জেলা আদালত গঠনের প্রক্রিয়া শুরু না-হওয়ায় এখনই আলিপুরদুয়ারকে আলাদা জেলা ঘোষণার সম্ভাবনা দেখছেন না স্থানীয় তৃণমূল নেতারা। মাস কয়েক আগে কোচবিহারে এক জনসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নভেম্বর মাসে আলিপুরদুয়ারকে জেলা ঘোষণার কথা। অথচ তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় প্রশাসনিক ঢিলেমিতে ক্ষুদ্ধ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। জেলা আদালত গঠনের প্রক্রিয়া শুরুর আবেদন নিয়ে কালীপুজোর আগে হাইকোর্টে যাবেন আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “আলিপুরদুয়ারকে আলাদা জেলা ঘোষণার জন্য দ্রুততার সাথে প্রশাসনিক স্তরে কাজ চলছে। জেলাশাসকের দফতর ও জেলা পুলিশ সুপারের দফতরের অনুমতি মিলেছে। আলাদা জেলাপরিষদ গঠনের জন্য প্রয়োজনীয় কাজও শুরু করেছে পঞ্চায়েত দফতর। জেলা আদালত গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় জানান, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে আলাদা জেলা ঘোষণা করা নিয়ে নির্বাচন কমিশনের আপত্তি রয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে বিধায়ক বলেন, “নতুন সরকার আলাদা জেলা ঘোষণার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করায় এখন তা শুধু সময়ের অপেক্ষায়। আশা করছি দ্রুত সেই কাজ হবে।” আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি জহর মজুমদার জানান, আলিপুরদুয়ারের সরকারি জমি প্রস্তাবিত আলিপুরদুয়ার জেলার নামে স্থানান্তর করার কাজ চলছে। জেলাশাসকের দফতর ও পুলিশের বিভিন্ন দফতরে জন্য প্রশাসনিক প্রক্রিয়া চলছে। তবে অতিরিক্ত জেলা আদালতকে জেলা আদালতে রূপান্তরিত করার প্রয়োজনীয় অনুমতি এখনও মেলেনি। তিনি বলেন, “রাজ্য সরকার মানুষের উন্নয়নের জন্য আলাদা জেলা ঘোষণা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সেখানে জেলা আদালত গঠনের অনুমতি না মেলায় আমরা ক্ষুদ্ধ। রাজ্যের আইন দফতর থেকে জেলা আদাল ত গঠনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। পরিকাঠামো পরিদর্শনে প্রতিনিধি দল পাঠানোর আবেদন নিয়ে কালীপুজোর আগেই আমরা আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে যাব।” স্থানীয় নেতা মৃদূল গোস্বামী জানান, আইনমন্ত্রীর কাছে তিনি আবেদন জানাবেন। |