দ্বৈত কর এড়ানো সংক্রান্ত বিধি সংশোধন করতে বৈঠকে বসল ভারত ও দক্ষিণ কোরিয়া। ভারতের অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং দক্ষিণ কোরীয় অর্থমন্ত্রী জেওয়ান বাহ্ক-এর মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে আয়োজিত এই বৈঠকে দু’দেশের কর কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানো এবং আমদানি শুল্ক বিভাগ আধুনিকীকরণের বিষয়ও স্থান পায়। এক সরকারি বিবৃতিতে আজ জানানো হয়েছে, বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে যৌথ ভাবে লগ্নির অর্থ সংস্থান নিয়েও অর্থমন্ত্রীরা আলোচনা করেন। দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও লগ্নি বাড়ানোই এই বৈঠকের লক্ষ্য বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
|
আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)-এর পর্ষদে এগ্জিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন রাকেশ মোহন। তিনি সেখানে ভারত ছাড়াও বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করবেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, তিন বছরের জন্য এই দায়িত্ব পাচ্ছেন মোহন। তিনি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এবং অর্থনীতি বিষয়ক দফতরের সচিবের দায়িত্ব পালন করেছেন।
|
জৈন গ্রুপের বিপণন দূত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধায়। আগামী তিন বছরে ২৫০ থেকে ৩০০ কোটি টাকা লগ্নিতে ৫০ লক্ষ বর্গফুট অঞ্চলে আবাসন তৈরির পরিকল্পনা নিয়েছে এই নির্মাণ সংস্থা। যার অঙ্গ হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে তারা। |