উদয় সঙ্ঘের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলকাতা ও বর্ধমান প্রবীণ একাদশের মধ্যে খেলায় জিতল কলকাতা। খেলার ফল ৩-০। কলকাতার প্রবীণ একাদশে ছিলেন শেখ সঞ্জীব, ঝন্টু দে, হীরালাল দাস প্রমুখা। বর্ধমান দলে ছিলেন দেবাশিস কোনার, পুলিক নন্দী, প্রশান্ত চৌধুরী প্রমুখ। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে প্রতি ১০ মিনিট অন্তর গোল করতে থাকে কলকাতা। ২টি গোল করেন শেখ সঞ্জীব। অপর গোলটি ঝন্টু দে’র। কলকাতা একাদশের কোচ দেবাশিস মুখোপাধ্যায় বলেন, “আমাদের ফুটবলাররা নিয়মিত অফিস লিগে খেলেন। সেটাই দু’দলের পার্থক্য।”
|
আদিবাসী অধিকার রক্ষা সমিতির তরফে দু’দিনের ফুটবলের আয়োজন করা হয় কাঁকসার সিঁদুরিয়া গ্রামে। এক সঙ্গে ৬টি মাঠে এই প্রতিযোগিতা চলছিল। ব্লকের ১০৫ টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। ফাইনালে সেঁটেরবাঁধ আদিবাসী পাড়া টাইব্রেকারে ২-১ গোলে আমানিডাঙা ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায়।
|
পূর্বস্থলীর হাটসিউরি খানপুর ইসলামিক ফুটবল ক্লাব আয়োজিত নক আউট টুর্নামেন্টের ফাইনাল ছিল শনিবার। এ দিন পূর্বস্থলীর আটপাড়া পল্লীমঙ্গল সমিতি ও কাটোয়ার গাজিপুর যুব সঙ্ঘের মধ্যে খেলা হয়। আটপাড়াকে ১-০ হোলে পরাজিত করে গাজিপুর। ম্যাচের সেরা নির্বাচিত হন সাবির শেখ।
|
কেরারডি আদিবাসী কল্যাণ সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল ঝাড়খণ্ড গাঁওতা আদিবাসী। কেরারডি মাঠে তারা হারানডি আদিবাসীকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। ম্যাচের সেরা জয়ী দলের বিনয় সরেন। খেলা পরিচালনা করেন রূপেন্দু বন্দ্যোপাধ্যায়, মিঠুন মণ্ডল ও সুখেন্দু বন্দ্যোপাধ্যায়। পুরস্কার বিতরণ করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুর।
|
রাজারামডাঙা মাঠে নানকু বাস্কি ও অমর কোড়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল মাধাইপুর আদিবাসী ক্লাব। রবিবার তারা জবা আদিবাসী ক্লাবকে ২-১ গোলে হারায়। আয়োজকদের পক্ষে বাবলু বাস্কি জানান, ১৬টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
রামপুর ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হল আয়োজক সংস্থা। নিজেদের মাঠে তারা বেলডাঙা আদিবাসী ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। |
কোটালডিহি বিবেকানন্দ পাঠাগার আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হল জবা জনকল্যাণ সমিতি। তারা কোটালডিহি মাঠে চরণপুর এফসি-কে ৩-০ গোলে হারায়। দ্বিতীয় সেমিফাইনালে মহাল ফুটবল অ্যাকাডেমি আড়াডাঙা এমবিজি-কে হারিয়ে ফাইনালে ওঠে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত কল্যাণ মুখোপাধ্যায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শনিবারের আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল এনইউসিএসি। তারা ইলেভেন বুলেটকে ২-১ গোলের ব্যবধানে হারায়। |