রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত দুই ছাত্র ও এক নিরাপত্তারক্ষীর ডাক্তারি পরীক্ষা হল। রক্ত ও প্লাজমার নমুনা সংগ্রহের জন্য শুক্রবার দুপুরে তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসানসোল-দুর্গাপুরের এসিপি (ডিডি) ইন্দ্রনীল কাঞ্জিলাল জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা চলছে। গত ৯ অক্টোবর কলেজের ইউনিয়ন রুমে প্রথম বর্ষের ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেনটেশন বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রীকে মাদক-পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আচ্ছন্ন অবস্থায় তাঁর নগ্ন ছবি মোবাইল ক্যামেরায় তোলা হয় এবং বাড়ির লোকজন হইচই করলে সেই ছবি ইন্টারনেট মারফত প্রচারের হুমকিরও অভিযোগ রয়েছে। পুলিশ প্রথমে কলেজের বেসরকারি নিরাপত্তারক্ষী বিজয় যাদবকে ধরে। শ্রীরামপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে ধরে আনা অভি ঘোষ নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে। গত সোমবার দুপুরে ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশন চত্বরে ধরা পড়ে অন্যতম প্রধান অভিযুক্ত, কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক (এখন সরিয়ে দেওয়া হয়েছে) শাম্ব মণ্ডলও। হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাস বলেন, “তিন ধৃতেরই ডাক্তারি পরীক্ষা হয়েছে।” তবে অন্যতম অভিযুক্ত, কলেজে ‘বহিরাগত’ তৃণমূল-আশ্রিত মিথিলেশ ওঝা এখনও পলাতক।
|
চুরি করা জিনিসপত্র মজুত করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, বেশ কিছুদিন ধরে কুলটি থানা এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গোপন সূত্রে তারা খবর পায়, সেই সব চোরাই জিনিসপত্র এলাকারই ঝনকপুরার বাসিন্দা অনখা পাশীর বাড়িতে মজুত রাখা আছে। বুধবার সেখানে অভিযান চালিয়ে ১১ ভরি সোনা, দেড় কিলো রুপো ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতকে জেরা করে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
|
কেন্দা উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল কংগ্রেস ও তৃণমূল জোট। শুক্রবার মনোনয়ন দাখিলের শেষ দিন কংগ্রেস ১টি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৫টি আসনে মনোনয়ন দাখিল করেন। সিপিএম কোনও প্রার্থী দেয়নি।
|
এক নিরাপত্তারক্ষীকে জঙ্গলে আটকে রেখে কয়লা লুঠের অভিযোগ উঠল রানিগঞ্জের মহাবীর প্যাচে। শুক্রবার ভোরের ঘটনা। খনি কর্তৃপক্ষ জানান, রানিগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত চলছে। |