অলিম্পিকের চার পদকের মালিক লেসলি ক্লডিয়াস (৮৫) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের নামী এই ক্রীড়া ব্যক্তিত্বকে। অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা খানিকটা মিটলেও দূর্বলতা রয়েছে তাঁর। এ দিন ক্লডিয়াসকে দেখতে হাসপাতালে যান ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তিনি আর্থির সাহায্যের কথা ঘোষণা করেন।
|
টাইগার উডসকে ছুঁয়ে ফেললেন গগনজিৎ সিংহ ভুল্লার। সিআইএমবি ক্লাসিকে এক দিনে ভুল্লার ২৩তম স্থান থেকে উঠে এলেন দশম স্থানে। এ দিকে উডস আগের দিনের পাঁচ নম্বর থেকে পিছিয়ে এসেছেন দশে। আর এক ভারতীয় গল্ফার অনির্বাণ লাহিড়ি রয়েছেন ২৫তম স্থানে। অসাধারণ তৃতীয় রাউন্ডের শেষে ভুল্লার বলছেন, “বড় টুর্নামেন্টে খেললে সব সময়ই অনুপ্রেরণা পাই। লিডারবোর্ডে নিজের নামটা দেখতে পেলে গায়ে কাঁটা দেয়।” রবিবার টুর্নামেন্ট শেষ হচ্ছে।
|
সতেরো বছরের তাই প্রতিপক্ষের চ্যালেঞ্জ টপকে ফরাসি ওপেন ফাইনালে চলে গেলেন সাইনা নেহওয়াল। বিশ্বের তিন নম্বর এবং টুর্নামেন্টের প্রথম বাছাই সাইনা শুক্রবার রাতে ৪২ মিনিটের সেমিফাইনালে ২২-২০, ২২-২০ হারালেন সপ্তম বাছাই রাতচানোক ইন্তানন-কে। গত সপ্তাহে ডেনমার্ক ওপেন জিতে ওঠা সাইনার সামনে এ বার চতুর্থ বাছাই জুলিয়ান শেঙ্ক। জার্মান ব্যাডমিন্টন তারকা শেঙ্ক অন্য সেমিফাইনালে হারিয়েছেন উঠতি চিনা খেলোয়াড় চেন জিয়াও জিয়া-কে। ডেনমার্ক ওপেনেও শেঙ্কের বিরুদ্ধেই ফাইনাল খেলে জিতেছিলেন সাইনা।
|
আই লিগে ফের বড় জয় চার্চিল ব্রাদার্সের। দুর্গাপুজোর ঠিক আগে ওএনজিসি-কে ৫-০ গোলে হারানোর পরে শনিবার তৃতীয় রাউন্ডে মুম্বই এফসি-কে ৩-১ গোলে হারাল সুভাষ ভৌমিকের দল। চার্চিলের হয়ে একটি করে গোল আক্রম ও বেটোর। একটি আত্মঘাতী গোল অভিষেক যাদকের। মুম্বই এফসি-র একমাত্র গোলদাতা ইয়াকুবু। মজার ব্যাপার হল, বিরতির আগে ঘানাইয়ান স্টপার ইভান লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় পঞ্চাশ মিনিট দশ জনে খেলতে হয় মুম্বইকে। |