মোহনবাগানের পর এ বার ইস্টবেঙ্গল অনুশীলনেও হাতাহাতি, মারামারি! পার্থক্য একটাই। তা হল, ওডাফা-মাসিদের ঝামেলার সময় ছিলেন না কোনও কোচ। আর বৃহস্পতিবার সকালে লাল-হলুদে গণ্ডগোল হল খোদ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের উপস্থিতিতেই।
অস্ট্রেলিয়া পুজোর ছুটি কাটিয়ে ফিরে এ দিনই প্রথম মর্গ্যান নেমেছিলেন অনুশীলনে। হেডস্যারের সামনেই হরমনজিৎ খাবরা, মেহতাব হোসেন মারামারিতে জড়িয়ে পড়েন। মেহতাবের সমর্থনে এসে ঝামেলায় জড়ান সৌমিকও। তাঁরা একে অন্যের দিকে তেড়ে গেলেন। মারামারি করলেন। পুরো ঘটনায় বিরক্ত লাল-হলুদ কোচ দুই ফুটবলারকে জরিমানা করলেও সাংবাদিকদের সামনে এসে অবশ্য বলে দিয়েছেন, “এরকম ঘটনা পেশাদার ফুটবলারদের মধ্যে ঘটেই থাকে। সারা বিশ্বেই এটা হয়। ঝামেলা সব মাঠেই মিটে গিয়েছে। এ জন্যই আপনাদের অনুশীলনে ঢুকতে দিতে চাই না।” গত বছরও কোচের সামনে টোলগে-গুরবিন্দর একে অন্যকে পিটিয়েছিলেন কোচের সামনেই। তাদেরও জরিমানা করা হয়েছিল সেই সময়। অনুশীলনে সাংবাদিকদের ঢোকার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন ব্রিটিশ কোচ। এ বার অবশ্য এখনও তেমন নির্দেশ কিছু দেননি তিনি।
ঘটনার সূত্রপাত একাদশীর সকালে অনুশীলন চলার সময় একটি কড়া ট্যাকলকে কেন্দ্র করে। দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বীতার ম্যাচ চলার সময় খাবড়া কড়া ট্যাকল করেন মেহতাবকে। ক্ষিপ্ত মেহতাব তেড়ে গিয়ে ঘুসি মারেন খাবরাকে। পাল্টা খাবড়াও চড় মারেন মেহতাবকে। গণ্ডগোলের মধ্যে সৌমিকও তেড়ে যান খাবরার দিকে। হঠাৎ-ই তৈরি হওয়া এই ঝামেলা দেখে দৌড়ে এসে দু’পক্ষের মাঝে বাধা হয়ে দাঁড়ান অ্যালভিটো ডি’কুনহা-সহ সতীর্থ ফুটবলাররা। ফলে ঝামেলা দ্রুত থেমেও যায়। |
অনুশীলন ছেড়ে হাতাহাতি। বৃহস্পতিবার।—নিজস্ব চিত্র |
টিম সূত্রের খবর, দু’দিন আগেও কোচ-হীন অবস্থায় অনুশীলন চলার সময় খাবরা ঝামেলা করেছিলেন সৈকত সাহা রায়ের সঙ্গে। সেবারও কড়া ট্যাকল করতে গিয়ে সৈকতের সঙ্গে মারামারি করেছিলেন খাবরা। মর্গ্যানের দুই সহকারী রঞ্জন চৌধুরী-অতনু ভট্টাচার্য দোষী পঞ্জাব-ফুটবলারকে মাথা গরম করতে বারণ করেন। তা সত্ত্বেও খাবরা একই রকম ঘটনা ঘটান এ দিন।
ষষ্ঠীর দিন সকালে মোহনবাগান মাঠেও ফুটবলারদের মধ্যে এরকম মারামারি-হাতাহাতি হয়েছিল। ওডাফা-মনীশ মৈথানি আর রাকেশ মাসি-অর্জুন চট্টোপাধ্যায়ের মধ্যে তুমুল ঝামেলা বেঁধেছিল। তখনও কর্তারা বলেছিলেন, “মাঠেই সব ঘটনা মিটে গিয়েছে।” সেই ঘটনার পাঁচ দিন পর পাশের মাঠে একই ঘটনা ঘটল। সোমবার পুণে এফ সি’র বিরুদ্ধে যুবভারতীতে আই লিগের ম্যাচ রয়েছে মেহতাব-ওপারা-পেনদের। এখন দেখার, ঝামেলার কোনও প্রভাব সে দিন মর্গ্যানের টিমে পড়ে কিনা? |