এই প্রথম কোনও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা গড়ার সিদ্ধান্ত নিল বাম শাসিত রাজ্য ত্রিপুরা। উত্তর ত্রিপুরায় প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করে মিথানল-ইউরিয়া কারখানা গড়তে চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয় রাষ্ট্রায়ত্ত ওএনজিসি। তার পরই বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে দরপত্র চাওয়া হয়। তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে টাটা কেমিক্যালসকে। ওএনজিসি-র আগামী বৈঠকেই চূড়ান্ত প্রকল্পটি ঘোষণা হওয়ার কথা।
টাটা গোষ্ঠীর সংস্থাটির হাতে প্রস্তাবিত কারখানার ৫০% অংশীদারি থাকবে। আর বাকি ৪০% ওএনজিসি এবং ১০% ত্রিপুরা সরকারের হাতে। ৫,০০০ কোটি টাকা লগ্নিতে তৈরি কারখানাটি গড়তে প্রয়োজনীয় ৮০০ থেকে ১,০০০ একর জমি দেবে ত্রিপুরা সরকারই। ওই কারখানা গড়তে ধলাই এবং উত্তর ত্রিপুরার দুই জেলা শাসককে এই প্রকল্পের জন্য উপযুক্ত জমি চিহ্নিতকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ওএনজিসি-র সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থাটি খোলা বাজারে ২০০০ কোটি টাকার শেয়ার ছাড়বে। যার মধ্যে ২০০ কোটির শেয়ার কিনবে রাজ্যই।
মিজোরামের কাছে উত্তর ত্রিপুরা সীমান্তে পাচারথালের কোবাল ইউনিটে বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আবিষ্কার করে ওএনজিসি। তবে ওই অঞ্চল থেকে বাকি রাজ্যে সেই গ্যাস সরবরাহ করা নিয়ে সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত তা সার শিল্পে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় সংস্থা। প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে যে জৈব রাসায়নিক উপাদন ‘মিথানল’ পাওয়া যাবে, সেটাকে কাজে লাগিয়ে তৈরি হবে জৈব-রাসায়নিক সার। সমগ্র পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পূর্ব ভারত ছাড়াও বাংলাদেশেও এই সার সরবরাহ করা হবে কারখানাটি থেকে। |