এখন ট্যাক্সিভাড়া= মিটারে ওঠা ভাড়া x ২.৪+১। বলে কী? পেছন থেকে গাড়ির প্যাঁ-প্যাঁ, সামনে ট্যাক্সিওলার ‘জলদি কিজিয়ে’ খ্যাঁকানি, জানলা দিয়ে ঝুঁকে হবু-যাত্রীর ‘মধ্যমগ্রাম চলিয়ে, কুড়ি টাকা এক্সট্রা’ মিনতি, এর মধ্যে মুখে মুখে ৬৫.৫০-কে ২.৪ দিয়ে গুণ করে ১ যোগ করে হড়াম অঙ্ক মিলিয়ে ফেলব? তা হলে তো বেঙ্গালুরু বা ডালাসে গিয়ে কম্পু-প্রোগ্রামিং করতাম, পঃবঙ্গে আছি কেন? শেষে ট্যাক্সির জন্যে লফ্ট থেকে কে.সি.নাগ পাড়ব? কীসে যে কার বিক্রি বাড়ে! |