‘মৃত’ জানিয়ে বন্ধ ভাতা, ধর্না বৃদ্ধার |
এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করে বার্ধক্যভাতা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল কুলটি পুরসভার বিরুদ্ধে। প্রতিবাদে ওই বৃদ্ধা শনিবার পুরসভার সামনে ধর্নায় বসেন। ভুলটি শুধরে নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। বার্ধক্যভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস মিললে কয়েক ঘন্টা পরে ধর্না প্রত্যাহার করেন ওই বৃদ্ধা। কুলটির পুরসভার ১ নম্বর ওয়ার্ডের চলবলপুর এলাকার বাসিন্দা গেনি বাউরি পুর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, তিনি গত পাঁচ বছর ধরে বার্ধক্যভাতা পাচ্ছেন। কিন্তু মাস খানেক আগে জানতে পারেন, মৃত বলে তাঁর নাম বাদ দিয়ে দিয়েছে পুরসভা। পুরসভার সামনে ধর্নায় বসেন তিনি। উজ্জ্বলবাবুর দাবি, “স্থানীয় পুর কাউন্সিলরদের বার্ধক্যভাতা প্রাপকদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। সেই সময়ে ভুলবশত ওই বৃদ্ধার নাম বাদ গিয়েছে।” তিনি বলেন, “আমি ওই বৃদ্ধার নাম প্রাপকদের তালিকায় তোলার ব্যবস্থা করে দিচ্ছি। তাঁর টাকা পেতে অসুবিধা হবে না।”
|
জুয়ার ঠেকে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৮ হাজার টাকা। রানিগঞ্জ পুলিশ জানিয়েছে, শালডাঙায় গোপনে জুয়ার ঠেক চলছে বলে খবর ছিল। তারই ভিত্তিতে অভিযান চািয়ে এদের ধরা হয়। অন্য দিকে, এ দিনই কাঁকসায় দুই জুয়ারিকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে রণডিহা স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। তাঁদের নাম সুনীল ঠাকুর ও লালবাহাদুর জয়সওয়াল। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ধৃতদের কাছ থেকে ৪৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।
|
রেফারি প্রশিক্ষণ শিবির আসানসোলে |
মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দু’দিনের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল আসানসোলে। আয়োজক সংস্থার সম্পাদক নিত্যানন্দ রায় জানান, শনি ও রবিবার আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন ক্রীড়া পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফিফার রেফারি উদয়ন হালদার এবং হরিসাধন ঘোষ প্রশিক্ষণ দিয়েছেন। বর্ধমান, কালনা, দুর্গাপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন থেকে মোট ৪৫ জন প্রশিক্ষণ নিয়েছেন।
|
কাজ করার সময়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নরেশ মাহাতো (২২)। জামুড়িয়ার জাদুডাঙ্গায় একটি বেসরকারি কারখানার কর্মী ছিলেন তিনি। এ দিন কাজ করার সময়ে উঁচু থেকে পড়ে গিয়ে জখম হন তিনি। আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
|
বেআইনি কয়লা কারবারে জড়িত সন্দেহে বেনাচিতির এক বস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মধুসূদন সাহা। রবিবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
|
‘সেরিব্রাল থ্রম্বোসিসে’ আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বংশীধর সাহার। বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার দুর্গাপুর ইস্পাত হাসপাতালে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত এই শিক্ষকের।
|