টুকরো খবর
যুবক ‘খুনে’ গ্রেফতার কাকা
বোলপুরের মুলুক আদর্শপল্লির যুবক মুস্তফা খান (২৭) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর মেজো কাকা সেন্টু খানকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃতকে বোলপুর আদালতে হাজির করানো হয়। বোলপুরের ভারপ্রাপ্ত এসিজেএম সুতপা মল্লিক ধৃত যুবককে সাতদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “নিহত যুবকের ভাই খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধৃতকে খুনের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার মুলুক আদর্শপল্লির বাসিন্দা মুস্তফা খান পেশায় দিনমজুর। সোমবার দুপুরে ঘাস কাটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বোলপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তাঁর পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গীতগাঁও-মহুলি এলাকায় একটি ধানখেতে তাঁর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের দেহের পাশ থেকে হাঁসুয়া, কাস্তেও উদ্ধার করা হয়। পরে স্থানীয় মানুষের দাবিতে তদন্তে নামে পুলিশ কুকুর। তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতদের পাশ থেকে পাওয়া ফোন নম্বর ওই গ্রামেরই এক বাসিন্দার। নিখোঁজের দিন দুপুরে নিহতের কাকাকে ওই নম্বরটি ওই ব্যক্তি দিয়েছিলেন।

কীটনাশক খেয়ে মৃত তিন
তিনটি পৃথক ঘটনায় কীটনাশক খেয়ে মৃত্যু হল এক কিশোরী-সহ তিনজনের। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মুরারই তানার সুঠিয়া গ্রামের ১৩ বছরের কিশোরী পিঙ্কি মালকে অসুস্থ অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই দিন রাতেই সেখানে তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে ওই কিশোরী কীটনাশক খায়। একই কারণে রামপুরহাট থানারই বড়শাল গ্রামের বাসিন্দা উত্তম লেটকে (৩৫) অসুস্থ অবস্থায় ২৮ অক্টোবর সন্ধ্যায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, ময়ূরেশ্বর থানার ডাবুক গ্রামের বাসিন্দা ধানু দাই’কে (৬২) গত ২৬ অক্টোবর সকালে ওই একই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তাই মানসিক অবসাদে তিনি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন।

নলকূপ বিকল, বিপাকে স্কুল
একমাত্র নলকূপ বিকল হয়ে পড়ে আছে গত আট মাস ধরে। অভিযোগ, প্রশাসনের কাছে আবেদন করলেও তা মেরামতের ব্যবস্থা হয়নি। কচিকাঁচাদের নিয়ে তাই চরম বিপাকে পড়েছেন ময়ূরেশ্বরের প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। পানীয় জল তো বটেই মিড-ডে মিল রান্নার জন্যও প্রয়োজনীয় জল তাঁদের আনতে হচ্ছে অনেক দূরের টিউবওয়েল থেকে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই স্কুলে একটি নলকূপ বসানো হয়। কিন্তু গত মার্চ মাস থেকে তা বিকল হয়ে পড়ে রয়েছে। স্কুল পরিচালন সমিতির অন্যতম সদস্য সুভাষচন্দ্র পালের অভিযোগ, “বারবার পঞ্চায়েত সমিতির দৃষ্টি আকর্ষণ করেও লাভ হয়নি। সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপির বিনয় সাহা অবশ্য বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।”

বোমা উদ্ধার সিউড়িতে
উদ্ধার হওয়া বোমা ভর্তি জ্যারিকেন। —নিজস্ব চিত্র।
সিউড়ি থানার কাঁসপাই গ্রামের একটি ধানজমি থেকে বুধবার উদ্ধার হয়েছে প্রায় ৫০টি বোমা। পুলিশ জানায়, ২৮ অক্টোবর ওই গ্রামের বাসিন্দা শেখ আনসারকে ডাকতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। পরের দিন সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে জেরা করে বুধবার মাঠ থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামে মাঝে মধ্যে নানা কারণে বোমাবাজির মতো ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “আর কোথাও বোমা-অস্ত্র আছে কি না তা জানতে জেরা করছে পুলিশ।”

সেচের জলের অভাব, ক্ষোভ
বেশ কিছুদিন তেমন বৃষ্টির দেখা নেই। তার উপর সেচ খালে নেই জল। এর ফলে জলের অভাবে মরতে বসেছে জমির ধান। ময়ূরেশ্বরের পারচন্দ্রহাট, মীরপুর, গোড়লা প্রভৃতি এলাকার চাষিরা তাই এখন বেশ সমস্যায়। চাষিদের অভিযোগ, এই সময় অধিকাংশ জমির ধান ওঠার সময়। তাই এখন যদি নিয়মিত সেচের জল না পাওয়া যায় তাহলে জমিতেই ধান শুকিয়ে যাবে। সমস্যার কথা স্বীকার করে ময়ূরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের কাজল সাহা বলেন, “ওই এলাকাগুলিতে সেচখালের মাধ্যমে জল সরবরাহের ব্যাপারে ইতিমধ্যেই জেলা সেচ দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।”

যাত্রী প্রতীক্ষালয়ের দাবি
বাস আছে। নেই প্রতীক্ষালয়। এমনই অবস্থা ময়ূরেশ্বরের লোকপাড়ার। বীরভূম ও মুর্শিদাবাদের মধ্যে সংযোগকারী বেশ কয়েকটি বাস চলাচল করে লোকপাড়ার উপর দিয়ে। কিন্তু বাসযাত্রীদের জন্য নেই কোনও যাত্রী প্রতীক্ষালয়। এর ফলে বিরূপ আবহাওয়ার সময় বাসযাত্রীদের সমস্যায় পড়তে হয়। এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে সংশ্লিষ্ট ঢেকা পঞ্চায়েতের প্রধান কল্যাণী দাস বলেন, “ওই এলাকায় যাত্রী প্রতীক্ষালয় করার চিন্তাভাবনা আমাদের আছে। কিন্তু সমস্যা হল উপযুক্ত জায়গা। ভালো জায়গা পেলে দ্রুত কাজ শুরু করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.