একেই বলে, কারও পৌষ মাস, কারও সর্বনাশ। বৃহস্পতিবার রাতে দিল্লি ডোয়ারডেভিলস চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে হেরে যাওয়ায় যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ইংল্যান্ড শিবির, যারা আগামী সপ্তাহেই ভারতে আসছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে। দক্ষিণ আফ্রিকায় সহবাগদের হারে কেভিন পিটারসেনকে দুবাইয়ে প্রস্তুতি শিবির থেকেই পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার-কুকরা। তার উপর রানে ফিরে এসেছেন ইংল্যান্ড দলের সেরা তারকা ব্যাটসম্যান। বৃহস্পতিবার রাতে দিল্লি হারলেও দলের সর্বোচ্চ রান পিটারসেনের ৪৪ বলে ৫০। এতে আরও স্বস্তিতে তাঁরা। ইংল্যান্ড দলের সঙ্গে আগামী সোমবার ভারতের মাটিতে নামতেও কোনও অসুবিধা নেই কেপি-র।
মুম্বইয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে সামনে কোনও ভারতীয় তারকা স্পিনার না পেলেও স্পিনের বিরুদ্ধে যাতে এ দেশের পিচে অস্বস্তিতে না পড়েন, সে জন্য একঝাঁক স্পিনার নিয়ে দুবাই পৌঁছল ইংল্যান্ড দল। গ্রেম সোয়ান, মন্টি পানেসর ও সমিত পটেলরা তো দলে রয়েছেনই, এ ছাড়াও বেশ কয়েকজন তরুণ স্পিনারকে নিয়ে যাওয়া হচ্ছে শুধু নেটে বল করানোর জন্য। জেমস ট্রেডওয়েল, স্কট বর্থউইক, আজিম রফিক, সাইমন কেরিগান এ রকম অপরিচিত স্পিনারদের দেখা যাবে ইংরেজদের নেটে। দুবাইয়ে ইংরেজ ব্যাটসম্যানরা বেশিরভাগই এই স্পিনারদের বিরুদ্ধেই সময় কাটাবেন বলে ঠিক করে রেখেছেন। ফলে ভারত প্রস্তুতি ম্যাচে স্পিনারদের নামাল কি না, তা নিয়ে কুকরা খুব একটা ভাবছেন না।
ইংরেজ ক্রিকেটারদের পুরো দল নিয়ে ভারতে আসা নিয়ে কোনও সমস্যা না থাকলেও ইংরেজ ধারাভাষ্যকারদের আসা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ব্রিটিশ টিভি সংস্থা স্কাই-এর কাছে যে বাড়তি অর্থ (প্রায় আট লক্ষ ডলার) দাবি করেছে, তাতেই আপত্তি স্কাই-এর কর্তাদের। তাঁদের ধারাভাষ্যকারদের জন্য আলাদা কমেন্ট্রি বক্স ও স্টুডিওর ব্যবস্থা করে দেওয়ার জন্য বাড়তি অর্থ চেয়েছে বোর্ড। |