|
|
|
|
দল-সরকারই লক্ষ্য মুন্ডার সফরের |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
নকশাল প্রভাবিত সিমডেগা জেলা দিয়ে তাঁর দ্বিতীয় পর্যায়ের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী অজুর্ন মুন্ডা। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় দফার সফরে মুখ্যমন্ত্রী যাবেন সিমডেগা, গুমলা এবং লোহারদাগা জেলায়। শারদোৎসব শুরুর মুখে তাঁর প্রথম পর্যায়ের জেলা সফরে মুন্ডা গিয়েছিলেন সরায়কেলা-খরসঁওয়া, পূর্ব ও পশ্চিম সিংভুম এবং খুঁটি জেলায়।
রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই জেলা সফরের উদ্দেশ্য দ্বিমুখী। রাজ্য সরকারকে জনমুখী করার পাশাপাশি তাঁর দলীয় জনসমর্থনের ভিত দৃঢ় করাই মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার লক্ষ্য। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জরুরি পরিষেবামূলক গুচ্ছপ্রকল্প নিয়ে জেলার বিভিন্ন স্তরের জন প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট জনদের সঙ্গে সরাসরি মত বিনিময়ও হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে দলীয় জনসভায় বক্তৃতা করার কর্মসূচিও অর্জুন মুন্ডার রয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দীনেশানন্দ গোস্বামী।
গোড়া থেকেই মুখ্যমন্ত্রীর এই জেলা সফর কমর্সূচির সমালোচনা করছে কংগ্রেস এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। এ বার মুন্ডার জেলা সফরের সমালোচনায় সরব হয়েছে নকশালপন্থীরাও। সিমডেগার নকশাল সংগঠনের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর এই জেলা সফরে জেলাবাসীর স্বার্থ রক্ষিত হবে না। দলীয় স্বার্থে জেলা সফরে বেরিয়েছেন মুন্ডা। |
|
|
|
|
|