ভারতের দ্বিতীয় গ্রাঁপ্রি-তে কিশোর কুমার!
অবাক লাগছে? কিন্তু ফর্মুলা ওয়ান খেলাটাই তো ‘চলতি কা নাম গাড়ি’। গাড়ির চলার উপরেই এই খেলার সব খেল, সব ভেলকি। আর সেটা মাথায় রেখে ‘বাজু, সমঝো ইশারে, হরেন পুকারে, পম পম পম’।
বুদ্ধ সার্কিটে বিনোদনের যে প্যাকেজ থাকছে, তাতে রবিবাসরীয় দুপুরটা মাতানোর দায়িত্ব পড়েছে বলিউডের প্রয়াত মেগাহিট গায়কের কাঁধেই! কেননা শান ঠিক করেছেন, রবিবার কিশোরের গানটা দিয়েই বুদ্ধ সার্কিটে তাঁর সঙ্গীত-দুপুর শুরুতেই একেবারে টপ গিয়ারে নিয়ে গিয়ে ফেলবেন। গত বারের লেডি গা গা নিয়ে হইচইকে টেক্কা দেওয়ার কঠিন চ্যালেঞ্জ এ বার শানের সামনে। মোবাইলের কৃপায় যোধপুরে ধরা গেল তাঁকে। “আমি দারুণ এক্সাইটেড! ভেটেল, ওয়েবার, হ্যামিল্টন সবার প্রিয় গায়ক আর ব্যান্ডের খোঁজখবর নিয়ে একটা তালিকা তৈরি করেছি।” কী সেই তালিকা? বিটলস-ভক্ত ভেটেলের জন্য থাকছে কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ডের ‘ড্রাইভ মাই কার’ গানটা। মার্ক ওয়েবার আবার বিলি ওশেন-এর ভক্ত। তাঁর গাওয়া ‘গেট আউট অব মাই ড্রিমস’ ঢুকে পড়েছে শানের লিস্টে। হ্যামিল্টনের জন্য জামাইকান গায়ক বব মারলের কোনও গান গাইবেন ঠিক করেছেন। আর শুমাখার? “ভারতে ওঁর শেষ রেস। একটা জম্পেশ কিছু করতে হবে। ওটা নিয়ে ভাবছি,” বললেন শান। যেটা ভেবে ফেলেছেন, সেটা বলিউডের গানের একটা ‘মেডলি’। যার প্রতিটা গান-ই গাড়ি কেন্দ্রিক! |
ফোর্স ইন্ডিয়ার চিয়ারলিডাররা। ছবি: পিটিআই |
তবে গা গা-র পাশে গোঁ গোঁ-কেও টেক্কা দিতে হবে যে!
শুক্রবার শুরু হল ফ্রি প্র্যাক্টিস। আর তার সঙ্গে সেই কানে তালা ধরানো গোঁ গোঁ শব্দব্রহ্মটাও ফিরে এল। তবে গত বারের আর এক নায়ক ধুলো এ বার অনেক কম। গাছ বেড়েছে। বেড়েছে সবুজও। ট্র্যাকের চার পাশ তো বটেই, সার্কিটের গায়েও ঘন ঘাসের নরম গালিচা। মাইকেল শুমাখার থেকে জেনসন বাটন, প্রত্যেকের মুখে যে সবুজের প্রশংসা। ট্র্যাকও দারুণ মনে ধরছে সকলের। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জেনসন বাটন তো এ দিন প্র্যাক্টিসের পরে ট্র্যাককে “ক্লাসিক” বলে দিলেন।
অন্য দিকে, ভারতীয় রেসের আয়োজকদের ভাবটা অনেকটা সফল থিম পুজোর আয়োজকদের মতো। গদগদ। সকালে প্যাডক এলাকায় হাঁটতে হাঁটতে ফর্মুলা ওয়ান কর্তা বার্নি একলেস্টোনের একটা মন্তব্যে তো জে পি কর্তা মনোজ গৌর থেকে ভারতীয় মোটরস্পোর্টস ফেডারেশন প্রেসিডেন্ট ভিকি চন্দোক, সবার মুখে চওড়া হাসি। রবিবার ভারতীয় গ্রাঁপ্রির দিনই আবার একলেস্টোনের বিরাশিতম জন্মদিন। ছোটখাটো চেহারার মানুষটি দরাজ সার্টিফিকেট দেওয়ার ঢঙে বললেন, “সুপার্ব! আগের বছরের তুলনায়, এ বছর প্রতিটা ব্যাপারেই উন্নতি করেছে এই সার্কিট। বিগ, বিগ ইম্প্রুভমেন্ট!” সঙ্গে জানালেন, অদূর ভবিষ্যতে ভারত দ্বিতীয় রেসও পেতে পারে। একলেস্টোনের কথায়, “এ দেশে ফর্মুলা ওয়ান নিয়ে যা উৎসাহ, তাতে সামনের দু’বছরের মধ্যে না হলেও ভবিষ্যতে ভারত আর একটা রেস পেতেই পারে।” |
ভারতীয় দর্শকদের উৎসাহ দেখে মুগ্ধ ফর্মুলা ওয়ান দুনিয়ার প্রায় প্রত্যেকেই। লুইস হ্যামিল্টন তো নিজের হেলমেটটাই এই রেসের জন্য বদলে ফেলেছেন। ভারতীয় ছোঁয়া আনতে তাঁর হেলমেট আপাতত প্রায় রামধনু। রংবাহারি সেই হেলমেটে দেবনাগরিতে লেখা, “আপনে আপ পে বিশ্বাস করো তো কুছ ভি না মুমকিন নেহি।” “আমি তো ভারতীয় খাবার খেয়েই বড় হয়েছি। দারুণ লাগে। আর এখানে এত বার এসেছি যে, এই দেশটা আমার দ্বিতীয় বাড়ির মতো।” এই নিয়ে সাত বার ভারতে আসা ব্রিটিশ তারকা তার পরে যোগ করলেন, “ইন্ডিয়ানস আর দ্য নাইসেস্ট পিপল ইউ গেট টু মিট।” বুদ্ধ সার্কিটে হ্যামিল্টনের শেয়ার-দর চড়চড়িয়ে উঠছে।
তবে সচিন তেন্ডুলকর না-আসায় টিকিটের বাজারে মন্দা বাড়ে কি না, সেটা দেখার। রঞ্জির প্রস্তুতিতে মন দিতে চান বলে আসবেন না, জানিয়েছেন সচিন। ফলে জোর খবর, এ বার ‘রেস ফ্ল্যাগ অফ’ ঋত্বিক রোশনের হাতে হতে পারে।
সচিন না-এলেও বলিউডের বাদশা শাহরুখ খানের আসা পাকা। শাহরুখ শনিবারই দিল্লি পৌঁছে যাচ্ছেন। মহেন্দ্র সিংহ ধোনি দিল্লিতে। বলিউডের তারকা-মেলাও বসছে। তবে চাঁদের হাটে যাঁর আসা নিয়ে সার্কিটের উৎসাহটা সব থেকে বেশি, তাঁর নাম বিজয় মাল্য!
সহারা ফোর্স ইন্ডিয়া-র টিম এরিয়ায় এখনও রয়েছে ‘ফ্লাই কিংফিশার’ বিজ্ঞাপনটা। গ্রেফতারি পরোয়ানা আর কর্মীদের ধর্মঘট দু’টোই প্রত্যাহার হয়ে যাওয়ায় কিং ফিশার মালিক এ বার আসতে পারেন। দলের ডেপুটি টিম প্রিন্সিপ্যাল বব ফার্নলি এ দিন বললেন, “বিজয় শনিবারই সার্কিটে পৌঁছে যাচ্ছে।” তবে দল ঘিরে গুজব তাতে যাচ্ছে না। এক চালক নিকো হুল্কেনবার্গের পরের মরসুমে স্যবারে চলে যাওয়া প্রায় পাকা। তার থেকেও বড় কথা, ভারতীয় দল উঠে যাবে কি না, সেই চর্চা তীব্র।
ভারতীয় রেসে ফর্মুলা ওয়ানের একমাত্র ভারতীয় দলকে বিব্রত করেই চলেছে ট্র্যাক আর ট্রাকের বাইরের এই সব বৃত্তান্ত! |