পাকিস্তানি হাই কমিশনে চাকরির আশ্বাস পেলেন মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। তালিবানি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পড়তে যাওয়ার অপরাধে তাঁকে গুলি করে দুই দুষ্কৃতী। এখন ব্রিটেনে চিকিৎসাধীন মালালা। মেয়ের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সে দেশে থাকার অনুমতি চান জিয়াউদ্দিন। মুখরক্ষা করতে পাক প্রশাসন আগাম জানাল, ইংল্যান্ডের পাক হাই কমিশনে চাকরি দেওয়া হবে জিয়াউদ্দিনকে।
|
টরন্টোয় আটক করে জিজ্ঞাসাবাদ করার ঘটনাকে অতিরঞ্জিত করে রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য ব্যবহার করছেন ইমরান খান, এই অভিযোগ করলেন পাকিস্তানে কর্মরত এক মার্কিন ডেপুটি। তিনি বলেন, ধর্মবিশ্বাসের জন্য আমেরিকায় ঢুকতে আজ পর্যন্ত কাউকে আটকানো হয়নি।
|
‘মিশন অ্যাকমপ্লিশড’। শুক্রবার মহাকাশে হাঁটার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। উদ্দেশ্য মহাকাশ গবেষণা কেন্দ্রের তাপরোধক যন্ত্র মেরামত করা। সেই যন্ত্র থেকে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাচ্ছিল। সফল হয়েছেন সুনীতারা। জাপানের নভোশ্চর আকিহিকো হোশিদিকে সঙ্গী করে মহাকাশে নামেন তিনি। |