টুকরো খবর
সাত মাসে সর্বোচ্চ, পরিকাঠামোয় বৃদ্ধি ৫.১%
বেহাল অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার মধ্যে অন্তত সামান্য আশা জাগালো পরিকাঠামো। গত সেপ্টেম্বরে এই ক্ষেত্রে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.১%। যা আগের মাসের ২.৩ শতাংশের দ্বিগুণেরও বেশি। গত ৭ মাসেও এই হার সর্বোচ্চ। অনেকটাই বেশি গত বছরের এই একই সময়ের (২.৫%) তুলনায়। পরিকাঠামো সূচকের এই উত্থানের পিছনে রয়েছে মূলত তিন ক্ষেত্রের উল্লেখযোগ্য বৃদ্ধি। এগুলি হল: কয়লা (২১.৪%), তেল শোধন (১১.৪%) ও সিমেন্ট (১৩.৪%)। তবে প্রত্যাশিত ফল করেনি অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত শিল্প। পরিকাঠামোর নাড়ি টিপলে হাল বোঝা যায় শিল্প তথা অর্থনীতির। কারণ, এই ক্ষেত্রের ৮ শিল্প শুধু শিল্পোৎপাদনের ৩৭.৯% জুড়ে থাকে না, দেশে চাহিদা তৈরিতেও বড়সড় ভূমিকা নেয়। পরের শিল্পবৃদ্ধির পরিসংখ্যানে পরিকাঠামোর ভাল ফলের প্রভাব পড়বে, আশা অনেকের। দেশে বৃদ্ধির হার থমকে যাওয়ায় চিন্তিত কেন্দ্র। এতটাই যে, গতকাল রিজার্ভ ব্যাঙ্ক সুদ না-কমানোয় সরাসরি হতাশা প্রকাশ করেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তার উপর ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আর্থিক উন্নতি সূচকে চার ধাপ নেমে চল্লিশে ঠেকেছে ভারত। ডয়েশ ব্যাঙ্কের সমীক্ষাতেও সরকারি ঋণের হিসেবে (জাতীয় আয়ের ৭০%) সম্ভাবনাময় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারত শীর্ষে। এ সবের মধ্যে ৫% পেরনো পরিকাঠামো সূচক অন্তত কিছুটা আশার সঞ্চার করবে বলে বিশেষজ্ঞদের দাবি।

মহিলাদের জন্য
মহিলাদের জন্য স্কুটার তৈরি করছেন মহিলারাই। আর এই অভিনব ঘটনাটি ঘটছে উত্তরপ্রদেশের সুরজপুরে ইয়ামাহার কারখানায়। সম্প্রতি সেখানে যন্ত্রাংশ জুড়ে স্কুটার তৈরির আরও একটি ব্যবস্থা চালু করেছে সংস্থাটি। সংস্থা জানিয়েছে, মহিলাদের জন্যই স্কুটার তৈরি হচ্ছে সেখানে। আর তার জন্য নিযুক্ত হয়েছেন ২০০ জন মহিলা কর্মী। সংস্থার অন্যতম কর্তা রায় কুরিয়ানের দাবি, শুধুমাত্র মহিলা কর্মীদের দিয়ে কোনও ব্যবসায়িক পরিকাঠামো পরিচালনার এই উদ্যোগ শুধু ভারতেই নয়, সংস্থার ইতিহাসেও প্রথম। সংস্থা কর্তৃপক্ষ জানান, কাজের পাশাপাশি কর্মীদের দক্ষতা বাড়ানোর দিকেও নজর দিচ্ছেন তাঁরা। তিন বছরের সরকার অনুমোদিত পাঠ্যক্রম সফল ভাবে শেষ করলে ওই কর্মীরা আইটিআই সার্টিফিকেটও পাবেন।

বৃদ্ধির হার আরও কমলে হস্তক্ষেপ করবে আরবিআই
বৃদ্ধি এখনকার ৫.৫ শতাংশের থেকে আরও নীচে নেমে গেলে হস্তক্ষেপ করার প্রতিশ্রুতি দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও। তবে এই হার আর কমবে না বলেই আশাবাদী তিনি। বৃদ্ধির চাকায় গতি ফেরাতে শীর্ষ ব্যাঙ্ক সুদ না-কমানোয় অর্থমন্ত্রীর কড়া প্রতিক্রিয়ার পর দিনই সুব্বারাওয়ের এই প্রতিশ্রুতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীর্ষ ব্যাঙ্কের নিজের সমীক্ষা অনুযায়ীও বৃদ্ধির ঢিমে গতি ও চড়া সুদের কারণে সে ভাবে বাড়ছে না ঋণের চাহিদা। এ দিকে, এপ্রিল-সেপ্টেম্বর, এই ছ’মাসে রাজকোষ ঘাটতি পৌঁছেছে ৩.৩৬ লক্ষ কোটি টাকায়, যা অর্থবর্ষের লক্ষ্যমাত্রার প্রায় ৬৫.৬%।

গৃহঋণ, আমানতে সুদের হার কমাল আইডিবিআই ব্যাঙ্ক
গৃহঋণে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করল আইডিবিআই ব্যাঙ্ক। পাশাপাশি, ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমিয়েছে নির্দিষ্ট কিছু আমানতেও। ব্যাঙ্ক জানিয়েছে, ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ নেওয়া হবে তাদের বেস রেট-এর সমান হারেই। যা এখন ১০.৫০ শতাংশ। তবে ৭৫ লক্ষের বেশি হলে ওই হারের থেকে ২৫ বেসিস পয়েন্ট সুদ বেশি দিতে হবে। অন্য দিকে, ১৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৭ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে এ বার থেকে বছরে ৮.৫০% সুদ দেবে ব্যাঙ্ক। আগে তা ছিল ৯%। ৫০০ দিনের জমায় সুদ ৯.২৫ থেকে কমে হচ্ছে ৯%।

ডিভিডেন্ড দেবে কেয়ার্ন ইন্ডিয়া
শেয়ারহোল্ডারদের ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারে ৫ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করল কেয়ার্ন ইন্ডিয়া। অনিল অগ্রবালের বেদান্ত গোষ্ঠীর সিংহভাগ মালিকানা থাকা ওই সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে, ওই ডিভিডেন্ড দেওয়া হবে আগামী ১৫ নভেম্বর বা তার আগেই। এর জন্য রেকর্ড ডেট ধার্য হয়েছে ৬ নভেম্বর। অর্থাৎ সে দিন সংস্থার শেয়ারহোল্ডার হিসেবে যাঁদের নাম নথিভুক্ত থাকবে, তাঁরাই পাবেন ওই ডিভিডেন্ড।

নতুন উড়ান
দুই শহরের মধ্যে নতুন উড়ান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। সকাল ৬টা ১৫তে বেঙ্গালুরু থেকে চড়লে ৭টা ১৫তে পৌঁছে যাওয়া যাবে ম্যাঙ্গালোরে। এই সুবিধা সোম, বুধ, শুক্র ও রবিবার মিলবে।

ব্যাঙ্কের নয়া শাখা
রাজস্থান ও মুম্বইয়ে তিনটি নতুন শাখা খুলল এলাহাবাদ ব্যাঙ্ক। রাজস্থানে টঙ্ক জেলায় খুলেছে টোডা রায়সিংহ নামের শাখাটি। আর মুম্বইয়ের পানভেল ও নেরুল (পূর্ব)-এ অন্য দুটি শাখা খোলার কথা জানিয়েছে ব্যাঙ্কটি। তিনটি শাখা থেকেই ব্যাঙ্কের সাধারণ কাজকর্ম ছাড়াও বৈদ্যুতিন মাধ্যমে ব্যাঙ্কিং-এর সুবিধা পাবেন গ্রাহকরা।

বাজারে নতুন ট্রাক
বাজারে নতুন ডাম্পিং ট্রাক আনল ভলভো। ‘এফএম৪৮০ ১০x৪’ নামের ট্রাকটি মূলত খনন শিল্পের কাজে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের দাবি, এতে বহন করা যাবে ৪৩ টন পণ্য। রয়েছে ইলেকট্রিক স্টিয়ারিং-এর সুবিধা এবং পার্কিং-এর সময় অতিরিক্ত ব্রেক-এর ব্যবস্থাও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.