ভারতের দ্বিতীয় ফর্মুলা ওয়ান রেসে লেগে গেল কূটনীতির চড়া রং।
ভারতীয় দুই মৎস্যজীবীকে গুলি করে হত্যা করার দায়ে অভিযুক্ত ইতালীয় মালবাহী জাহাজের দুই রক্ষী এখন কেরলে। গত ফেব্রুয়ারির ওই ঘটনায় কিছু দিন হাজতবাস করলেও দুই বিচারাধীনই এখন জামিনে মুক্ত। তাঁদের প্রতি সমর্থন জানানো নিয়ে তোলপাড় শুক্রবারের বুদ্ধ সার্কিট। দফায় দফায় সাংবাদিক বৈঠকে জবাবদিহি করতে হল ফর্মুলা ওয়ান কর্তা বার্নি একলেস্টোন থেকে ফেরারির টিম প্রধান স্তেফানো দোমেনিকালিকে।
দোমেনিকেলি অবশ্য দিনের শেষ আলো থাকা পর্যন্ত মানেননি যে তাঁরা এমন কিছু করেছেন যাতে ভারতীয় সরকারের কাছে একটা রাজনৈতিক বার্তা পৌঁছয়। অন্য দিকে, নিজেদের বিরক্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বিতর্কের সূত্রপাত ফেরারি দলের দুই চালক, প্রবল ভাবে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা ফের্নান্দো আলোনসো এবং ফিলিপে মাসাকে নিয়ে। দু’জনের গাড়িতেই ইতালির নৌবাহিনীর পতাকা আঁকা। ফেরারি দল তাদের ওয়েবসাইটে এ নিয়ে লেখে, “এই পতাকা লাগিয়ে আমরা আমাদের দেশের এক অসাধারণ বাহিনীকে সম্মান জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করি, ভারতে আটক থাকা দুই ইতালীয় নৌসেনার ব্যাপারে ভারত এবং ইতালি দ্রুত একটা সমাধানে পৌঁছে যাবেন।” |
ফেরারি দলের গাড়িতে ইতালীয় নৌবাহিনীর পতাকা। ছবি: এএফপি |
এটা নজরে আসার পরেই হইচই পড়ে যায় সার্কিটে। জল গড়ায় বিদেশ মন্ত্রকের অলিন্দ পর্যন্ত। এবং ফেরারির আচরণে ভারত যে যথেষ্ট বিরক্ত সেটা স্পষ্ট করে দেওয়া হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ অকবরুদ্দিন সকালেই বিবৃতি দেন, “খেলাধুলোর সঙ্গে এই বিষয়ের সম্পর্কই নেই। খেলার আসরে এই ধরনের প্রচার অভিযান মোটেই খেলাধুলোর আদর্শের সঙ্গে মানানসই নয়।” তা ছাড়া, বিচারধীন বিষয় নিয়ে এ জাতীয় মন্তব্যও যে আপত্তিকর, সেটাও স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয় ভারতের তরফে। এই বিবৃতিতে আগুনে ঘি পড়ে। বুদ্ধ সার্কিটের নানা সাংবাদিক বৈঠকে এবং তার বাইরে ঘুরতে থাকে এই নিয়ে নানা প্রশ্ন।
ফর্মুলা ওয়ানের আচরণ বিধি অনুযায়ী, কোনও দলের কোনও রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবৈষম্যমূলক মতবাদ থাকা নিষিদ্ধ। ফলে ফেরারি সেই আচরণবিধি লঙ্ঘন করেছে কি না, তা নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়। দুপুরে আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের (এফআইএ) টিম বিল্ডিং থেকে ফর্মুলা ওয়ান প্রধান বার্নি একলেস্টোন বেরোতেই তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হল। একলেস্টোন অবশ্য দায় ঝেড়ে ফেলার ঢঙেই বলে দিলেন, “আমাদের খেলায় রাজনীতির কোনও স্থান নেই।” নাছোড় সাংবাদিকদের চাপাচাপিতে এর পর বললেন, “আমি ভারতের জাতীয় মোটরস্পোর্টস কর্তৃপক্ষকে বিষয়টা দেখতে বলেছি।” ছোটা হল ভারতীয় মোটরস্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট ভিকি চন্দোকের কাছে। তিনিও ধরি মাছ না ছুঁই পানি। বললেন, “জাতীয় সংস্থা হিসেবে বিষয়টা দেখতে বলা হয়েছে। আমরা পুরোপুরি অরাজনৈতিক।” তিনি ফেরারি কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন কি না জানতে চাওয়ায় ভিকি বললেন, “ফেরারি তো ব্যাপারটা আগেই জানে!” এর পরে ইতালীয় দলকে একটা শংসাপত্রও দিয়ে দিলেন। বললেন, “ফেরারি বিশ্বের সব থেকে নিরপেক্ষ দল।”
বিকেলে এফআইএ-র সাংবদিক বৈঠকে দোমেনিকেলিকে এই নিয়ে পর পর প্রশ্ন করা হলে তিনি বলেন, “এর আগেও ফেরারি এই ধরনের উদ্যোগ নিয়েছে। যা লেখা হয়েছে তার মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। কিন্তু তা নিয়ে কথা বলার উপযুক্ত মঞ্চ নয় এটা।” আরও চাপাচাপি করায় বেশ বিরক্ত হয়েই বললেন, “এটা এই সাংবাদিক বৈঠকের বিষয়বস্তু নয়। এ সব বলার জন্য আমাদের প্রেস অফিসার আছেন।”
কী বললেন ফেরারির প্রেস অফিসার লুকা কোলাগানি? তাঁর বক্তব্য, ফেরারি এর আগে একটি রেসে গাড়ির সামনে কালো রং করেছিল আমেরিকার ৯/১১ কাণ্ডের প্রতিবাদে। জাপানে ভূমিকম্পের মৃতদের প্রতি শ্রদ্ধায় অস্ট্রেলিয়ায় এক রেসে জাপানের পতাকা লাগিয়েছিল গাড়িতে। কোলাগানির দাবি এ বারও ইতালীয় নৌসেনাদের দ্রুত বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এটা করা হয়েছে। এর সঙ্গেই যোগ করলেন লুকা, “আমাদের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।”
অর্থাৎ ভাঙলেও মচকাল না ফেরারি। বিচারাধীন মামলার দুই অভিযুক্তের হয়েই সওয়াল করে গেল দিনের শেষে। |