সম্প্রতি সল্টলেক পূর্বশ্রী প্রেক্ষাগৃহে একটি ফকিরি গান ও তত্ত্বের কর্মশালা পরিচালনা করলেন মনসুর ফকির ও সহজিয়া লোকগানের দল। বিভিন্ন বয়স ও পেশার ৫০ জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। মূল অনুষ্ঠানের সূচনা হল লালনের গান ‘পারে কে যাবি’ দিয়ে। এর পর যৌথ ভাবে পরিবেশিত হয় আরও তিনটি মর্মস্পর্শী গান ‘সহজ মানুষ’, ‘ঘরে জ্বালগা প্রেমের বাতি’ ও ‘ধন্য ধন্য বলি তারে’। শেষ গানটিতে প্রাণের উন্মাদনায় ও সহজ সুরের দোলায় যৌথ নৃত্যের স্বতঃস্ফুর্ত প্রকাশ ঘটেছিল। এর পর মনসুর ফকির দোতারায় অনবদ্য লহর দিয়ে তাঁর অনুষ্ঠান শুরু করেন। ‘ও রে মগ ফিরিঙ্গি’, ‘মানুষ পুজো কোরান খোঁজো’ একের পর এক অসাধারণ গান পরিবেশন করলেন। এর পর আসে সহজিয়া লোকগানের দল। |
‘রাই জাগো গো’, ‘হৃদয় কপাট দেখ না খুলে’, ‘সিন্ধু পারের বন্ধু যে জন’ প্রভৃতি গানগুলির সুরেলা পরিবেশনায় আপ্লুত হয় প্রতিটি শ্রোতার হৃদয়। বাঁশিতে বাপ্পা, পারকাশনে শরদিন্দু, হারমোনিয়ামে সন্দীপ, কি-বোর্ডে সুসেন, বেস গিটারে রাজদীপ, ড্রামে কুশল এবং প্রধান কণ্ঠ-দোতারা-খমকে দেব চৌধুরী সে দিন সন্ধ্যার আসর মাতিয়ে দেন। বর্ধমান সমুদ্রগড়ের ক্ষুদিরাম দাসের কথা আলাদা করে বলতেই হয়, যার অনবদ্য ঢোল-বাজনা ও নৃত্য শ্রোতাদের মনোমুগ্ধ করে রেখেছিল। শেষে মনসুর ফকিরের সঙ্গে সহজিয়া পরিবেশন করল ‘মিলন হবে কত দিনে’, ‘তোমার ঘরে বসত করে’ গান দু’টি। |