আগুনে পুড়ে গেল একটি বাড়ি। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ভক্তিনগর থানার বিদ্যাচক্র কলোনির ঘটনা। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত বাড়িটি লক্ষ্মী সূত্রধরের। ঘরের একটি গ্যাস সিলিণ্ডার ফেটে যাওয়ায় আগুন ছড়ায়। খবর পেয়ে সেখানে গিয়ে মিহির বসু এবং মনা দাস নামে দুই বাসিন্দা জখম হন। তাঁদের শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সন্ধ্যাবাতি দেওয়ার সময় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ায় ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি কয়েকটি বাড়িও আংশিক ভাবে ক্ষতি হয়। পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিহিরবাবু সিলিণ্ডার ফাটার আওয়াজে পালাতে গিয়ে জখম হন। মনাবাবুর শরীরে আগুন লেগে যাওয়ায় তিনি জখম হয়েছেন। ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুরসভার পূর্ত দফতরের মেয়র পারিষদ কৃষ্ণ পাল, চেয়ারম্যান নান্টু পাল, পুরসভার বিরোধী দলনেতা নুরুল ইসলাম, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অগ্রবাল। কৃষ্ণবাবু বলেন, “ক্ষতিগ্রস্তদের পাশে আমরা রয়েছি। তাদের যাতে কোনওরকম অসুবিধে না হয় আমরা দেখছি। পুরসভা থেকে যাতে ত্রাণ সহায়তা পায় সেটা দেখা হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব কলকাতা থেকে ফিরে ওই বাড়িতে যাবেন।”
|
যুবক খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার সকালে আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোডে ওই অবরোধ হয়। সকাল সাড়ে ১১টা থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা আটকে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। নবমীর রাতে অম্লান জ্যোতি ঘোষ নামে শহরের সাত নম্বর ওয়ার্ডের ওই যুবক নিখোঁজ হন। গত সোমবার কোচবিহার পুন্ডিবাড়ি এলাকায় তোর্সা নদীর চর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ শুভেন্দু সরকার নামে অম্লানের এক বন্ধুকে গ্রেফতার করে। বাসিন্দাদের অভিযোগ, ওই ঘটনায় আরও কয়েকজন কয়েছে। পুলিশ ওই দুষ্কৃতীদের ধরছে না। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য বলেন, “বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। এর পরে তাঁরা অবরোধ আন্দোলন তুলে নেয়।
|
শিলিগুড়ির কুমোরটুলির ৪৫ টি পরিবারকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে শিলিগুড়ি পুরসভার তরফে। আজ, বৃহস্পতিবার তাদের ২৫ টি পরিবারের হাতে ওই প্রকল্পে বাড়ি তৈরির একাংশ টাকা তুলে দেওয়া হবে। সুসংহত বস্তি উন্নয়ন প্রকল্পে ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানকার পরিবারগুলিকে ১৬ হাজার করে টাকা দিতে হবে। বাকি টাকা পুরসভার প্রকল্প থেকেই দেওয়া হবে। ১ লক্ষ টাকার ওই বাড়ি বাসিন্দারাই করবেন। প্রথম দফায় তাদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। ওই টাকা খরচ করে কাজ হলে বাকি টাকা দেওয়া হবে। তা ছাড়া এলাকার রাস্তাঘাট, পানীয় জল, আলোর ব্যবস্থা করা হবে।
|
পানীয় জলের সমস্যা মেটায় কাজ শুরু হল কালচিনি চা বাগনের আউট ডিভিশনের বুকাই বাড়িতে। বুধবার শ্রমিকরা চা পাতা তোলার কাজ শুরু করেন। বাগনের ম্যানেজার গৌতম চট্টোপাধ্যায় জানান, সোমবার বাগানের চারা গাছে জল দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার জেরে মঙ্গলবার কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুকাই বাড়িতে পাতা তোলার কাজ বন্ধ হয়ে যায়। আলোচনায় সমস্যা মিটে যাওয়ায় বুধবার কাজ শুরু হয়। প্রগ্রেসিভ টি ওয়ার্কাস ইউনিয়েনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ বারলা বলেন, “শ্রমিক বস্তিতে পানীয় জল সরবরাহের পাইপ থেকে চা গাছে জল দেওয়া নিয়ে বিবাদ হয়। পরে সমস্যা মিটে যায়।”
|
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। বুধবার সকালে ঘটনাটি ঘটে বিআরাআই কলোনিতে। মৃতের নাম অসীম বিশ্বাস (৩৬)। বাড়ি ওই এলাকাতেই। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার গভীর রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এদিন সকালে একটি নিকাশী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। নিকাশীতে পড়ে গিয়ে চোট পেয়ে তিনি মারা গিয়েছেন বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে।
|
টাঙন নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার থানাপাড়া এলাকার ঘটনাটি ঘটেছে। মৃতের নাম স্বাধীন হাজরা (৪৫)। তদন্তে পুলিশের ধারণা, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় জলে ডুবে যান।
|
বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ প্রধাননগর থানার জংশন মোড় এলাকার ঘটনা। মৃত অঞ্জন গুরুঙ্গ (২৭)-এর বাড়ি মাটিগাড়ায়। শিলিগুড়ি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাইক ও ট্রাক দুটিকেই আটক করেছে পুলিশ। |