জমির বিবাদে গুলিতে হত ২
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জমির দখল কেন্দ্র করে এক তৃণমূল সমর্থককে গুলিতে খুনের আধ ঘণ্টার মধ্যে পাল্টা হামলায় খুন হলেন এক সিপিএম সমর্থক। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার হোসেনপুরে নবমীর সকালে খুন ও পাল্টা খুনের ঘটনার পর দুদিন কেটে গেলেও এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করছে পুলিশ। গুলিতে নিহতের তৃণমূল সমর্থকের নাম জামশের আলি (৩২)। দাদাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তার ভাই সামসের আলি। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত সিপিএম সমর্থকের নাম আফিজুল ইসলাম (৩০)। তৃণমূলের লোকেরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে বলে সিপিএমের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ছক কষে তৃণমূল সমর্থক জামশের আলিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সিপিএমের লোকজনা গুলি করে। দাদাকে বাঁচাতে গিয়ে ভাইও গুলিবিদ্ধ হন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।” |
গৃহশিক্ষকের জেল-হাজত
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। সপ্তমীতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের পলাশবাড়ি এলাকায়। সোমবার রাতে মোবাইল ফোনের সূত্র ধরে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য জানান, ধৃতের নাম মনিরুল ইসলাম। সোনাপুর এলাকার এক স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রী বছর খানেক ধরে মনিরুলের কাছে পড়ে। সপ্তমীর সন্ধ্যায় সে এক বান্ধবীর সঙ্গে পুজো দেখার নাম করে বাড়ি থেকে বেরোয়। রাতে ওই ছাত্রী ফোনে জানায়, গৃহশিক্ষককে বিয়ে করে সে শিলচর গিয়েছে। সোমবার পুলিশ মোবাইল টাওয়ারের অবস্থান দেখে জানতে পারে কোচবিহারের গারোদেরকুঠি এলাকায় তাঁরা আছে। এলাকার একটি বাড়িতে তাঁরা আশ্রয় নিয়েছিল। বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসা করতে গেলে ওই গৃহশিক্ষক ছাত্রীকে নিয়ে পালায়। আদালত ধৃতের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেয়। |
নার্সের সঙ্গে অভব্য আচরণ
নিজস্ব সংবাদদাতা • শীতলখুচি |
এক নার্সের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল শীতলখুচি থানার এক সহকারী সাব ইনস্পেক্টর ও তাঁর এক স্কুল শিক্ষক সঙ্গীর বিরুদ্ধে। ঘটনার সময় দুইজনমদ্যপ ছিলেন বলে অভিযোগ। বুধবার শীতলখুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। ওই নার্স শীতলখুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস। তারপরেই অভিযুক্ত এএসআই তাঁর সঙ্গীকে শীতলখুচি থানায় জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশের কর্তারা। ঘটনাটি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জেলা পুলিশ সুপার বলেন, “মদ্যপ অবস্থায় ওই পুলিশ কর্মী ও তার সঙ্গী হাসপাতালের কর্তব্যরত নার্সের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ সূত্রেই জানা গিয়েছে, অভিযুক্ত এএসআইয়ের নাম হোপ্পা মুর্মু। তাঁর শিক্ষক সঙ্গীর নাম নির্মল টুডু। |
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মালবাজার থানার ক্রান্তি ফাঁড়ির দেবীঝোরা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মানিক সরকার (৫৭)। তাঁর বাড়ি কোচবিহারের দিনহাটায়। পুজোতে ক্রান্তি এলাকায় তাঁর ডিউটি পড়ে। |
এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার নবমীর রাতে বামনগোলা থানার জগদলা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ধর্ষনের অভিযোগে সহদেব বৈশ্যমালী নামের যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল জানান, মা’র সঙ্গে ওই কিশোরী পুজোর মেলায় গান শুনতে গিয়েছিল। গানের আসর থেকে কিশোরীকে পাশের বাঁশঝাড়ে শৌচক্রিয়া করে যায়। সেখানে তাঁকে সহদেব ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।
|
টাকা চেয়ে তিনটি বাড়িতে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। গত শনিবার ষষ্ঠীর দিন সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে শামুকতলার পটটোলা গ্রামে। শামুকতলার ওসি প্রবীণ প্রধান জানিয়েছেন, চিঠিগুলি বাড়ির জানলা অথবা দরজার ফাঁক দিয়ে ফেলে দেওয়া হয়েছে। চিঠিতে এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। যাঁদের কাছে টাকা চাওয়া হয়েছে তাঁদের কারও অত টাকা দেওয়ার সামর্থ্য নেই। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে কয়েক জনের নামও আমরা পেয়েছি। তাঁরা ভয় দেখিয়ে মজা করার জন্য ওই চিঠি পাঠিয়েছে বলে মনে হচ্ছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।” |