টুকরো খবর
বাড়ি থেকে চুরি, ধৃত ২
ছাত্রের বাড়ির আলমারির লকার খুলে সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি করার অভিযোগে গৃহশিক্ষক, এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে এনজেপি ফাঁড়ির লেকটাউন এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম দীপেশ শর্মা। তাঁর বাড়ি মিলনপল্লিতে। শিলিগুড়ির একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র দীপেশ। পুলিশ তার কাছ থেকে চুরি হওয়া সোনা ও টাকা উদ্ধার করেছে। দীপেশ পুলিশকে জানিয়েছে, তাঁর ডান হাতে একটি ক্ষত রয়েছে। সেটির অস্ত্রোপচারের জন্য ৫০ হাজার টাকার প্রয়োজন ছিল। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ওজি পাল বলেন, “চুরির অভিযোগে ওই যুবককে ধরা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, দীপেশ একটি ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র মহেশকে প্রায় পাঁচ মাস ধরে পড়াচ্ছে। মহেশের মা প্রতিমা দেবী জানান, ব্যক্তিগত কাজে তাঁর স্বামী ললিতবাবু কলকাতায় গিয়েছেন। ছেলেকে নিয়ে তিনি বাড়িতে ছিলেন। এদিন দুপুরে দীপেশ মহেশকে পড়ানোর জন্য বাড়িতে আসে। সেই সময় প্রতিমা দেবী প্রতিবেশীর বাড়িতে যান। ওই সুযোগে মহেশকে শৌচাগারে যাওয়ার কথা বলে অপর একটি ঘরে ঢুকে চাবি দিয়ে আলমারির লকার খুলে প্রায় ১০ ভরি সোনা ও ১৫ হাজার টাকা একটি ব্যাগে ঢুকিয়ে নিয়ে দীপেশ পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। প্রতিমা দেবী বাড়িতে ঢোকার সময় দীপেশকে দেখে সন্দেহ হওয়ায় ধরেন। পরে আশেপাশের বাসিন্দাদের একাংশ অভিযুক্তকে মারধর শুরু করলে সাব ইন্সপেক্টর খগেন বর্মনের নেতৃত্বে এনজেপি ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসিন্দাদের সরিয়ে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। প্রতিমা দেবী বলেন, “মহেশের স্কুলের এক শিক্ষকের পরামর্শেই দীপেশকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু ও এভাবে চুরি করবে তা ভাবতে পারিনি।”

দেড় কোটির টেন্ডার বাতিল
গোপনে প্রায় দেড় কোটি টাকার টেন্ডার করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ উঠেছে। ওই অভিযোগ পেয়ে টেন্ডার বাতিল করেছেন বিডিও। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ ব্লকের চাপরের পাড় ১ গ্রাম পঞ্চায়েতে। গত কয়েকদিন ধরে ওই অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে আন্দোলন করে কংগ্রেস। বৃহস্পতিবার ওই দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিডিও টেন্ডার বাতিল করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিডিও ঘটনার প্রাথমিক তদন্তের পরে টেন্ডার বাতিলের নির্দেশ দেন। কংগ্রেস নেতা রঞ্জন রায়ের অভিযোগ, চাপরের পাড় ১ গ্রাম পঞ্চায়েতে টেণ্ডার থেকে শুরু করে প্রতিটি কাজে ব্যাপক দুর্নীতি চলছে। টেন্ডার বাতিল করায় বিডিওকে ধন্যবাদ জানান রঞ্জনবাবুরা।

গ্রেফতার চার
বন দফতরের গাড়ি ভাঙচুর-সহ কর্মীদের মারধর করার ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ গেন্দ্রাপাড়া বাগান থেকে তাদের ধরে।

সাসপেন্ড এএসআই
নার্সের সঙ্গে অভব্য আচরণে অভিযুক্ত শীতলখুচি থানার সহকারী সাব ইনস্পেক্টর হোপ্পা মুর্মকে সাসপেন্ড করল জেলা পুলিশ। বৃহস্পতিবার।

অবরোধ
বুকিং করার পরে মাসের পর মাস চলে গেলেও গ্যাস সিলিন্ডার না পাওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। শুক্রবার দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায়। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ও ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ নন্দী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.