অষ্টমীর দিনে এক বালিকাকে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন এক বধূ। চন্দ্রকোনা থানার বিষ্ণুদাসপুরের ঘটনা। ধৃত মানসী দে-কে মঙ্গলবার ঘাটাল আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই এক মহিলার সঙ্গে মানসীদেবীর স্বামী সঞ্জয়বাবুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রতিশোধ স্পৃহায় ওই মহিলার সাত বছরের মেয়ে মেঘাকে মানসীদেবী খুন করেছেন বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মানসীদেবীর সঙ্গে তাঁর স্বামীর প্রায়ই গণ্ডগোল হত। অভিযোগ, এক দিন সঞ্জয়বাবু এমন মারধর করেন যে মানসীদেবীর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়। পুলিশের দাবি, এরই ‘প্রতিশোধ’ নিতে মানসীদেবী অষ্টমীর দিন মেঘাকে খুন করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, অষ্টমীর দিন মেঘা একাই গ্রামের পুজো মণ্ডপে ঘুরছিল। সেই সময় মেঘাকে ঘুঘনি খাওয়ানোর লোভ দেখিয়ে আড়ালে নিয়ে গিয়ে মানসীদেবী নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন বলে অভিযোগ। পরে গ্রামের লোকেরা মেঘার দেহ মাঠে পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় মানসীদেবীকে।
|
গভীর সমুদ্রে ট্রলার থেকে পড়ে গিয়েছিলেন দুই মৎস্যজীবী। এক জনকে উদ্ধার করা গেলেও ভেসে গিয়েছেন অন্য জন। সাত দিন পরেও সন্ধান মিলল না তাঁর। নিখোঁজ মৎস্যজীবী মনোরঞ্জন ওরফে বেনু দাসের বাড়ি মারিশদা থানার ভাঁইটগড় গ্রামে। সহ-মস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানিয়েছেন, গত ১৫ অক্টোবর দিঘা মোহনা থেকে ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন মনোরঞ্জনবাবু। মাছ তোলার সময় জালে পা আটকে তিনি ও তাঁর সঙ্গী কৃষ্ণগোপাল বর সমুদ্রে পড়ে যান। অন্য ট্রলারের মৎস্যজীবীরা কৃষ্ণগোপালকে উদ্ধার করলেও মনোরঞ্জনবাবুকে পাওয়া যায়নি। গত শনিবার অন্য মৎস্যজীবীরা দিঘা মোহনায় ফিরে আসেন। এরপরেই দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনাটি মৎস্য দফতর ও উপকূলরক্ষীবাহিনীকে জানানো হয়। উপকূলরক্ষীবাহিনী গভীর সমুদ্রে হোভারক্র্যাফট ও হেলিকপ্টারে তল্লাশি চালাচ্ছে। কিন্তু নিখোঁজ মৎস্যজীবীর সন্ধান মেলেনি।
|
প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করল নাট্যসংস্থা ‘কোরক’। বৃহস্পতিবার সকালে দুর্গাচক শিশু উদ্যান সংলগ্ন সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ‘একা এবং কয়েকজন’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যসৃষ্টির বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এ ছাড়াও এই সাহিত্যিকের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ছবি ও সাহিত্য-রচনা কোলাজ করে দেওয়ালে লাগানো হয়। ‘দেশ’ ও ‘আনন্দবাজার পত্রিকা’য় প্রকাশিত তাঁর নানা ধারাবাহিক উপন্যাস ও কবিতা এই কোলাজে তুলে ধরা হয়েছে। সংস্থার পরিচালক দীপেন্দ্রনাথ দে, শ্রীমন্ত বসুদের সঙ্গে কোলাজ তৈরিতে হাত মেলায় কচিকাঁচারাও। এ দিনই বিকেলে ব্রজলালচকে ‘রূপদীপা’ লিটল ম্যাগাজিনের উদ্যোগে প্রয়াত এই সাহিত্যিককে নিয়ে স্মরণসভার আয়োজন করা হয়।
|
সম্প্রতি ডাইন সন্দেহে তিন জনকে খুন করার অভিযোগে দাসপুরের দুবরাজপুর থেকে আগেই সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হল। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন সময় মান্ডি নামে এক জানগুরুও। তার বাড়ি গড়বেতার আনন্দনগর গ্রামে। পুলিশ জানায়, এই জানগুরুই ওই তিন জনকে ডাইন বলে জানিয়েছিল। এ নিয়ে মোট দশ জনকে গ্রেফতার করা হল। |