টুকরো খবর
ক্ষতিগ্রস্তের পাশে প্রশাসন
অসহায়ের পাশে দাঁড়াল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে আগুন লেগে পুড়ে গিয়েছিল মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙার ডালকাঠি গ্রামের বাসিন্দা শিবনাথ মাহাতোর বাড়ি। আগুনের গ্রাসে বাড়ির সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার তাঁকে ৩০ কেজি চাল, ত্রিপল ও পোশাক দিয়েছে প্রশাসন। তাঁর পরিবারের সদস্যদের জন্যও পোশাক দেওয়া হয়েছে। মেদিনীপুর সদরের বিডিও অয়ন নাথ এ দিন তাঁর হাতে এই সাহায্য তুলে দেন। শিবনাথবাবুর মাটির বাড়িতে খড়ের চাল দেওয়া ছিল। ওই দিন বিকেলে আচমকাই বাড়িতে আগুন লেগে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সকলে চাষের কাজে মাঠে গিয়েছিলেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি দেখে অসহায় ওই গ্রামবাসীর পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হয় প্রশাসন। এগিয়ে আসেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত। ওই গ্রামবাসীকে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া সম্ভব কি না, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

চন্দ্রকোনায় সেরাদের শারদ সম্মান
সারা বাংলা বেকার সমিতির উদ্যোগে চন্দ্রকোনা শহর ও ব্লকের সেরা পুজো কমিটিগুলিকে ‘শারদ সম্মান’ দেওয়া হল এ বছরও। বৃহ স্পতিবার শহরের টাউন হলে এক অনুষ্ঠানে পরিবেশ, নিরাপত্তা, প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জা-এই পাঁচটি বিভাগে ১১টি সবর্জনীন পুজো কমিটিকে বেছে নেওয়া হয়। প্রথম হয়েছে ঠাকুরবাড়ি বাজার, দ্বিতীয় ইলামবাজার এবং তৃতীয় গোঁসাইবাজার সবর্জনীন পুজো কমিটি। বাকি আটটি পুজো কমিটিকেও পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, বিডিও সৈকত হাজরা, ওসি আশিস জৈন-সহ বিশিষ্ট ব্যাক্তিরা। সমিতির পক্ষে আশিস কামিল্যা এবং গোবিন্দ দাস বলেন, “পুজো কমিটিগুলিকে উৎসাহ দেওয়ার জন্যই এই উদ্যোগ।” এ বছরই প্রথম বেকার সমিতির উদ্যোগে ঘাটাল মহকুমার একাধিক সাংবাদিককেও সম্বর্ধনা দেওয়া হয়। চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের নবনির্মিত মিটিং হলে আয়োজিত হয় বিজয়া সম্মিলনীর। ব্লকের বিভিন্ন স্তরের কর্মী, সমিতির সভাপতি মমতা চৌধুরী, বিডিও সৈকত হাজরা-সহ বিশিষ্টেরা।

খড়্গপুরে পথনাটিকা
ভিজিল্যান্স সপ্তাহ উপলক্ষে শুক্রবার খড়্গপুর ডিআরএম কার্যালয়ের সামনে আয়োজিত হল একটি পথনাটিকা। ট্রেনে অচেনা কারও কাছ থেকে পানীয় না নেওয়া, দালালদের কাছ থেকে রেল টিকিট না কেনা, রেলের দুর্নীতি নিয়ে ভিজিল্যান্স দফতরে তথ্য জানান-সহ নানা জনসচেতনতামূলক বার্তা দেওয়া হয় এই নাটিকায়। অভিনয় করেন খড়্গপুর কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানে হাজির ছিলেন ডিআরএম আর কে কুলশ্রেষ্ঠ, এডিআরএম প্রকাশচন্দ্র মণ্ডল প্রমুখ।

কুঁয়াপুরে ধৃত ২
চন্দ্রকোনার কুঁয়াপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে কুঁয়াপুর থেকেই পুলিশ এই দুই তৃণমূল সমর্থককে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। তবে এখনও এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। প্রসঙ্গত, বুধবার দুপুর থেকে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছিল। জখম হয়েছিলেন সাত জন।

চলচ্চিত্র সম্মেলন
চলচ্চিত্র সম্মেলন শুরু হবে আগামী সোমবার। মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে। রূপকলা কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় এই সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত। দু’দিনে মোট ৭টি চলচ্চিত্র দেখানো হবে। সোমবার ফিল্ম সোসাইটি হলে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকার কথা জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি প্রমুখের। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী জানান, সোমবার ২টি ও মঙ্গলবার ৫টি চলচ্চিত্রের প্রদর্শন হবে।

আন্ধ্রা-অনুষ্ঠান
প্রভাসান্ধ্রা নব্য কলা পরিষদের উদ্যোগে খড়্গপুরের নিউ সেটেলমেন্ট এলাকায় আয়োজিত হল আন্ধ্রা রাষ্ট অবতারণ সমারোহ। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, আলোচনা ইত্যাদি নানা অনুষ্ঠান হয়। তেলেঙ্গানা আন্দোলন নিয়ে আলোচনায় যোগ দেন বি সুন্দর রাও, লছমন রাও সিন্ধে, এম মুরলি প্রমুখ। এঁরা সকলেই পৃথক তেলেঙ্গানা রাজ্যের বিরোধীতা করেন। অনুষ্ঠানে ভায়োলিন বাজান পি এস নরসিংহ ও সি ভি রবীন্দ্র, নৃত্যে ছিলেন জে সি সোমিয়া। ৬টি একাঙ্ক নাটকও মঞ্চস্থ হয়। অভিনয় করেন স্থানীয় শিল্পীরাই। অনুষ্ঠানে ছিলেন খড়্গপুর আইআইটির অধ্যাপক এস পি সি রাজশেখরণ, আরপিএফের খড়্গপুর বিভাগের এসএসসি পি ভি এস সান্তারাম, খড়্গপুর-এর অতিরিক্ত পুলিশ সুপার বি ভি চন্দ্রশেখর প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.