টুকরো খবর
সিউড়িতে কম্পিউটার চুরি
কিছুদিন আগে পর্যন্ত বীরভূম জেলার বিভিন্ন জায়গায় মন্দির বা বাড়িতে চুরি হত। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলাচ্ছে চুরির ধরনও। বেশ কিছুদিন ধরেই সিউড়িতে কম্পিউটার চুরি হচ্ছে। সম্প্রতি বীরভূম জেলা গ্রন্থাগার ও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক থেকে চুরি গিয়েছিল কম্পিউটারের জিনিসপত্র। কম্পিউটার চুরি হয়েছে সাংসদ শতাব্দী রায়ের রামপুরহাটের অফিস ও একটি প্রশিক্ষণকেন্দ্র থেকে। সিউড়িতে চুরির ঘটনায় একজন ধরাও পড়েছিল এবং উদ্ধার হয়েছিল চুরি যাওয়া সামগ্রীও। কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি। পুজোর ছুটিতে সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির অফিস থেকে চুরি হয়েছে ৩টি কম্পিউটার ও কিছু যন্ত্রপাতি। পুজোর ছুটির পর বিষয়টি নজরে আসায় ওই কোম্পানির আধিকারিকেরা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সিউড়ি থানার পুলিশ বৃহস্পতিবার চঞ্চল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সিউড়ি থানার আইসি সুমোহন রায়চৌধুরী বলেন, “ধৃতের বাড়ি সিউড়ির সনাতোড় পাড়ায়। শুক্রবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ধৃতের কাছ থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”

লোহাচুরি, গ্রেফতার ২
ম্যানেজার ও এক শ্রমিককে বেঁধে রেখে লোহা চুরির অভিযোগে বর্ধমান থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ইলামবাজার থানার পুলিশ। শনিবার গভীর রাতে বর্ধমানের গলসি ও আউশগ্রাম এলাকা থেকে ধরা পড়েন কৃষ্ণ বাউড়ি ও নেপাল মল্লিক নামে ওই দুই যুবক। রবিবার বোলপুর আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর ইলামবাজারে ওই চুরি হয়েছিল। অভিযোগ পেয়ে ইলামবাজার থানার ওসি ত্রিদিব প্রামাণিকের নেতৃত্বে একটি তদন্ত দল বিভিন্ন জায়াগায় তল্লাশি চালায়। তাতেই ধৃতদের কথা জানতে পারে পুলিশ। এরপরই বর্ধমান পুলিশের সহযোগিতায় গলসির বাসিন্দা কৃষ্ণ ও আউশগ্রামের নেপালকে ধরে ফেলে ইলামবাজার থানার পুলিশ। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা-র দাবি, “বুদবুদ, আউশগ্রাম, কাঁকশা, ইলামবাজার-সহ আশপাশের ৩-৪টি জেলার নানা জায়গায় একটি দলই এমন অপরাধে জড়িত। ওই দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”

ভরসা পড়শি গ্রামের রাস্তা
নেই রাস্তা। তাই স্কুল-কলেজ, বাজার-হাটে যেতে গেলে লাঘোষা গ্রামের মণ্ডলপাড়ার মানুষদের যেতে হয় অন্য পাড়ার রাস্তা দিয়ে। অন্য সময় সম্বল মাঠের মধ্যে দিয়ে চলে যাওয়া সরু আলপথ। সেই ‘রাস্তা’ বর্ষাকালে ডুবে যায়, আর অন্য সময় ঢেকে যায় ফসলে। এই রাস্তা নিয়েই জেরবার মণ্ডলপাড়ার ২৫টি পরিবার। মণ্ডলপাড়ার বাসিন্দাদ রাইপদ মণ্ডল, নিত্যরঞ্জন মণ্ডলদের ক্ষোভ, “আমরা বারাবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও-র কাছে গেলেও কোনও তারা কোনও ব্যবস্থা নেয়নি।” হাতিয়ার পঞ্চায়েত প্রধান শিশিরকুমার দাস বলেন, “জায়গার অভাবে ওই পাড়ায় কোনও রাস্তা তৈরি করা যায়নি। উপযুক্ত জায়গা পেলেই রাস্তা তৈরি করা হবে।”

রেশম ও তসর চাষিদের দাবি
পশ্চিমবঙ্গ রেশম ও তসর চাষি সমিতির নবম রাজ্য সম্মেলন হয়েছে রবিবার। রামপুরহাটের রেলওয়ে ইনস্টিটিউট হলে এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে ১৫৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের অভিযোগ, কৃত্রিম রেশমতন্তু বিদেশ থেকে আমদানির জন্য রাজ্যের রেশম-তসর শিল্পীরা ক্ষতির মুখে পড়েছেন। তাই বিদেশ থেকে তসর ও রেশম আমদানি বন্ধ, তসর ও রেশম চাষিদের পরিচয় প্রদান, উন্নত প্রজাতির রেশমকীট চাষে সহায়তা, পাহাড় ও বনাঞ্চলে রেশম চাষের সুযোগ দেওয়র দাবি জানানো হয় এই সম্মেলনে। রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনাও করা হয়।

তৃণমূলে যোগ
২৮টি পরিবার সিপিএম ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করল তৃণমূল। রবিবার রামপুরহাট থানার ফরিদপুর গ্রামের ঘটনা। দলবদলের আংশিক সত্যতা স্বীকার করে খরুন পঞ্চায়েতের উপপ্রধান তথা ফরিদপুর গ্রাম সংসদের সিপিএম সদস্য সনাতন মণ্ডল বলেন “গ্রাম্য বিবাদের কারণে ৭টি পরিবার দল ছেড়েছে বলে জানি।” যদিও সিপিএমের খরুন লোকাল কমিটির সম্পাদক দিলীপ মেহেনা-র দাবি, “ওই পরিবারগুলি আদতে বিজেপি সমর্থক। আমাদের দলের কেউ নন।” বিজেপির রামপুরহাট ১ ব্লক সভাপতি অষ্টম মণ্ডল অবশ্য ওই দাবি মানেননি।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে রাজনগরের চন্দ্রপুর পঞ্চায়েত এলাকার তাড়াতোল গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম স্বপন হাঁসদা (৪৫)। বাড়ি ওই গ্রামেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই একটি মুদির দোকানে জিনিসপত্র কিনে ফেরার পথে একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.