সাহসিকতার জন্য পুরস্কৃত ৭ |
একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলার সাত জনের হাতে সাহসিকতার জন্য পুরস্কার তুলে দিল বর্ধমান পুলিশ। সম্প্রতি বর্ধমানের উপকণ্ঠে রেল লাইনের ফাটল দেখে বালিয়া এক্সপ্রেসকে থামিয়ে দেন তিন জন স্থানীয় যুবক। হিরণ হাজরা, শিবশংকর চৌধুরী, বাবু দাস নামে ওই তিন জনের হাতে তুলে দেওয়া হয় ওই পুরস্কার। অন্য দিকে, গত ২১ অক্টোবর কালনার কালিনগরের মল্লিকপাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫৫টি বাড়ি। সবুর আলি মল্লিক, সুকুর আলি মল্লিক, ইসাবুল মল্লিক, ও ইয়াকুব শেখের চেষ্টায় আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছিলেন গ্রামবাসীরা। জ্বলন্ত বাড়িতে আটকে পড়া পঞ্চাশেরও বেশি বাসিন্দাদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁদের। এই চার জনকেও পুরস্কৃত করা হয়। বিভিন্ন কৃতিত্বের জন্য সম্মান জানানো হয় ২৬ জন পুলিশকর্মীকেও। পাশাপশি, জেলার পাঁচটি ‘সেরা’ পুজোকেও পুরস্কৃত করা হয়। পুরস্কার পায় বর্ধমান শহরের সবুজ সঙ্ঘ, মেমারির সারদাপল্লি, অরবিন্দপল্লি সর্বজনীন, কালনার কৃষ্ণদেবপুর বারোয়ারি, কাঁকসা-পানাগড়ের মিত্র সঙ্ঘ ও কাটোয়ার ন’নগর সবুজ সঙ্ঘ।
|
বিদ্যুতের খুঁটি নিয়ে বিবাদ, জখম দুই |
বিদ্যুতের খুঁটি পোঁতাকে কেন্দ্র করে বিবাদের জেরে আহত হলেন দু’জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে কালনার বড়মিত্রপাড়ার বাসিন্দা ছায়া গাইনের বাড়িতে বিদ্যুত সংযোগ দিতে এসেছিলেন বিদ্যুৎ বণ্টন কোম্পানির কর্মীরা। বিদ্যুৎ সংযোগের জন্য ছায়া দেবীর বাড়ির কাছেই একটি বিদ্যুতের খুঁটি পোঁতা ছিল। এ দিন কর্মীরা এলে ছায়াদেবীর প্রতিবেশী তাপস হাজরা খুঁটিটি নিয়ে আপত্তি তোলেন। দু’ পক্ষের মধ্যে বচসা শুরু হয়। দু’তরফেই অনেক লোকজন জড়ো হয়। বচসা হাতাহাতিতে পৌঁছয়। ছায়াদেবী ও তাপসবাবু দু’জনেই আহত হন। তাঁদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ জানায়। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
প্রৌঢ়ের দেহ উদ্ধার কালনায় |
বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল কালনা থানার পুলিশ। শনিবার বিকেলে কালনা শহরের ফটকদ্বার এলাকার বাড়ি থেকে অসীম মোদক (৫৫) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অসীমবাবু পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। বাড়িতে একাই থাকতেন তিনি। সপ্তাহ খানেক আগে তাঁকে শেষ এলাকায় দেখা গিয়েছিল। এ দিন তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে। ভিতর থেকে ঘরটি বন্ধ ছিল ও সব জানলা বন্ধ ছিল। পুলিশ জানায়, তদন্ত চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
|
২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ‘ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ’ পালন করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ব্যাঙ্কের বর্ধমান চক্রের প্রধান ডি কে রাওয়াত এ দিন বক্তৃতা করেন। তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে কর্মীদের কাজ করতে হবে, যাতে ব্যাঙ্কের কাজে কোনও অনৈতিক লেনদেন বা ছায়া ফেলতে না পারে।”
|
কয়লা বোঝাই ট্রাক-সহ ধৃত দুই |
১৪ মেট্রিক টন কয়লা বোঝাই একটি ট্রাককে শনিবার গভীর রাতে আটক করল গলসি পুলিশ। ট্রাকটি অন্ডালের নির্মীয়মান বিমানঘাঁটির কাছ থেকে আসছিল। চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অন্ডাল থেকে উত্তর ২৪ পরগনায় এই চোরাই কয়লা বোঝাই ট্রাকটিকে পাঠানো হয়েছিল। এর সঙ্গে দুই দুষ্কৃতী জড়িত বলে জানা গিয়েছে। তাদের খোঁজ চলছে।
|
কুখ্যাত এক দুষ্কৃতীর গলাকাটা দেহ উদ্ধার হল রবিবার সকালে। বর্ধমানের উপকণ্ঠে প্যামরার একটি বন্ধ পেট্রোল পাম্পের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। নিহতের নাম অভিজিৎ ওরফে রাজু দে (৩০)। বাড়ি বড়শূলের পঞ্চায়েত পাড়ায়। পুলিশ জানায়, ওই দুষ্কৃতী গভীর রাতে মহিলা সেজে ট্রাকচালকদের প্রতারিত করে লুঠপাট করত। পুলিশ জানায়, একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। |