|
|
|
|
|
|
ক্লিক অর প্রেস |
মুঠোয় চমক
উৎসবের মরসুমে হাজির নতুন মোবাইল এবং ট্যাবলেট।
কোনটা নেবেন? সাহায্য করছেন সুরিত ডস |
|
|
দুর্গাপুজো শেষ হয়েছে। কাল বাদে পরশু লক্ষ্মীপুজো। তার পরে দীপাবলি, ভাইফোঁটা। পোশাক, জুতো, প্রসাধনের পরে মোবাইল বা ট্যাবলেট নিতে চান কি? বাজারেও হাজির হয়েছে নতুন মডেলের মোবাইল এবং ট্যাবলেট। তাদের কয়েকটির সঙ্গে পরিচয় করিয়ে দেব।
স্মার্টফোনের জগতে সোনির ‘Xperia’ সিরিজের মোবাইল দেখতে পারেন। এ মাসেই সোনি নিয়ে এসেছে ‘Xperia Miro’। ৮০০ মেগাহার্ৎজের প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ৩.৫ ইঞ্চির ক্যাপটিভ টাচস্ক্রিন আর ভিডিও কলিং-এর জন্য সামনে ক্যামেরাও রয়েছে। অপারেটিং সিস্টেম ‘Android 4.0 Ice Cream Sandwich’। এ ছাড়াও সোনির ‘Xperia T’, ‘Xperia V’ এবং ‘Xperia J’ দেখতে পারেন। ‘Xperia J’-তে আবার ৪ ইঞ্চির টাচস্ক্রিন রয়েছে। সস্তার মধ্যে কিছু খুঁজলে ‘Xperia Tipo’ নিতে পারেন। ৮০০ মেগাহার্ৎজ প্রসেসর-এর এই ফোনে ‘Ice Cream Sandwich’ অপারেটিং সিস্টেমও পেয়ে যাবেন।
স্মার্টফোনের দুনিয়ায় আইফোনকে কড়া প্রতিযোগিতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে স্যামসাং। অগস্ট মাসেই স্যামসাং নিয়ে এসেছে ‘Galaxy S III’। আকারে কিছুটা বড় বলে হাতে ধরতে অসুবিধা হতে পারে। অন্যান্য সুবিধার পাশাপাশি এর ক্যামেরা ভাল কাজ করে। খুব সরু ‘Galaxy Beam’ প্রজেক্টরেরও কাজ করে। |
|
অ্যানড্রয়েড ছাড়াও স্যামসাং নিয়ে এসেছে উইন্ডোজ ফোন ‘ATIV S’। এ ফোনে ৪.৮ ইঞ্চির গরিলা গ্লাস ডিসপ্লে এবং সামনে ও পিছনে ক্যামেরা রয়েছে।
এলজি-র ‘Optimus L9’ কিছু দিনের মধ্যেই ভারতে পাওয়া যাবে। এর স্ক্রিন ৪.৭ ইঞ্চির। ১ গিগাহার্ৎজের প্রসেসর, ৫ এমপি-র ক্যামেরা, ১ জিবি-র র্যাম ছাড়াও রয়েছে ২১৫০ mAh SiO+ ব্যাটারি।
পিছিয়ে নেই এইচটিসি-ও। যেমন, এইচটিসি-র ‘Desire X’। এর ৪ ইঞ্চির স্ক্রিনে পাওয়া যাচ্ছে সুপার এলসিডি ‘WVGA’ ডিসপ্লে, ডুয়েল কোর ১ গিগাহার্ৎজের কোয়ালকম ‘S4’ প্রসেসর, ৫ এমবি ক্যামেরা, ৭৬৮ এমবি-র র্যাম এবং ১৬০০ mAh-এর ব্যাটারি।
কিছু দিন আগেই মোটারোলা মোবিলিটিকে কিনে নিয়েছে গুগ্ল। মোটারোলা নিয়ে এসেছে ‘Android 2.3’ অপারেটিং সিস্টেমে ‘FIRE XT’ এবং ‘FIRE’। দু’টি ফোনে 3G এবং ওয়াইফাই-এর সুবিধা তো আছেই। এই ফোন দু’টি 3G হটস্পট-এর মাধ্যমে ৫টি যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে। আছে এফএম রেডিও কার্ড, জিপিএস, গুগ্ল ম্যাপস, গুগ্ল টক এবং জিমেল।
এ বার বলি আইফোনের কথা। এ ক্ষেত্রে একটু ধৈর্য্য ধরতে হবে। আর কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে এসে যাবে আইফোন ৫। আইফোন ৪-এর থেকে ১৮ শতাংশ সরু আর ২০ শতাংশ হালকা এ ফোনে রয়েছে ‘A6’ চিপ। সব কাজই হবে অনেক দ্রুত। এ ছাড়াও রয়েছে রেটিনা ডিসপ্লে, আই ক্যামেরা, শক্তিশালী ইন্টারনেট-সহ নানা সুবিধা।
এসেছে ট্যাবলেটের নানা নতুন মডেলও। বিএসএনএল আর এমটিএনএল, ‘Terracom’-এর সঙ্গে সহযোগিতায় বাজারে এনেছে ‘TZ 300’ এবং ‘TZ 200’। দু’টি ট্যাবলেটই অ্যানড্রয়েড ‘4.0 ICS’ অপারেটিং সিস্টেমে চলে। রয়েছে ২ গিগাহার্ৎজের কোর্টেক্স ‘A8’ প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ৪ জিবি মেমোরি যা ৩২জিবি পর্যন্ত বাড়ানো যায়, ০.৩ এমপি-র ক্যামেরা, ওয়াইফাই এবং ৩০০০ mAh ব্যাটারি। ‘USB’ ডঙ্গল দিয়ে ‘HDMI’ এবং ‘3G’ চালানো যায়। ‘TZ 300’-এর রেজিস্টিভ স্ক্রিন, অন্য দিকে ‘TZ 200’-এর ক্যাপটিভ স্ক্রিন। এ ছাড়াও রয়েছে ‘TZ 100’। ১০২৪ × ৬০০ রেজলিউশনের ৭ ইঞ্চির স্ক্রিন, জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, ‘HDMI’ এবং ‘USB’ পোর্টের সুবিধা।
গুগল নিয়ে আসছে ‘Nexus 7’। ‘Android 4.1 Jelly Bean’ অপারেটিং সিস্টেমের এই ট্যাবলেটের স্ক্রিন হবে ৭ ইঞ্চির ‘IPS LCD’-এর। থাকছে ৮ জিবি এবং ১৬ জিবি মডেল। এ ছাড়াও পাবেন ১.৩ গিগাহার্ৎজ ‘quad-core’ প্রসেসর, টেগ্রা ৩ চিপসেট, ১ জিবি র্যাম, ১২৮০×৮০০ এইচডি ডিসপ্লে এবং ৪৩২৫ mAh ব্যাটারি। এতে ৯ ঘণ্টা এইচডি ভিডিও দেখা যাবে। এ ছাড়াও ১০ ঘণ্টা ব্রাউজিং করা যাতে পারে।
তবে ট্যাবলেটের বাজারে সাড়া ফেলেছে স্যামসাং-এর ‘Galaxy Note 2’। এটা স্মার্টফোন আর ট্যাবলেটের মাঝামাঝি। অ্যাপল-এর ৭ ইঞ্চির আইপ্যাডের গুজবেও বাজার সরগরম।
|
|
|
|
|
|
|