পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্যটন বাজারে রাজ্যের তিনটি পর্যটন প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, লন্ডনের ধাঁচে কলকাতা আই, দ্বিতীয়ত, শিলিগুড়ির কাছে গজলডোবাতে পর্যটন সার্কিট তৈরি, যেখানে গলফ কোর্স, নানা মাপের হোটেল থাকবে, এবং তৃতীয়ত সুন্দরবনের ঝড়খালিতে পর্যটন ক্ষেত্রে তৈরি হবে সাফারি পার্ক।
রাজ্যের পর্যটন সচিব বিক্রম সেন জানান, কেবল এই তিনটি প্রকল্পই নয়, রাজ্যের বিভিন্ন গ্রামীণ সংস্কৃতি, ও কারুশিল্পকেও এই সুযোগে তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে ছৌ নাচ, মৃৎশিল্প, কাঁথাশিল্প ও ডোকরার কাজ। বিভিন্ন জেলা থেকে ১০ জন গ্রামীণ শিল্পীকেও সরকারি খরচে লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। চেষ্টা হবে ভিন রাজ্যের আদলে গ্রামীণ পর্যটনের মাধ্যমে বিনিয়োগ টানার। তাঁর কথায়, “বর্তমানে পর্যটন থেকে রাজ্যের জিডিপির মোট ৭ থেকে ৮ শতাংশ আসে। আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে সেটাকে ২০ শতাংশে নিয়ে যাওয়া।”গত ৩৩ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পর্যটন বাজার অনুষ্ঠিত হচ্ছে। সরকারি সূত্রের খবর, গত বছর এই মেলায় যোগদানের জেরে ভারতে সরকারি, বেসরকারি মিলিয়ে ৫৬০ কোটি টাকার ব্যবসা হয়েছে। টাকার অঙ্ক আরও বাড়াতেই এ বার ভারতীয় প্যাভিলিয়নের আয়তন প্রায় দেড় হাজার স্কোয়ার ফুটের করা হচ্ছে। লন্ডনের সাউথ হলের পূর্ব দিকের গেটের মুখেই থাকছে ভারতীয় প্যাভেলিয়নটি।
বিক্রমবাবু জানান, বিদেশি পর্যটকদের টানার বিচারে দেশে পশ্চিমবঙ্গের স্থান তৃতীয়। আর অন্য রাজ্যের ভারতীয় পর্যটকদের টানার ব্যাপারে ষষ্ঠ। রচপালের আশা, এর পরে পর্যটকের সংখ্যাটা আরও বাড়বে। প্যাভিলিয়নে নানা তথ্য সম্বলিত ফ্লেক্স, ব্যানার সহ থাকবে নানা পুস্তিকা, লিফলেট। এই আগতদের স্বাগত জানতে উপস্থিত থাকবেন রাজ্য পর্যটন দফতরের অফিসারেরা। সেই সঙ্গে আজ, সোমবার শুরু হয়ে ৪ দিন লন্ডনে ওই মেলা চলবে। |
|
|
|
|
|