কোচ থেকেও নেই, যিনি অস্থায়ী কোচ হিসাবে কাজ করছেন সেই মৃদুল বন্দ্যোপাধ্যায় আবার রিজার্ভ বেঞ্চে কোচ হিসাবে বসতেই পারছেন না। বসছেন সহকারী কোচের চেয়ারে।
এ রকম অদ্ভুত এক পরিস্থিতিতে আজ রবিবার পুণেতে ফের আই লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ সেই এয়ার ইন্ডিয়া, যাঁদের কাছে হেরে শিলিগুড়ি ফেড কাপ থেকে বিদায় নিয়েছিলেন ওডাফা-রহিম নবিরা।
এখনও পর্যন্ত আই লিগে মোহনবাগান দু’টো ম্যাচ খেলেছে। দু’টোতেই হেরে পয়েন্ট শূন্য। চাকরি গেছে কোচ সন্তোষ কাশ্যপের। এ রকম একটা অবস্থা থেকে বেরোনোর জন্য তাই নিজেরাই নিজেদের তাতাচ্ছেন সবুজ-মেরুন ফুটবলাররা। অন্তত ফোনে রহিম নবির সঙ্গে কথা বলে সেটাই মনে হল। “কোচ কি মাঠে নেমে খেলবে? জিততে হবে তো আমাদেরই। সবাইকে ভাল খেলতে হবে। তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না।” খুশির ঈদের দিনে পান্ডুয়ার বাড়ি থেকে অনেক দূরে থাকার দুঃখ নবি ভুলতে চান গডফ্রে পেরিরার দলকে হারিয়ে। “টিম না জিতলে কোনও আনন্দেই আনন্দ হয় না,” বলছিলেন জাতীয় কোচ উইম কোভারম্যান্সের প্রিয়তম ফুটবলার।
কিন্তু নবির পজিশন আজ কী হবে? মিডিও না লেফটব্যাক? তা নিয়েই ধন্ধে রয়েছেন করিম বেঞ্চারিফার অনুপস্থিতিতে যিনি আপাতত টিমের দায়িত্বে সেই মৃদুল। “নবিকে কোথায় খেলাব এখনও ঠিক করিনি! সত্যি কথা বলতে কী মাঝমাঠটা নিয়েই বেশি ভাবতে হচ্ছে”, ফোনে বললেন বছর তিনেক পর ফের সবুজ-মেরুনের দায়িত্বে ফেরা মৃদুল। মনে হল ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করেই টিম নামাবেন।
শনিবার অবশ্য মূল স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি ওডাফারা। সকালে স্টেডিয়াম বরাদ্দ ছিল ওডাফাদের জন্য, আর বিকেলে জুনিয়র-হেনরিদের অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে প্রচণ্ড বৃষ্টি হয় পুণেতে। ফলে শনিবার সকালে গিয়ে মৃদুল সিদ্ধান্ত নেন ভারী মাঠে অনুশীলন করাবেন না। তাঁরা চলে যান বেশ কিছুটা দূরে পুণে এফ সি-র মাঠে। এয়ার ইন্ডিয়া অবশ্য বিকেলে অনুশীলন করে।
মৃদুল টিম নিয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও জানা গিয়েছে, নবিকে মাঝমাঠেই খেলানো হতে পারে। জুয়েল, ডেনসন, স্নেহাশিসের সঙ্গে। নবি রাইট হাফে খেললে সেক্ষেত্রে বিশ্বজিৎ সাহা লেফট ব্যাক খেলবেন। তবে বল বাড়ানোর জন্য মণীশ মৈথানির কথাও ভাবছেন মোহনবাগানের সহকারী কোচ।
এয়ার ইন্ডিয়া বরাবরই গাঁট মোহনবাগানের। প্রচণ্ড দৌড়ে গডফ্রে পেরিরার দল শিলিগুড়িতে পালতোলা নৌকো ফুটো করে দিয়েছিল। এ বার কী হবে? পুণেতে ফোনে ধরা হলে এয়ার ইন্ডিয়া কোচ বললেন, “কি আর হবে? আমরাই জিতব।” তার পরই জানতে চান, টোলগে, ওডাফার খবর। এ দিনই অনুশীলনে চোট পেয়েছেন টোলগে। আজ সকালে অস্ট্রেলীয় স্ট্রাইকারকে খেলাবেন কী না সিদ্ধান্ত নেবেন মৃদুল। তবে কথা বলে মনে হল, দু’জনকে একসঙ্গে নামাতে তিনি মরিয়া।
মোহনবাগানের সহকারী কোচ মৃদুল ময়দানের সেই বিরলতম কোচেদের একজন যিনি নিয়মিত যুবভারতীতে এসে খেলা দেখেন। পৈলান অ্যারোজ-এয়ার ইন্ডিয়া ম্যাচও দেখেছেন। “ওদের সামনে জুনিয়র খেলে। মাঝেমাঝে ঝটকা দেয়। রক্ষণ আর মাঝমাঠের মধ্যে কোনও ফাঁক রাখে না। সবসময় একজন এসে যায়।” গড়গড় করে বলে যান করিমের সহকারী। কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে মৃদুলের। করিম কি কোনও পরামর্শ দিয়েছেন? সমস্যায় পড়তে পারেন সে জন্য প্রশ্ন শুনে অতি সতর্ক মৃদুল বললেন, “কথা হয়। কিন্তু উনি তো অন্য দলের কোচ এখনও, তাই মোহনবাগান নিয়ে কোনও কথা বলেন না।”
করিমের পরামর্শে মোহনবাগান আজ টিম নামাবে কিনা তা জানা গেল না। জিতলে তীব্র চাপ থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়ে যাবেন ওডাফা-টোলগে-নবিরা। আর কোনও অঘটন ঘটলে? আরও অন্ধকারে তলিয়ে যাবে গঙ্গাপারের ক্লাব।
|
রবিবার আই লিগে
মোহনবাগান: এয়ার ইন্ডিয়া (পুণে ৩-০০), সিকিম ইউনাইটেড-ডেম্পো (সিকিম),
সালগাওকর-পৈলান অ্যারোজ (মারগাও), শিলং লাজং- স্পোটিং ক্লুব (শিলং)। |