চণ্ডীভেটিতে দেশপ্রাণ-স্মরণে অনুষ্ঠান |
স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৩২তম জন্মদিবস পালিত হল কাঁথি দেশপ্রাণ ব্লকের চণ্ডীভেটিতে, জন্মভিটেয়। এই উপলক্ষে শুক্রবার নানা কর্মসূচি নিয়েছিল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ স্মৃতি রক্ষা কমিটি। সকালে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক বনশ্রী মাইতি, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা, দেবকুমার পণ্ডা ও দেশপ্রাণ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক ফুলকুমার বেরা। দেশপ্রাণ-এর জন্মভিটেকে হেরিটেজ হিসাবে সংরক্ষণের জন্য হেরিটেজ কমিশনে আবেদন করা হয়েছে বলে মামুদ হোসেন জানান। গ্রামে কমিউনিটি হল, উপস্বাস্থ্য কেন্দ্র ও একটি গ্রন্থাগার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী দিনে দেশপ্রাণের একটি পূর্ণাঙ্গ মূর্তি বসানোরও প্রতিশ্রুতি দেন মামুদ হোসেন। স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক ফুলকুমার বেরা জানান, আগামী নভেম্বর মাসে দেশপ্রাণের ১৩২তম জন্মদিবস উপলক্ষে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এ দিনের অনুষ্ঠানে ২০০ জন দুঃস্থকে বস্ত্র বিতরণ করা হয়। এ দিনই ভগবানপুর ২ ব্লকের বাজকুল মিলনী কলেজ মাঠে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল বাজকুল মনীষী চর্চা পরিষদ। দেশপ্রাণের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় যোগ দেন বাজকুল কলেজের অধ্যক্ষ সত্যনারায়ণ সাহু, অধ্যাপক বাসুদেব সরকার, কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বপন জানা প্রমুখ।
|
মহকুমা প্রেস ক্লাব ও ঝাড়গ্রাম জেলা পুলিশের যৌথ উদ্যোগে এ বারও ঝাড়গ্রামের সেরা পুজো কমিটিগুলিকে ‘শারদ সম্মান’ দেওয়া হল। প্রেস ক্লাবের চেয়ারম্যান অমল দাস জানিয়েছেন, এ বার তিনটি বিভাগে ঝাড়গ্রাম শহরের সেরা ৯টি সর্বজনীন পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে। ‘সেরা নিরাপত্তা’র জন্য নির্বাচিত হয়েছে সঙ্ঘমিত্র ব্যায়াম সমিতি, ঘোড়াধরা সর্বজনীন ও শারদোৎসব। ‘সেরা পরিবেশ’-এর জন্য শহরের পূর্বাশা, অরণ্যসুন্দরী ও ইয়ুথ ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। ‘সেরা সৌহার্দ্য’ বিভাগে নির্বাচিত হয়েছে নতুনপল্ল সর্বজনীন, অরণ্য সঙ্ঘ ও মহিলা পরিচালিত তিলোত্তমা। এ ছাড়া ঝাড়গ্রাম মহকুমার বিভিন্ন ব্লকের আরও সাতটি পুজো কমিটি (জামবনির গিধনি পূর্বাশা, বিনপুরের শিলদা শিবশক্তি সঙ্ঘ, বেলপাহাড়ির গণ্ডাপাল সর্বজনীন, গোপীবল্লভপুরের থানা সর্বজনীন, বেলিয়াবেড়ার পেটবিন্ধি সর্বজনীন, নয়াগ্রামের বালিগেড়িয়া সর্বজনীন এবং সাঁকরাইলের রোহিনী পুরনো বাজার সর্বজনীন) সেরা পুজোর সম্মানের জন্য বিবেচিত হয়েছে। শীঘ্রই প্রেস ক্লাব ও পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে সেরা পুজোকমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান অমলবাবু। বিচারকমণ্ডলীতে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুমিত কুমার, প্রেস ক্লাবের চেয়ারম্যান অমল দাস-সহ শহরের বিশিষ্ট নাগরিকরা।
|
বাসের ধাক্কায় মৃত্যু বধূর |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক বধূর। শুক্রবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের এগরা থানার ভবানীচক গ্রামের কাছে কাঁথি–এগরা সড়কে। পুলিশ জানিয়েছে, মৌমিতা জানা (২৫) নামে ওই বধূর বাড়ি কাঁথি থানার আলাদারপুট গ্রামে। এ দিন সকালে স্বামীর সঙ্গে মোটর সাইকেলে চেপে কাঁথিতে নিজের বাড়িতে যাচ্ছিলেন ওই বধূ। ভবানীচক গ্রামের কাছে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মোটর সাইকেল থেকে নেমেছিলেন তিনি। সেই সময় আনন্দপুর–দিঘা রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বধূকে ধাক্কা মারে এবং পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বধূর। দুর্ঘটনাগ্রস্ত বাসের জনা চারেক যাত্রী অল্পবিস্তর আহত হন। দুর্ঘটনার পরই বাসের চালক ও খালাসি পালিয়ে যান। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, যান্ত্রিক ভাবে বিকল হয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে।
|
মহকুমা পুলিশ অফিসারের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে অষ্টমীর রাতে এক যুবককে ধরেছিল পুলিশ। তিন দিন পুলিশি হেফাজতে থাকার পরে পার্থপ্রতিম পাল নামে কাঁথি শহরের ওই বাসিন্দাকে শুক্রবার ১৪ দিনের জেলহাজতে পাঠাল কাঁথি আদালত। অষ্টমীর রাতে কাঁথি শহরের ব্রহ্মতলার কাছে কিছু যুবক রাস্তা আটকে একটি পুজো মণ্ডপের সামনে নাচানাচি করছিলেন। সাদা পোশাকে সেখান দিয়ে যাওয়ার সময় মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসু তাতে আপত্তি জানান। ক্ষেপে গিয়ে ওই যুবকেরা মহকুমা পুলিশ অফিসারের গাড়িতে হামলা চালান। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। হামলাকারীরা পালিয়ে গেলেও পার্থপ্রতিম পাল নামে ওই যুবককে পুলিশ গ্রেফতার করে। |