|
|
|
|
শুধু সূচকের দিকে নয়, নজর রাখুন হাতে থাকা শেয়ারেও
|
অমিতাভ গুহ সরকার |
শেয়ার বাজারে যাঁদের নিয়মিত যাতায়াত, তাঁদের বেড-টি, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার একটু বিশেষ ধরনের হয়। বেড-টি’র সঙ্গে থাকে হ্যাং সেং, নিক্কেই, কসপি। ব্রেকফাস্টে মূলত সেনসেক্স ও নিফ্টি। লাঞ্চের মেনুতে থাকে ফুটসি, ড্যাক্স, ক্যাক ইত্যাদি। ডিনারে অবশ্যই ডাও জোন্স এবং ন্যাসডাক।
এই রকম সুষম আহার করলে তবেই আপনি শেয়ার বাজারে সফল হতে পারবেন। এরই অন্য নাম বিশ্বায়ন। ভারতের শেয়ার বাজার শুধু মাত্র ভারতীয় অর্থনীতির প্রভাবে চালিত হয় না। সব সময়েই এর উপর কমবেশি প্রভাব থাকে বিশ্বের অন্যান্য বাজারের।
এই কারণে সাতসকালে এশিয়ার বাজার তেজী খুললে আপনিও হয়তো ওই ভেবে উৎফুল্ল হন যে, সেনসেক্স ও নিফ্টি নিশ্চয়ই সবুজে খুলবে। সকাল ৭টার পর থেকেই আমরা নিক্কেই, হ্যাং সেং কসপির রং দেখতে পাই। বেলা ১টার পর ইউরোপীয় সূচকে যদি লালের আধিক্য দেখা যায়, তবে লাঞ্চটাই মাটি। এর প্রভাব তৎক্ষণাৎ পড়ার সম্ভাবনা থাকে সেনসেক্স ও নিফ্টিতে।
সন্ধ্যার পর অপেক্ষা মার্কিন বাজার খোলার। ডাও, ন্যাস্ডাক এবং এস অ্যান্ড পি সূচকের প্রভাব পরদিন সকালে পড়ে বিভিন্ন এশীয় বাজারে। অর্থাৎ ‘পিলো পাসিং’-এর মতো এই খেলাটিও চক্রাকারে চলে বিশ্বময়। দেশে যদি হঠাৎ অর্থনীতি নিয়ে কোনও শক্তিশালী অথবা অতি দুর্বল খবর প্রকাশ পায়, তা হলে অনেক সময়ে সেনসেক্স ও নিফ্টিকে কক্ষপথ ছেড়ে উল্টো দিকে চলতে দেখা যায়। রাজনীতির প্রভাবেও অনেক সময় গতিপথ পরিবর্তন করে এ দেশের শেয়ার সূচক।
বিশেষ কয়েকটি কোম্পানির ফলাফলেও বিশেষ ভাবে প্রভাবিত হয় সেনসেক্স ও নিফ্টি। গত সপ্তাহের শেষ দিকে বাজার উঠেছে মূলত দুটি কারণে। সেপ্টেম্বরে পরিকাঠামো শিল্পে ৫.১ শতাংশ বৃদ্ধির খবর এবং উইপ্রোর নজর-কাড়া ফলাফল প্রকাশ। এই ধরনের খবরে বাজার সাময়িক প্রভাবিত হয়। বিশ্ব অর্থনীতি পাকাপাকি ভাবে না-শোধরালে ভারতীয় বাজারের খুব বেশি উপরে যাওয়ার আশা বিশেষজ্ঞরা করছেন না। এখন যা অবস্থা, তাতে বাজার একটু উঠলেই বিক্রির চাপে তা নেমে আসছে। দীর্ঘ মেয়াদে কেউ বাজারের উপর ভরসা রাখতে পারছেন না। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে, ভারতীয় বাজারের বড় টনিক হল বিদেশি লগ্নি। ডলার এলে বাজার ওঠে। ডলারের প্রত্যাবর্তনে বাজার পড়ে। দেশি লগ্নি সংস্থাগুলির বাজারের উপর নিয়ন্ত্রণ এখন অনেক কম। বিশ্ব অর্থনীতি এবং বিদেশি লগ্নিকারীদের উপর ভারতীয় বাজার এখন
অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ সব সময়েই নজর রাখতে হবে বিশ্ব বাজারের গতিবিধির উপর।
এ বারও সুদ কমায়নি রিজার্ভ ব্যাঙ্ক। হতাশায় সেনসেক্স নামে ২০৫ পয়েন্ট। পরের কয়েক দিনে বাজার অবশ্য পুরনো জায়গায় ফিরে আসে।
এই ওঠাপড়ার বাজারে উচিত হবে শুধু মাত্র সূচকের উপর নজর না-রেখে নিজের নিজের শেয়ারের উপর লক্ষ রাখা। বাজার পড়লেও অনেক সময়ে দেখবেন আপনার শেয়ার উঠছে। উল্টোটাও হয়। উঠতি বাজারে দেখা যায়, যে-শেয়ার আপনি কেনার কথা ভাবছেন, তার কোনও কোনওটা হয়তো নামছে। দ্রুত সুযোগ নিতে হবে এই ওঠাপড়ার। গত এক বছরে বাজার ওঠাপড়া করছে একটি গণ্ডির মধ্যে। কিন্তু এরই মধ্যে লক্ষ করলে দেখা যাবে, এই সময়ে বড় রকমের ওঠাপড়া করেছে অনেক নামী শেয়ার। সঙ্গে দেওয়া হল এই ধরনের একটি তালিকা।
বাজারে এখন ওঠাপড়া চললেও দীর্ঘ মেয়াদে সূচক বেশ খানিকটা উপরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে-সব পণ্য ভারতকে আমদানি করতে হয়, যেমন তেল, বিভিন্ন ধাতু, রাসায়নিক সার ইত্যাদির দাম বিশ্ব বাজারে কমলে ভারতের ডলার খরচ কমবে। এটা হলে টাকার দাম বাড়বে, চাঙ্গা হবে অর্থনীতি, তেজী হবে শেয়ার বাজার। বিশ্ব বাজারে এই সব পণ্যের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। তা হলে আবার ‘বুল রান’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ দীর্ঘ মেয়াদের জন্য ভাল শেয়ারে লগ্নি করা যেতে পারে প্রতিটি পতনে।
সামনে দেওয়ালি এবং ধনতেরাস। অনেকটা ওঠার পর সোনা একটু ম্লান। সোনা এখন মানুষ শুধু গয়নার জন্য কেনে না। লগ্নির জন্য কেনা সোনার পরিমাণ এখন অনেক বেশি। দাম বাড়লেই বিক্রি করতে নামেন লগ্নিকারীরা। ফলে দাম আবার কিছুটা নেমে আসে, যেটা এখন হয়েছে। এ ছাড়া ডলারের দাম কমলেও সোনার দাম কমার সম্ভাবনা থাকে। বর্তমান পরিস্থিতিতে ধনতেরাসে সোনার বাজার খুব তেজী হবে বলে মনে করা হচ্ছে না, যদি না বিশ্ব বাজারে এই হলুদ ধাতুর দাম চড়চড়িয়ে ওঠে।
|
৫২ সপ্তাহে শেয়ারের
উত্থান-পতন (মূল্য টাকায়)
|
শেয়ার |
সর্বোচ্চ দাম |
সর্বনিম্ন দাম |
বতর্মান দাম |
অ্যাক্সিস ব্যাঙ্ক |
১৩০৯ |
৭৮৫ |
১২১৬ |
ভেল |
৩৪০ |
১৯৫ |
২২৯ |
এইচডিএফসি |
৭৯৪ |
৬০১ |
৭৬৭ |
এইচডিএফসি ব্যাঙ্ক |
৬৪৫ |
৪০০ |
৬৩০ |
আইসিআইসিআই ব্যাঙ্ক |
১১০২ |
৬৪১ |
১০৭৯ |
ইনফোসিস |
১৯৯৪ |
২০৬১ |
২৩৮৯ |
এল অ্যান্ড টি |
১৭২০ |
৯৭১ |
১৬৭৫ |
ওএনজিসি |
৩০৪ |
২৪০ |
২৬৬ |
রিল্যায়ান্স ইন্ডস |
৯০২ |
৬৭১ |
৮০৮ |
স্টেট ব্যাঙ্ক |
২৪৭৫ |
১৫৭৬ |
২১৫২ |
টিসিএস |
১৪৩৮ |
১০৪২ |
১৩৩১ |
টাটা স্টিল |
৫০১ |
৩৩২ |
৪০২ |
উইপ্রো |
৪৫৩ |
৩২৬ |
৩৬৫ |
হিন্দ ইউনিলিভার |
৫৮০ |
৩৭৩ |
৫৩৩ |
আইটিসি |
২৯৯ |
১৮৯ |
২৮৩ |
হিরো মোটোকর্প |
২২৭৯ |
১৭০৩ |
১৯৪৫ |
|
|
|
|
|
|