সোজাসাপ্টা ব্যাটিং ট্র্যাক নয়, রঞ্জি ট্রফিতে ঘরের মাঠে স্পোর্টিং উইকেটই পছন্দ বাংলা টিম ম্যানেজমেন্টের। আগামী শুক্রবার থেকে ইডেনে রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু হয়ে যাচ্ছে বাংলার। আর তার আগে বাংলা কোচ ডব্লিউ ভি রামন বলে দিলেন, “আমাদের টিমে ভারসাম্য বেশ ভাল। আমাদের পেস শক্তি যেমন, ব্যাটিংয়ে গভীরতাও যথেষ্ট। তাই স্পোর্টিং উইকেট পেলে অসুবিধা তো হবেই না, বরং সুবিধাই হবে।” আর চলতি মরসুমে বাংলা অধিনায়ক হওয়া যাঁর প্রায় নিশ্চিত সেই মনোজ তিওয়ারির ভোটও স্পোর্টিং উইকেটেরই দিকে।
এ দিকে, আজ রবিবার রঞ্জির প্রথম ম্যাচের জন্য দল বেছে ফেলা হবে। ওপেনার হিসেবে পার্থসারথি ভট্টাচার্য-র সঙ্গে থাকার কথা জয়জিৎ বসু বা রোহন বন্দ্যোপাধ্যায়ের। তিন থেকে সাতে ভাবা হচ্ছে ঋতম পোড়েল, মনোজ, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার এবং লক্ষ্মীরতন শুক্লকে। সামি আহমেদের চোট না সারায় তিন পেসার হবেন অশোক দিন্দা, বীরপ্রতাপ সিংহ এবং সৌরভ সরকার। স্পিনার হিসেবে ইরেশ সাক্সেনার সঙ্গে ভাবা হচ্ছে অর্ণব নন্দীকে। চার নির্বাচক এবং কোচ দু’পক্ষই চাইছেন এ বছরই বাংলার ভবিষ্যতের ‘নিউক্লিয়াস’ তৈরি করে রাখতে। রামন তো বলেও দিলেন, “তামিলনাড়ুর দায়িত্ব যখন নিয়েছিলাম, তখন টিমটা ছন্নছাড়া ছিল। তার পর মুকুন্দ, ইয়ো মহেশদের মতো একঝাঁক ক্রিকেটার উঠে এসেছে। বাংলার দায়িত্ব ছাড়ার আগে একই জিনিস করে যেতে চাই।” |