টুকরো খবর
সাহেবগঞ্জ থেকে অপহৃত নির্মাণ কর্তা
সাঁওতাল পরগনার সাহেবগঞ্জ থেকে অপহৃত হয়েছেন একটি সড়ক নির্মাণ সংস্থার কর্তা-সহ তিনজন। গত বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাহেবগঞ্জের আইটিআই মোড়ের কাছ থেকে সংস্থার একটি গাড়ি-সহ তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল পর্যন্ত মুক্তিপণের দাবিতে কোনও ফোন আসেনি। হদিশ মেলেনি অপহৃতদেরও। পুলিশ জানিয়েছে, এডিবি-র অর্থ সহায়তায় সাহেবগঞ্জ থকে ধানবাদ পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা তৈরির কাজ করছিল অন্ধ্র প্রদেশের ওই নির্মাণ সংস্থাটি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ গাড়িতে সংস্থার সভাপতি চাল্লা শ্রীনিবাস রাও সহেবগঞ্জে ফিরছিলেন। সঙ্গে ছিলেন সংস্থার প্রধান হিসাব রক্ষক নরসিংহ রাও। গাড়ি চালাচ্ছিলেন সংস্থারই এক চালক। সাহেবগঞ্জের আইটিআই মোড়ের কাছে দুষ্কৃতীরা পিস্তল উঁচিয়ে গাড়িটি হাইজ্যাক করে নেয় বলে অভিযোগ।

কমিশনের দ্বারস্থ স্বামী
কংগ্রেসের রাজনৈতিক স্বীকৃতি কেড়ে নেওয়ার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন জনতা পার্টির সভাপতি সুব্রহ্মণ্যম স্বামী। নির্বাচন কমিশনকে লেখা এক চিঠিতে সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেন, কংগ্রেসের একদা মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের হোল্ডিং কোম্পানি অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থাটিকে অধিগ্রহণ করেছেন সনিয়া ও রাহুল গাঁধী। সেই সঙ্গে সংস্থাটিকে বিনা সুদে ৯০ কোটি টাকা ঋণও দেওয়া হয়েছে। স্বামীর অভিযোগ, কংগ্রেসের বাণিজ্যিক স্বার্থেই এই কাজ করা হয়েছে। যা একই সঙ্গে নির্বাচনী বিধি ও আয়কর সংক্রান্ত নিয়মের পরিপন্থী।

টেপ-বিতর্ক উড়িয়ে দিলেন নারায়ণন
রাজীব গাঁধী হত্যার ভিডিও টেপ গোপনের কথা অস্বীকার করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। রাজীব হত্যার সময়ে গোয়েন্দা ব্যুরোর প্রধান ছিলেন নারায়ণন। সিবিআইয়ের প্রাক্তন প্রধান তদন্তকারী কে রাগোথামন একটি বইয়ে অভিযোগ করেছেন, শ্রীপেরুমপুদুরে বিস্ফোরণের আগে তোলা একটি ভিডিও টেপ গোয়েন্দা ব্যুরোর হাতে ছিল। তারা তা তদন্তকারীদের দেয়নি। নারায়ণন জানান, রাগোথামন কেন এমন বলেছেন তা তাঁর জানা নেই।

হিমাচলে ভোট
আজ, রবিবার হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচন। ভাগ্যপরীক্ষা হবে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল এবং কংগ্রেস নেতা বীরভদ্র সিংহের। হিমাচল বিধানসভায় আসন সংখ্যা ৬৮। ভোটে প্রার্থী দিয়েছে তৃণমূল ও সিপিএমও। গণনা ২০ ডিসেম্বর।

ছাত্রী খুন
পড়ুয়াদের চেঁচামেচিতে বিরক্ত হয়ে ছ’ বছরের এক ছাত্রীকে ছুরি মেরে খুন করল এক ব্যক্তি। জখম আরও এক ছাত্রী। স্কুলটিতে মাত্র এক জন শিক্ষক। একটি ক্লাসে শিক্ষক না থাকায় পড়ুয়ারা হইচই করছিল। হঠাৎ ছুরি হাতে এক ব্যক্তি ক্লাসে ঢুকে হামলা চালায়।

হিলারির শুভেচ্ছা
বিদেশ মন্ত্রকের দায়িত্ব নেওয়ায় সলমন খুরশিদকে টেলিফোনে শুভেচ্ছা বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। শনিবার, ক্লিন্টনের সঙ্গে খুরশিদের কথা হয়। ক্লিন্টন মার্কিন-ভারত সম্পর্কের বিষয়ে বারবার গুরুত্ব আরোপ করেছেন।

জখম ১১
সম্পত্তি নিয়ে দূর সম্পর্কের আত্মীয়দের মধ্যে সংঘর্ষের জেরে জখম হলেন ১১ জন। শনিবার রাজস্থানের অলওয়ার জেলার তিজারা শহরে।

মণিপুরি জঙ্গি নেতা ধৃত
নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন কেসিপির প্রধানকে দিল্লিতে গ্রেফতার হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নিংথৌজাম রমেন সিংহ নামে ওই জঙ্গি নেতাকে বহু দিন থেকে পুলিশ খুঁজছিল। অবশেষে বৃহস্পতিবার দিল্লির আইএসবিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। মণিপুরে একাধিক হত্যা, অপহরণ, তোলাবাজির পিছনে রমেনের হাত রয়েছে। রমেনকে জেরা করে কাল মণিপুরের তাকমু জলক্রীড়া প্রকল্পের দুই অপহৃত সরকারি কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনায় ওসি-র মৃত্যু
রাতে টহল দেওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন বিহারের বাঁকা জেলার রাজৌন থানার ওসি। আহত হয়েছেন গাড়ির চালক-সহ আরও দুই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে কাল রাত আড়াইটে নাগাদ। পুলিশ জানায়, থানার ওসি বংশীধর মণ্ডল গাড়িতে করে রাতের টহল দিচ্ছিলেন। ধোনি বাজার এলাকায়, রাস্তার পাশের একটি গর্তে পড়ে গাড়িটি উল্টে যায়। বংশীধরবাবু গাড়ি থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। গাড়িটি তাঁর শরীরের উপর এসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় বংশীধরবাবুর। সঙ্গে থাকা গাড়ির চালক ও দুই পুলিশ কর্মীর আঘাত তত গুরুতর নয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.