টুকরো খবর
সভা করার অনুমতি পেল না কংগ্রেস
কংগ্রেসকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি দিল না পুলিশ। হলদিয়ার ঘটনার প্রেক্ষাপটে রাজ্যে শিল্পায়নের দাবিতে ওই দিন গণ-অবস্থানের কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। প্রাথমিক ভাবে ওই অবস্থানের জন্য প্রশাসন তাঁদের অনুমতি দিয়েছিল বলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি। কিন্তু বুধবারই তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, ওই অবস্থানের অনুমতি মিলবে না। তার প্রতিবাদে ওই দিনই রামলীলা ময়দান থেকে গাঁধী মূতির্র পাদদেশ পর্যন্ত মিছিল করবে কংগ্রেস। কংগ্রেস-সহ সিপিএম, বিজেপিকে মমতা সরকার এর আগেও রাজনৈতিক সভা-মিছিলের অনুমতি দেয়নি। অথচ মুখ্যমন্ত্রী নিজে অথবা তৃণমূলপন্থী বিশিষ্ট জনদের ক্ষেত্রে সমাবেশ করার সময় কোনও রকম আপত্তি তোলেনি পুলিশ-প্রশাসন। সমাবেশ করার অধিকার খর্ব করে কংগ্রেসকে পরাস্ত করা যাবে না বলে এ দিন মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। তাঁর বক্তব্য, “শাসক দলের মুখোশ খুলে যাচ্ছে। তারা স্বৈরতন্ত্রের পথে যাচ্ছে।” বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানও বলেন, “অবস্থানের বদলে মিছিল করব আমরা। পুলিশ যেখানে আটকাবে, সেখানেই রাস্তায় বসে পড়ব। পারলে গুলি চালিয়ে আটকাক পুলিশ।” মান্নান বলেন, “মুখ্যমন্ত্রী এতই হতাশাগ্রস্ত যে কোনও বিরোধী দলকেই সহ্য করতে পারছেন না। যেন তালিবানি শাসন চলছে!”

ব্যবসার অনুমোদন
স্টিফেন কোর্ট কাণ্ডের পরে শহরের ৪২টি বাণিজ্যিক বহুতলকে বিপজ্জনক বলে চিহ্নিত করে ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পুরসভা। নির্ধারিত বিধি অনুযায়ী অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় ২০টি বাড়িতে ফের ব্যবসার অনুমতি দেয় প্রশাসন। একই ভাবে আরও ৭টি বাণিজ্যিক বহুতল সম্প্রতি ব্যবসার অনুমতি পেয়েছে। বাড়িগুলি হল যমুনা ভবন, রাজা কাটরা, সিটি সেন্টার (বড়বাজার), ক্যালক্যাটা পিঞ্জরাপোল সোসাইটি, মেহেতা বিল্ডিংয়ের একাংশ, কিউনানি চেম্বার এবং ১২ ওল্ড পোস্ট অফিস। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, বাড়িগুলি অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নতুন করে তৈরি করছে। ৩১ মার্চের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। বাকি বাড়িগুলির কাজও দ্রুত শেষ করতে হবে।

কোপ মেরে ধৃত
বড়বাজারে একটি বেসরকারি সংস্থার কর্মীকে ভোজালির কোপ দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে বুধবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত রাজেশকুমার ঝা বড়বাজারের একটি সংস্থায় কাজ করতেন। বছর দুই আগে চাকরি গেলে বকেয়া বেতনের দাবিতে মাঝেমধ্যেই ওই সংস্থায় আসতেন তিনি। পুলিশের ধারণা, মঙ্গলবারও একই কারণে আসেন তিনি। বেতন নিয়ে বচসার সময়ে রক্ষী অজয় মাহাতোর গলায় ভোজালি চালান। অজয় হাসপাতালে ভর্তি। এ দিকে, মঙ্গলবার রাজাবাজারে অটোর ধাক্কায় এক বালকের আহত হওয়ার ঘটনায় ফারহান নামে এক অটোচালক গ্রেফতার হন।

জেলে মোবাইল
আফতাব আনসারির মোবাইল ব্যবহারের ঘটনা প্রকাশ্য আসার পরেও আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার রয়ে গিয়েছে সেই তিমিরেই। বুধবার ফের জেলের ১২ নম্বর সেলের ঘুলঘুলি থেকে ৮টি মোবাইল উদ্ধার হল। মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন সেলে তল্লাশি-অভিযান শুরু করেন জেল কর্তৃপক্ষ।

সন্ন্যাসীর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক সন্ন্যাসীর। তাঁর নাম স্বামী অমলানন্দ (৫০)। পুলিশ জানায়, বুধবার সকালে ভারত সেবাশ্রম সঙ্ঘের রাসবিহারী অ্যাভিনিউ শাখার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মাথায় চোট লাগে তাঁর। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মেট্রোয় বিপত্তি
ফের মেট্রোয় বিভ্রাট। মঙ্গলবার বিকেলে শোভাবাজারে ঢোকার সময়ে কবি সুভাষমুখী এসি ট্রেনে বিদ্যুৎ সরবরাহে ত্রুটির জন্য ট্রেন দাঁড় করান চালক। এর পরে ৪৫ মিনিট গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলেছে।

মৃতদেহ উদ্ধার
বন্ধ ঘরে মিলল এক ব্যক্তির দেহ। বৃহস্পতিবার, যাদবপুরে। মৃতের নাম শিবনাথ গঙ্গোপাধ্যায় (৬৫)। পুলিশ জানায়, দেহে আঘাতের চিহ্ন নেই।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.