ভারতীয় বোর্ড বনাম ডেকান যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আর এক লড়াই। বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন বনাম ললিত মোদী। আইপিএল থেকে ডেকান চার্জার্স খারিজ হওয়ার ছ’দিনের মধ্যে হায়দরাবাদ ফ্রাঞ্চাইজিকে কেনার ক্রেতা পেয়ে গেল বোর্ড। দক্ষিণ ভারতের সান টিভি নেটওয়ার্ক। এই ঘোষণার সঙ্গে সঙ্গে শ্রীনিবাসনকে লক্ষ্য করে শুরু হয়ে যায় মোদীর টুইট-বোমা বর্ষণ।
মোদীর মূল অভিযোগ এ রকম-- এক, চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক ইন্ডিয়া সিমেন্টস এবং সান টিভি নেটওয়ার্কের কিছু শেয়ার হোল্ডার একই সংস্থা বা ব্যক্তি। দুই, শ্রীনিবাসনের জন্যই অল্প টাকায় সান টিভি নেটওয়ার্ক হায়দরাবাদের টিম কিনে নিয়েছে। তিন, সহারাকে তাদের ফ্র্যাঞ্চাইজি কিনতে এর থেকে বেশি খরচ করতে হয়েছিল, এই দাবিও করেছেন মোদী।
দক্ষিণ ভারতের সান টিভি নেটওয়ার্ক প্রতি বছরে প্রায় ৮৫ কোটি টাকার চুক্তিতে কিনে নিচ্ছে প্রাক্তন ডেকান চার্জার্সকে। বৃহস্পতিবার রাতের নিলামে পিভিআর ভেঞ্চার্স, জেপি গ্রুপের মতো প্রতিদ্বন্দ্বীদের টপকে আইপিএলের দল কিনতে সক্ষম হন সান গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কলানিধি মারান। যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরসলী মারানের ছেলে এবং বর্তমান বস্ত্রমন্ত্রী দয়ানিধি মারানের ভাই। |
মোদীর টুইট বোমা |
• বোর্ড তো শ্রীনির বন্ধুদের একটা টিম উপহার দিতে চাইছে। এই টিমটাকে এত কমে কেন বিক্রি করা হল?
• কেউ শ্রীনিবাসন আর ইন্ডিয়া সিমেন্টের সঙ্গে সান টিভি-র সম্পর্কটা খতিয়ে দেখুক।
• এর পর আমরা দেখব নাম হয়েছে ইন্ডিয়া সিমেন্ট আইপিএল। এবং অবশ্যই এমন ভাবে সব হবে যাতে ইন্ডিয়া সিমেন্ট সামান্য টাকায় সব পেয়ে যায় |
|
এ সবের মধ্যেই আবার গুয়াহাটিতে একটি জনস্বার্থ মামলা হল বোর্ডের বিরুদ্ধে। ডেকান চার্জার্স বাদ পড়ায় সেই শূন্যস্থান ঢাকার লক্ষে কটক, রাঁচি, ধর্মশালা, আমদাবাদ-সহ ১২টি শহরের মধ্যে থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি নিলামের আয়োজন করেছিল বোর্ড। গুয়াহাটির এক ব্যবসায়ী ঘিসালাল অগ্রবাল সেখানকার হাইকোর্টে মামলা করেন এই দাবিতে যে, গুয়াহাটির উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও উত্তর-পূর্ব ভারতের এই রাজধানী শহরকে ধর্তব্যেই আনেনি বোর্ড। |