টুকরো খবর
অগম্য স্বর্ণময়ী রোড
—নিজস্ব চিত্র।
কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে উন্নয়নের ‘মুখ’ হিসাবে তুলে ধরা হয় বহরমপুর শহরকে। সেই শহরের গুরুত্বুপূর্ণ একটি সড়ক প্রায় এক দশক ধরে চষা খেতের চেহারা নিয়ে পড়ে রয়েছে। প্রায় দেড় কিলোমিটাক দীর্ঘ ওই সড়কটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ মোড় (স্বর্ণময়ী মোড়) থেকে চলে গিয়েছে শ্রীগুরু পাঠশালা পর্যন্ত। পুরসভার ৪ এবং ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও অন্তত ৬ গ্রামের বাসিন্দার যোগাযোগের একমাত্র অবলম্বন ৩০ ফুট চওড়া ওই সড়কটি। উত্তর-দক্ষিণ বরাবর দীর্ঘ ওই সড়কের দায়িত্ব একই সঙ্গে পুরসভা ও পঞ্চায়েত সমিতির। পঞ্চায়েত এলাকার ওই সড়কপথের নাম মানকুমারী রোড। পুরসভা এলাকা তাকে চেনে রানি স্বর্ণময়ী রোড। আবার ৬ নম্বর ওয়ার্ডে ওই রাস্তাটির নাম উকিলাবাদ রোড। সারা রাস্তায় ৬ বছরে পিচের ছোঁয়া লাগেনি। অতি ব্যস্ত ওরাস্তাটি কয়েক বছর ধরে চলাচলের অযোগ্য। বাসিন্দারা সড়ক মেরামতির জন্য পুরসভা কিংবা স্থানীয় পঞ্চায়েতে দরবার করেছিলেন। ফল হয়নি। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের ডালিয়া বেগম বলেন, “রাস্তার বেহাল দশার কথা জানিয়ে সংস্কার করার জন্য পুরপ্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে অনুরোধ করা ছাড়া এক জন কাউন্সিলরের আর কী-ই বা করার আছে!” তাঁর দাবি রাস্তাটির কয়েক জায়গায় ইট ফেলা হয়েছে। তার বেশি কিছু হয়নি। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সুশীল পাল বহরপুরের উপ-পুরপ্রধানও। তিনি বলেন, “রাস্তা সংস্কার ও পঞ্চায়েত এলাকায় নিকাশিনালা করার জন্য প্রায় ৮০ লক্ষ টাকার প্রকল্প তৈরি হয়েছে। পুরসভা ও পঞ্চায়েত মিলে প্রকল্প রূপায়ণ করবে।” বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের শিলাদিত্য হালদার বলেন, “পঞ্চায়েত দফতর থেকে টাকা বরাদ্দ হলেই পুরসভা ও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ওই প্রকল্প বাস্তবায়িত করব।” প্রতিশ্রতি আছে। কিন্তু ওই পর্যন্ত। কঙ্কালসার দেহ নিয়ে পড়েই আছে স্বর্ণময়ী রোড।

অপহরণের নালিশ
সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগরের টিয়াবালি গ্রামের বাসিন্দা পাপিয়া বাগ বাড়ি থেকে কিছুটা দূরে দোকানে গিয়েছিল। তার পর থেকেই সে নিখোঁজ। রাতে খোঁজাখুঁজির পরে গ্রামের মধ্যে একটি আম বাগানের ভেতরে কবি সুকান্ত শিক্ষানিকেতন স্কুলের ওই ছাত্রীর সাইকেল ও প্রতিবেশী ওই যুবকের ছেঁড়া জামা পড়ে থাকতে দেখা যায়। পরে ছাত্রীটির নূপুরও পাওয়া যায় ওখানে। ছাত্রীর দাদা আনন্দ বাগ বলেন, “প্রতিবেশী দেবাশিস বাগ নামে এক যুবক আমার বোনকে উত্যক্ত করত। জামাটা ওই যুবকেরই। আমরা নির্দিষ্ট খবর পেয়েছি দেবাশিস তার জামাইবাবুর গাড়িতে করে আমার বোনকে অপহরণ করে নিয়ে গিয়েছে।” ওই যুবক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা পূর্ণচাঁদ বাগ। আইসি অশোক মুন্সী এই প্রসঙ্গে বলেন, “আমরা ছেলেটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।”

ফরাক্কার বিধায়কের দাবি
ফরাক্কা থেকে কাটোয়া পর্যন্ত ডবল লাইন তৈরির দাবি জানালেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। বুধবার সাংবাদিকদের মুখোমুখো হয়ে তিনি বলেন, “পূর্ব রেলের আজিমগঞ্জ-ফরাক্কার রেলপথ বরাবরই উপেক্ষিত। ডবল লাইন না থাকায় কোনও দ্রুতগামী ট্রেন এই পথ দিয়ে যাতাযাত করে না। তাছাড়া এনটিপিসি’র কাছে বঁআক এলাকায় একটি হল্ট স্টেশন দরকার। এ ব্যাপারে মঙ্গলবার রাতে রেল মন্ত্রী অধীর চৌধুরীর সঙ্গে আমার কথাও হয়েছে।” অধীরবাবু বলেন, “সাধ্যমতো মুর্শিদাবাদের সব দাবি পূরনের চেষ্টা করব। ফরাক্কার বিধায়কের দাবিও বিবেচনা করব।”

অপহরণের চেষ্টা ছাত্রকে
একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের নেতার এক ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার স্কুল শেষে ওই অপহরণের ঘটনা ঘটে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ওয়েস্টবেঙ্গল নন-গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক গোপাল চক্রবর্তী বলেন, “৪-৫ জনের একটি দল সাইকেল চালিয়ে এসে আমার ছেলেকে তুলে নিয়ে যায়। ওদের মুখ রুমালে বাঁধা ছিল। রাজবাড়ির দিঘির কাছে হাত ছাড়িয়ে কোনও রকমে আমার ছেলে পালিয়ে আসে।” তিনি বলেন, “আমি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব বলেই শত্রুরা এমনটা করেছে।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

সাইকেল চোর ধৃত কৃষ্ণনগরে
সাইকেল চোরকে ধরে ফেলল চাপড়ার বড় আন্দুলিয়ার বাজার এলাকার লোকজন। ধৃত ওই যুবক নাকাশিপাড়া থানার পেটোয়াভাঙার বাসিন্দা। নাম রাহুল মণ্ডল। তাকে মারধরও করা হয়। পুলিশ জানতে পারে, চোরাই সাইকেল সে বাজারে সাইকেল সারাইয়ের দোকানের মালিক দেবপ্রসাদ দাসের কাছে বিক্রি করত। পুলিশ দেবপ্রসাদের দোকানে তল্লাশি চালিয়ে ১০টি চোরাই সাইকেল উদ্ধার করেছে।

শিশুকে ধর্ষণের অভিযোগে ধৃত
চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে খোকন মণ্ডল নামে এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগরের গেটে মাঠপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, ওই দিন দুুপুরে খোকন মণ্ডলের বাড়িতে কেউ ছিল না। ওই শিশুটি তার বাড়িতে গেলে তাকে ধর্ষণ করা হয়। বাড়ি ফিরে সে তার মাকে ঘটনাটি জানায়।

খুলি উদ্ধার
নদিয়া জেলার ফুলিয়ার সবুজপল্লিতে মাঠের ভিতরে একটি মাথার খুলি পড়ে থাকতে দেখা গেল বুধবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। খুলিটি কিসের তা জানতে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে বলে তদন্তকারী পুলিশকর্তারা জানিয়েছেন।

দেহ উদ্ধার
বুধবার ঘরের ভিতর থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার করল পুলিশ। নাম কিরণবালা সরকার (৮০)। বাড়ি কৃষ্ণগঞ্জে সাহেববাগান এলাকায়। পুলিশের ধারণা শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে।

গ্রেফতার ২
মুরুটিয়ায় একটি সারের দোকানে চুরির ঘটনায় দুই যুবককে ধরল পুলিশ। ধৃতদের নাম আসমত সেখ ও অনুপ মণ্ডল।

ফুটবল
হরিহরপাড়া থানা ও চন্দ্রদীপ কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত তৃতীয় বর্ষের ‘দোদুল স্মৃতি নৈশ ফুটবল কাপ’ জিতে নিল কাঁচরাপাড়া একাদশ। হরিণঘাটা একাদশকে ১-০ গোলে হারায় তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.