|
|
|
|
নয়পল বধির, তোপ কারনাডের |
সংবাদসংস্থা • মুম্বই |
সাহিত্যে নোবেল পুরস্কার-জয়ী লেখক ভিএস নয়পলকে ‘স্বর বধির’ এবং ‘মুসলিম-বিরোধী’ বলে সরাসরি তিরস্কার করলেন প্রখ্যাত থিয়েটার শিল্পী ও অভিনেতা গিরীশ কারনাড। শুক্রবার মুম্বই সাহিত্য উৎসবের মঞ্চে টানা ৪৫ মিনিট নয়পলের ভারত-কেন্দ্রিক তিনটি উপন্যাসের সমালোচনা করার পাশাপাশি ওই উৎসবের আয়োজকদের নয়পলকে সারা জীবনের কাজের জন্য বিশেষ সম্মান দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গত বুধবারই নয়পলের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়।
শুক্রবার কারনাড অভিযোগ করেন, ভারতকে নিয়ে নয়পলের একটি লেখাও বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, “নয়পল ভারতের উপর তিনটি বই লিখেছেন। তিনটিই বেশ বড়। যদি কেউ বইগুলি পড়েন তা হলে দেখবেন সেখানে সঙ্গীতের উল্লেখই নেই। উনি সারা ভারত ঘুরেছেন, অথচ ভারতীয় সঙ্গীত তাঁকে স্পর্শ করেনি। তাই আমার মনে হয় যে, উনি স্বর-বধির। না হলে এর কোনও ব্যাখ্যা নেই।” পাশাপাশি নয়পল ‘মুসলিম-বিরোধী’ অভিযোগ করে কারনাড বলেন, “উনি জানেনও না যে মুসলিমদের অবদান ভারতের ইতিহাসকে কতটা সমৃদ্ধ করেছে।”
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর নাকি দক্ষিণপন্থীদেরই সমর্থন করেন নয়পল, এ প্রসঙ্গে কারনাড আঙুল তোলেন সাহিত্য উৎসবের আয়োজকদের দিকে। কোন যুক্তিতে মুসলিম-বিরোধী নয়পলকে সারা জীবনের কাজের জন্য বিশেষ পুরস্কার দিলেন প্রশ্ন তোলেন তিনি।
এই ঘটনার ক্ষিপ্ত মুম্বই সাহিত্য উৎসবের ডিরেক্টর অনিল ধারকের বলেন, “আমরা গিরীশ কারনাডকে মঞ্চে আহ্বান জানিয়েছিলাম থিয়েটার নিয়ে ওঁর কিছু অভিজ্ঞতা বলার জন্য। কিন্তু উনি সেই বিষয়ে কথা তো বললেনই না। বরং সাহিত্যে নোবেল পেয়েছেন এমন এক লেখককে নিয়ে যা-তা বললেন। ওই সম্মান দেওয়া হয়েছে তাঁর সারা জীবনের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে। মঞ্চে দাঁড়িয়ে কারনাড যা করে গেলেন তা মোটেও ভদ্রতা নয়।” কারনাড অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন। বলেন, “যা বলেছি তার জন্য অনুতপ্তও নই। কী বলব আগেই ঠিক করে এসেছিলাম। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠছে না।” |
|
|
|
|
|