এক ঝলকে...
পৃথিবী
দামাস্কাস ওয়াশিংটন ডি সি হাভানা প্যালেস্তাইন আমস্টার্ডাম
সিরিয়ায় নতুন মোড়। সৌদি আরব ও বাহরাইন অঞ্চল থেকে সালাফি গোষ্ঠীর নেতারা গিয়ে সিরিয়ার বিদ্রোহ ‘হাইজ্যাক’ করছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করে প্রেসিডেন্ট আব্বাসের শিয়া বাহিনীকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার কথা ভাবছে। এই বিদেশি জিহাদিদের সম্পর্কে সিরিয়ার বিপ্লবীরা অবশ্য সতর্ক, কেননা, এক, তাদের সঙ্গে এই বিদেশিদের লক্ষ্যের তফাত রয়েছে, আর দুই, সালাফি সন্দেহে সিরিয়ার সরকারি ফৌজ আরও নিষ্ঠুর আঘাত হানছে তাদের উপর। ছবিতে সরকারি বাহিনীর হানায় সদ্য কন্যা-হারানো এক বাবা।

• স্যান্ডিতে ধ্বস্ত আমেরিকার ছবি ও খবর দিগবিদিকে। তবে আরও দু-একটা দেশ একই দুর্ভোগের কবলে গ্রস্ত, আমেরিকার চেয়ে অনেক খারাপ তাদের অবস্থা। যেমন কিউবা। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো জানিয়েছেন, মনে হচ্ছে যেন বোমা ফেলা হয়েছে তাঁর দেশের ওপর।

• প্যালেস্তাইনের সীমান্ত কি ১৯৬৭-র আগে যে রকম ভাবা হয়েছিল, সেই লাইন অনুযায়ী টানা সম্ভব হবে? এত দিন পর আবার সেই প্রশ্ন তুললেন প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মুশকিল হল, ইজরায়েলের কথা তো ছেড়েই দেওয়া গেল, প্যালেস্তিনীয়রাও কি খুশি হবে তাঁর প্রস্তাবে?

• অনেক তর্কবিতর্কের পর বিদেশি টুরিস্টদের জন্য ড্রাগ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল আমস্টার্ডামে। কানাবিস শপ খোলাই থাকছে ভ্রমণ‘পিপাসু’দের জন্য।

• নির্বাচনের ঠিক আগে ঝড়ের গতিতে জনপ্রিয়তা অর্জন করছেন ওবামা। ঝড় মানে স্যান্ডি। পূর্ব আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল যখন ছেয়ে ফেলছে স্যান্ডির সর্বনাশ, ওবামার তখনই, কার্তিকেই, পূর্ণ পৌষমাস। তিনি যে ভাবে পরিস্থিতির দিকে নজর রেখেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে মার্কিন নাগরিকরা খুবই সন্তুষ্ট। ঝড়বিধ্বস্ত নিউ ইয়র্কের মেয়রও প্রকাশ্যেই ওবামাকে সমর্থন জানিয়েছেন।
আথেন্স
‘হট ডক’ সংবাদপত্রের সম্পাদক কোস্টাস ভ্যাক্সেভানিস-কে (ছবি) বেকসুর খালাস দিল গ্রিক আদালত। দিনকয়েক আগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর কাগজে হাজারদুয়েক লোকের নাম ফাঁস করেছেন। তাঁরা গ্রিসের নাগরিক, সুইজারল্যান্ডের ব্যাঙ্কে তাঁদের টাকা জমা রয়েছে। বছর দুয়েক আগে তৎকালীন ফরাসি অর্থমন্ত্রী (এখন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান) ক্রিস্টিন লাগার্ড গ্রিসের সরকারকে ২০৫৯ জনের একটি তালিকা দেন দেশে কর ফাঁকি দিয়ে তাঁরা সুইজারল্যান্ডের ব্যাঙ্কে টাকা রাখছেন। সেই তালিকায় মন্ত্রীর নাম ছিল, অর্থমন্ত্রকের বিভিন্ন কর্তার নাম ছিল, বেশ কিছু বড় ব্যবসায়ীর নামও ছিল। সরকার দু’বছরেও কিছুই করেনি। ভ্যাক্সেভানিস সেই নামগুলোই ছেপে দিয়েছেন। আদালত জানাল, তিনি কোনও অন্যায় করেননি। সংবাদমাধ্যমের এই স্বাধীনতা খর্ব করার প্রশ্নই উঠছে না।

নিউ ইয়র্ক
মাইকেল কাবন (ছবি) নামকরা মার্কিন লেখক। অনেকের মতে, তিনি তাঁর প্রজন্মের সবচেয়ে বিখ্যাত লেখক সে দেশে। পুলিতজার (সাহিত্য) পুরস্কারে ভূষিত হয়েছিলেন ২০০১ সালে, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব কাভালিয়ের অ্যান্ড ক্লে’ উপন্যাসের জন্য। কেন হঠাৎ তাঁর কথা এখন? কেননা, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনি মন্তব্য করেছেন, “ওবামা? দারুণ লেখক!..” “আর কেবল দারুণ লেখক নন, দারুণ বক্তাও বটে! উনি কথা বললে মনে হয় স্বচ্ছ উজ্জ্বল মণিমুক্তোর মতো শব্দ (crystal drops of words) ঝরে ঝরে পড়ছে!” ওবামার বোধহয় এখন বৃহস্পতি তুঙ্গে, না হলে এমনি সব সার্টিফিকেট?

ওয়াশিংটন ডি সি
মানবসেবার অধিকার কার আছে কার নেই? মার্কিন কর্তৃপক্ষের মতে, ইসলামি সন্ত্রাসবাদীর মানবসেবার অধিকার নেই। অন্তত সেই সেবা মার্কিন সরকার গ্রহণ করবে না। পাকিস্তানের জামাত উদ-দাওয়া সংগঠনের শীর্ষনেতা হাফিজ সাইদ (ছবি) কুখ্যাত সন্ত্রাসবাদী, মুম্বই তাজ হোটেল হানার পিছনে নাকি ইনিই ‘মাস্টারমাইন্ড’। আমেরিকার হারিকেন স্যান্ডি বিপর্যয়ের পর ত্রাণ পাঠাতে চেয়েছিলেন এই হাফিজ সাইদ। “ভুলে যাওয়া যাবে না, সেই হানায় ১৬৬ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৬ মার্কিনিও ছিলেন,” মনে করলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট-এর মুখপাত্র, “বলতে বাধ্য হচ্ছি, সাইদের প্রস্তাব আমাদের খুব অন্তঃসারশূন্য বলে মনে হচ্ছে।”

দুবাই
নকল তাজমহল তৈরি হবে দুবাইয়ে। তবে, নকলের আয়তন আসলের চার গুণ! দশ লক্ষ বর্গ ফুটের রিটেল মল তৈরি হবে। ৩০০ ঘরবিশিষ্ট হোটেলও থাকবে। শুধু তাজমহল নয়, দুনিয়ার সাতটি আশ্চর্যের সবক’টাই থাকছে দুবাইয়ের ফ্যালকন সিটিতে। সাড়ে তিনশো কোটি ডলারেরও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে এই দুবাইল্যান্ড। গোটা দুনিয়ায় হন্যে হয়ে ঘোরার আর দরকার নেই। এ বার বলা যাবে, পিরামিডের চুড়ো থেকে চাঁদনি রাতে তাজমহলটাকে যা দেখায় না, উফ্।

শেষ পাত
নিরাপত্তার আশঙ্কায় ভোগা চিনের কমিউনিস্ট শাসকদের হবি। তার ওপর বৃহস্পতিবার থেকে বেজিংয়ে পার্টি কংগ্রেস আরম্ভ হচ্ছে। স্বভাবতই রক্ষীতে গিজগিজ করছে শহর। হরেক নিষেধাজ্ঞা, সতর্কতা। পিংপং বলের দিকে কড়া নজর রাখা হচ্ছে। দিনদুয়েক আগে কে বা কারা তিয়ানানমেন স্কোয়্যারের সামনে চলন্ত ট্যাক্সি থেকে কিছু পিংপং বল রাস্তায় ছুঁড়ে দেয়। তাতে ‘পার্টির প্রতি অবমাননাকর’ কথাবার্তা লেখা ছিল। ট্যাক্সিচালকদের ওপর কড়া নির্দেশ এসেছে, যাত্রীদের ওপর নজর রাখতে হবে। হাতে পিংপং বল থাকলেই...। তা ছাড়াও, ট্যাক্সির জানালা খোলার হাতলগুলোকেও বিকল করে রাখতে বলেছে প্রশাসন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.