সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তাঁর পরিবার ও ‘কৃত্তিবাস’ পত্রিকা। আগামী কাল, রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টায়, রবীন্দ্র সদনে হবে ওই স্মরণ-সভা। সুনীলের পরিবারের তরফে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে প্রয়াত সাহিত্যিক সম্পর্কে স্মৃতিচারণ করবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন, তপন রায়চৌধুরী, বিভাস চক্রবর্তী প্রমুখ। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন প্রমিতা মল্লিক ও অভিরূপ গুহঠাকুরতা। সুনীলের ছোট ভাই অশোক গঙ্গোপাধ্যায় ও ভাইঝি শ্রীময়ী গঙ্গোপাধ্যায়ও সঙ্গীত পরিবেশন করবেন। থাকবেন তাঁর স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়, পুত্র শৌভিক গঙ্গোপাধ্যায় ও পরিবারের অন্যেরা।
|
শহরে দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। শুক্রবার একটি দুর্ঘটনা ঘটে হেস্টিংস থানা এলাকার ক্যাথিড্রাল রোডে। এই ঘটনায় শিবানী সাধুখাঁ (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়। অন্য দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ শহরতলির বারুইপুর থানার কল্যাণপুর এলাকায়। রাস্তা পার হতে গিয়ে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় রামাপদ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির। এর পরে যান নিয়ন্ত্রণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।
|
নতুন করে সেজে উঠছে শহিদ মিনার। মিনার ঘিরে তৈরি হচ্ছে তিনটি ফোয়ারা, লাগানো হয়েছে নতুন ঘাস। এর পাশাপাশি নতুন আলোও বসানো হচ্ছে। মিনার সাজিয়ে তুলতে খরচ হচ্ছে প্রায় ৫০ লক্ষ টাকা। বড়দিনের আগেই শহিদ মিনারের এই সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বাধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। রাজ্যের পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার বলেন, “শহিদ মিনারের চারপাশে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। মিনারের ভিতরে নীচ থেকে উপর পর্যন্ত লাগানো হয়েছে আলো। মিনারে ওঠার জন্য টিকিট করার কথা ভাবা হচ্ছে।”
|
গীতাঞ্জলি আবাস প্রকল্পে নাম নথিভুক্তকরণ নিয়ে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে বোমাবাজি ও মারধরের অভিযোগ উঠল। শুক্রবার, দক্ষিণ শহরতলির ভাঙড় থানার শাকসর পঞ্চায়েতে। দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান শক্তি মণ্ডল বলেন, “ওই পঞ্চায়েত সিপিএমের দখলে। ওরা সমর্থকদের নাম নথিভুক্ত করছে।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী সদস্য সাত্তার মোল্লা বলেন, “এলাকার গরিব মানুষদের নামের তালিকা তৈরি হয়েছে। দলের বাছবিচার করা হয়নি।”
|
আগুন লেগে শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত হল মল্লিকবাজারের এলিয়ট রোড সংলগ্ন ম্যাকলিয়ড স্ট্রিটের একটি বাড়ি। দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে ওই আগুন লাগে। আগুন ছড়ানোর আগে স্থানীয়রা তা নেভানোর কাজে হাত লাগান। দমকলের চারটি ইঞ্জিন এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
|
কলকাতা পুলিশের এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত কমিশনারকে মারধর করা ও কাজে বাধাদানের অভিযোগ উঠল কলকাতা পুলিশেরই এক হোমগার্ডের বিরুদ্ধে। সমীর সরকার নামে অভিযুক্ত ওই হোমগার্ডকে প্রথমে সাসপেন্ড ও পরে তাঁকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানা। |