টুকরো খবর
আতঙ্কিত সুনীতা উইলিয়ামসও
মহাকাশ থেকেও স্যান্ডির তাণ্ডব দেখে ভয় পেয়ে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন মহাকাশচারী বললেন, “এখান থেকেও ভয়াবহ দেখাচ্ছিল। সোমবার, যখন জমির একেবারে কাছাকাছি চলে এসেছিল স্যান্ডি, মনে হচ্ছিল একটা বিশালকার ঘূর্ণি। ঢেকে রেখেছে অতলান্তিক থেকে শিকাগো। আশা করি সবাই নিরাপদে আছে।” এর মধ্যেই ফের মহাকাশে হাঁটার তোড়জোড় করছেন তিনি। মহাকাশ গবেষণা কেন্দ্রের তাপরোধক যন্ত্রে গণ্ডগোল।

বাঁচাল পুলিশ
বারবার সতর্ক করা হয়েছিল। তবু বাসিন্দাদের অনেকেই ভেবেছিলেন, স্যান্ডি নিয়ে বোধহয় বাড়াবাড়ি করছে প্রশাসন। তাঁরা কান দেননি। এঁদের বুঝিয়ে বিপদ থেকে বের করে আনা ছিল নিউ জার্সির লিটল ফেরির পুলিশপ্রধান র্যাল্ফ ভার্দির কাজ। স্যান্ডি আছড়ে পড়ার পরে এই সব বাসিন্দার অনেকেই ৬ ফুট গভীর জলের তলায় আটকে পড়েছিলেন। এমন একশো লোককে বাঁচিয়েছেন ভার্দি।

ডুবল জাহাজ, মৃত এক যাত্রী
লন্ডন থেকে ফ্লোরিডা আসার পথে স্যান্ডির কবলে পড়ে ডুবে গিয়েছিল ‘এইচএমএস বাউন্টি’ নামের একটি জাহাজ। তাতেই ছিলেন বছর ৪২-এর ক্লডেন ক্রিস্টিয়ান। জাহাজের ১৪ কর্মী লাইফবোটের সাহায্যে বাঁচলেও ঢেউয়ে ভেসে যান ক্রিস্টিয়ান আর জাহাজের ক্যাপ্টেন রবিন ওয়াল্ডরিজ। মার্কিন উপকূল রক্ষী বাহিনী যথেষ্ট ঝুঁকি নিয়ে ঝড়ের মধ্যেই লাইফবোটে ভেসে থাকা কর্মীদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেন। ক্রিস্টিয়ানের দেহ পরে পাওয়া যায়। ক্যাপ্টেন এখনও নিখোঁজ।

ত্রাণ নয়ছয়
২০১১ সালের বিধ্বংসী সুনামি ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার পুর্ননির্মাণের জন্য ত্রাণ তহবিলের অর্থ নয়ছয় করা হয়েছে। জাপানের একটি সরকারি হিসেবে জানা গিয়েছে, ত্রাণ তহবিলের মোট অর্থের পরিমাণ ছিল ১৫ হাজার কোটি ডলার। এই অর্থ অনেকাংশেই অপ্রয়োজনীয় কাজে খরচ করা হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির খুব কম অংশেরই পুর্ননির্মাণ হয়েছে। অনেক জায়গায় কাজ শুরু হলেও কাজের গতি খুব শ্লথ। ৩ লক্ষ ২৫ হাজার লোক এখনও উদ্বাস্তু হয়ে আছেন। সুনামিতে হারিয়ে যাওয়া ১৯ হাজার লোকের সন্ধান মেলেনি।

বাড়িতেই শেষ
এক দিনের ঝড়ে সব ওলটপালট। স্ট্যাটেন আইল্যান্ডে ওদের বাড়িটা টুকরো টুকরো হয়ে ভেসে গিয়েছে। পাওয়া গিয়েছে ১৩ বছরের অ্যাঞ্জেলা ড্রেশের দেহ। তার বাবা এখনও নিখোঁজ। মায়ের অবস্থা সঙ্কটজনক। ঝড়ের আগে অবশ্যই খালি করতে হবে এমন এলাকায় ছিল অ্যাঞ্জেলাদের বাড়িটা।

কবর উপড়ে
ঝড়-জলের তেজ এমনই যে কবরেও পড়ল তার কোপ। জলের প্রচণ্ড তোড়ে মেরিল্যান্ডের ক্রিসফিল্ডে একটি কবরখানায় দু’টি কফিন উপড়ে যায়। কবরের উপরের সিমেন্টের স্ল্যাব প্রথমে ভেঙে যায়। তার পরেই মাটি থেকে উঠে আসে দু’টি কফিন।

নিখোঁজ ১২২
ডুবো পাহাড়ে ধাক্কা লেগে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার। ছ’জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ কমপক্ষে ১২২ জন। মনে করা হচ্ছে এঁদের অধিকাংশই মায়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তু। বেআইনি ভাবে তাঁদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল।

অবশেষে
ছবি: এএফপি
দু’দিন বন্ধ ছিল নিউ ইয়র্ক শেয়ার বাজার। বুধবার ওয়াল স্ট্রিট খোলার পরে নিউ ইয়র্ক স্পোর্টস ক্লাবে স্বাগত-বার্তা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.