ডার্বি ম্যাচের টেনশন ভুলতে ট্রেভর জেমস মর্গ্যান ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে যাবেন। আই লিগে টোলগে ওজবেদের বিরুদ্ধে মর্গ্যানের টিমের ম্যাচ অনেক দূরে— ৯ ডিসেম্বর। ওই সময়ই আবার ৫-৯ ডিসেম্বর ইডেনে ধোনি বনাম পিটারসেনদের খেলা চলবে। “টেস্ট দেখতে ভাল লাগে না। একদিনের ম্যাচ আর টি-টোয়েন্টি দেখতেই বেশি পছন্দ করি। কিন্তু আমার দেশ ইডেনে ভারতের বিরুদ্ধে খেলবে। সে কারণেই ইচ্ছে আছে মাঠে গিয়ে কিছুটা খেলা দেখার,” যুবভারতীতে সোমবার পুণে এফ সি-র বিরুদ্ধে খেলতে নামার ৪৮ ঘন্টা আগে বললেন লাল-হলুদ কোচ।
ডার্বি ম্যাচের আগে আরও কয়েকটি আই লিগের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তা সত্ত্বেও এখন থেকে ডার্বি ম্যাচের কথা মাথায় রাখছেন ব্রিটিশ কোচ। কারণ গত বছর একটা ডার্বিতেও জিততে পারেননি তিনি। মর্গ্যান পেশাদার। সব কথা খুলে বলেন না। তবে এখন থেকেই তাঁর ইডেনে যাওয়ার কথা শুনে মনে হল, চাপ কাটাতে নিজের দেশের ক্রিকেটকেই হয়তো হাতিয়ার করবেন।
তবে পুণের ম্যাচ নিয়েই ভাবছেন চিডিদের কোচ। এখনও পর্যন্ত আই লিগে মেহেতাবদের সংগ্রহ দু’ম্যাচে চার পয়েন্ট। ডেরিক পেরেরার দলও শক্ত প্রতিপক্ষ। চার বিদেশি-সহ পুরো টিম নিয়েই এসেছেন ডেরিকরা। মর্গ্যানের স্বস্তি, মননদীপ আর রবিন ফিট। তবে চিডির পাশে কাকে খেলাবেন শনিবার পর্যন্ত ঠিক করেন নি। এ দিকে চোট সারিয়ে উঠছেন সুশান্ত ম্যাথু। তাঁকে ডিসেম্বরে সই করানোর কথা ভাবা হচ্ছে।
আগামী সপ্তাহে মোট তিনটি ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। পুণের পর ৩১ অক্টোবর চিডিদের কলকাতা লিগের ম্যাচ। ৩ নভেম্বর আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডেম্পো। মর্গ্যানের মন্তব্য, “ম্যাচ পড়লে তো খেলতেই হবে। কলকাতা লিগে ম্যাচে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। অনেক ফুটবলারই এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেন নি।” এ দিকে, সফর সর্দার আর যশপাল পারমারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। সফর যাচ্ছেন সিকিমে ভাইচুং ভুটিয়ার টিমে খেলতে। |