কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছে বাঙালি |
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাঙালি মেতে উঠেছে ধনদেবীর আরাধনায়। গত দু’দিন ধরেই ঘরে ঘরে চলছিল তারই প্রস্তুতি। দেবীকে সন্তুষ্ট রাখতে যে যার সাধ্য মত আরাধনার ব্যবস্থা করেছেন। এ দিকে, পুজোর আগে থেকেই বাজার অগ্নিমূল্য। ফল-ফুল, সবজি-সহ পুজার্চনার সামগ্রীর দাম আকাশছোঁয়া। কিন্তু, এ সমস্ত তোয়াক্কা না করেই বাঙালি লক্ষ্মীর আরাধনার আয়োজন করছে।
|
হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। জানা গিয়েছে, ১৩০টি হাতির একটি দল ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে তাণ্ডব চালাচ্ছে। দলমা থেকে নেমে এসেছে হাতিগুলি। কয়েক বিঘা জমির ফসল নষ্ট করেছে দলটি। হাতি তাড়াতে ঘটনাস্থলে পৌঁছেছে বনদফতরের কর্মীরা।
|
শিশুপুত্র-সহ দম্পতির আত্মহত্যার চেষ্টা |
কলকাতার কড়েয়া থানা এলাকার মিয়াজান ওস্তাগার লেনে ৬ মাসের এক শিশুপুত্র-সহ দম্পতি আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। আর্থিক টানাপোড়েনের কারণে আত্মহত্যার পথ বেছে নেন। আরও জানা গিয়েছে, প্রথমে তারা শিশুপুত্রকে বিষ খাওয়ান ও তারপর নিজেরাও বিষ খান। শিশুটির মৃত্যু হয়েছে। তবে ওই দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
বেলগাছিয়ায় মেট্রোতে আত্মহত্যা মহিলার |
আজ সকাল ৯.৪৪ মিনিটে দমদম থেকে কবি সুভাষগামী এসি মেট্রোতে আত্মহত্যা করেছেন এক মহিলা। তাঁর নাম গুঞ্জন চৌধুরী। বয়স আনুমানিক ২৮। তিনি ২৪৭/বি লেকটাউনের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেন বেলগাছিয়া স্টেশনে ঢোকার মুখে এই ঘটনা ঘটে। ফলে, দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে। |